কোচবিহার, 28 এপ্রিল : বুধবার রাতে দিনহাটা 2 নং ব্লকের সাবরি সীমান্তে প্রায় সোয়া কোটি টাকার ইয়াবা ট্যাবলেট-সহ দুই ব্যক্তিকে আটক করে বিএসএফ (Yaba Tablets Worth 1.5 Core Recover)। বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে সীমান্তে ওই ট্যাবলেট ও কিছু পরিমাণ গাঁজা আনা হয়েছিল।
ধৃত দুই ব্যক্তির বাড়ি দিনহাটা 2নং ব্লকের শুকারুর কুঠি গ্রামে। উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেটের বাজার মূল্য প্রায় 1 কোটি 27 লক্ষ টাকা । এছাড়াও উদ্ধার হয়েছে 7 কেজি গাঁজাও । 192 নং ব্যাটালিয়নের সীমান্তে জওয়ানরা অভিযান চালিয়ে পাচারের আগেই সেগুলি উদ্ধার করেন। এইসব সামগ্রী সাহেবগঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে ৷
আরও পড়ুন : ভারত-বাংলাদেশ সীমান্তে 55 লক্ষ টাকার সোনা উদ্ধার, গ্রেফতার 1
কোচবিহার জেলার তুফানগঞ্জ থেকে হলদিবাড়ি পর্যন্ত 400 কিলোমিটার ভারত-বাংলাদেশ সীমান্ত রয়েছে। দীর্ঘ এই সীমান্তের অধিকাংশ এলাকাতেই কাঁটাতারের বেড়া থাকলেও নদী ও সীমানাগত সমস্যার কারণে কিছু কিছু এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়া যায়নি। আর কাঁটাতারের বেড়া না-থাকার সুযোগে ওইসব এলাকা দিয়ে গরু-সহ বিভিন্ন জিনিস পাচার হয়ে থাকে বাংলাদেশে। পাশাপাশি সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশি নাগরিকদেরও ভারতে প্রবেশের মতো ঘটনা ঘটে।