ETV Bharat / state

নিশীথের চেষ্টায় ক্ষুব্ধ ! কোচবিহার বিমানবন্দর থেকে নিরাপত্তারক্ষী প্রত্যাহার জেলা প্রশাসনের - BJP

আজ কোচবিহার বিমানবন্দর থেকে নিরাপত্তরক্ষী তুলে নিল জেলা প্রশাসন ৷ এর ফলে অনিশ্চয়তার মুখে পড়ল কোচবিহারের বিমান চলাচল ৷

কোচবিহার বিমানবন্দর
author img

By

Published : Jul 28, 2019, 9:23 PM IST

কোচবিহার, 28 জুলাই : 24 ঘণ্টাও কাটেনি । গতকাল সাংসদের ঘোষণার পর আজই কোচবিহার বিমানবন্দর থেকে নিরাপত্তারক্ষী তুলে নিল জেলা প্রশাসন । যা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে । সেইসঙ্গে অনিশ্চয়তার মুখে পড়েছে বিমান চলাচল ।

গতকাল কোচবিহারে এসে সাংসদ নিশীথ প্রামাণিক ঘোষণা করেছিলেন, "সোমবার থেকে চালু হবে বিমান পরিষেবা ।" এরপর আজই বিমানবন্দর থেকে তুলে নেওয়া হয় নিরাপত্তারক্ষী । কিন্তু, কেন ? রাজনৈতিক মহলের একাংশের দাবি, রাজ্য সরকারের অনুমতি ছাড়া বিমান পরিষেবা চালু করতে চেয়েছিলেন নিশীথ । তাই, ক্ষুব্ধ হয়ে তুলে নেওয়া হল নিরাপত্তারক্ষী । এ বিষয়ে প্রশাসনের কেউ মুখ খুলতে চাইছেন না ।

Coochbehar Airport
কোচবিহার বিমানবন্দর

স্থানীয় BJP নেতৃত্ব অবশ্য বলছে, কোচবিহারে বিমান পরিষেবা নিয়ে টালবাহানা চলছিল । রাজ্য সরকার স্থায়ীভাবে পরিষেবা চালু করতে পারেনি । নিশীথবাবু পরিষেবা চালু করতে সচেষ্ট হয়েছিলেন । তাই, প্রশাসন বাধা দেওয়ার চেষ্টা করছে । তৃণমূল নেতৃত্ব অবশ্য জানাচ্ছে, প্রশাসনিক ব্যাপারে তারা মন্তব্যে রাজি নয় ।

এবিষয়ে কোচবিহার বিমানবন্দরের ডিরেক্টর বিপ্লব মণ্ডল বলেন, "আজ বেলা ১২টার পর থেকে দেখছি বিমানবন্দরে নিরাপত্তারক্ষী নেই । এবিষয়ে আমাকে কিছু জানানো হয়নি ।" খবর পেয়ে বিমানবন্দরে আসেন নিশীথ ৷ রাজ্য সরকারের সমালোচনা করে বলেন, "নিজেদের জেদ বজায় রাখার জন্য ওরা এটা করছে । এবার কোচবিহারের মানুষ রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামবে ।" যদিও বিষয়টি নিয়ে মুখ খুলতে চাননি জেলা প্রশাসনের কর্তারা ।

কোচবিহার, 28 জুলাই : 24 ঘণ্টাও কাটেনি । গতকাল সাংসদের ঘোষণার পর আজই কোচবিহার বিমানবন্দর থেকে নিরাপত্তারক্ষী তুলে নিল জেলা প্রশাসন । যা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে । সেইসঙ্গে অনিশ্চয়তার মুখে পড়েছে বিমান চলাচল ।

গতকাল কোচবিহারে এসে সাংসদ নিশীথ প্রামাণিক ঘোষণা করেছিলেন, "সোমবার থেকে চালু হবে বিমান পরিষেবা ।" এরপর আজই বিমানবন্দর থেকে তুলে নেওয়া হয় নিরাপত্তারক্ষী । কিন্তু, কেন ? রাজনৈতিক মহলের একাংশের দাবি, রাজ্য সরকারের অনুমতি ছাড়া বিমান পরিষেবা চালু করতে চেয়েছিলেন নিশীথ । তাই, ক্ষুব্ধ হয়ে তুলে নেওয়া হল নিরাপত্তারক্ষী । এ বিষয়ে প্রশাসনের কেউ মুখ খুলতে চাইছেন না ।

Coochbehar Airport
কোচবিহার বিমানবন্দর

স্থানীয় BJP নেতৃত্ব অবশ্য বলছে, কোচবিহারে বিমান পরিষেবা নিয়ে টালবাহানা চলছিল । রাজ্য সরকার স্থায়ীভাবে পরিষেবা চালু করতে পারেনি । নিশীথবাবু পরিষেবা চালু করতে সচেষ্ট হয়েছিলেন । তাই, প্রশাসন বাধা দেওয়ার চেষ্টা করছে । তৃণমূল নেতৃত্ব অবশ্য জানাচ্ছে, প্রশাসনিক ব্যাপারে তারা মন্তব্যে রাজি নয় ।

এবিষয়ে কোচবিহার বিমানবন্দরের ডিরেক্টর বিপ্লব মণ্ডল বলেন, "আজ বেলা ১২টার পর থেকে দেখছি বিমানবন্দরে নিরাপত্তারক্ষী নেই । এবিষয়ে আমাকে কিছু জানানো হয়নি ।" খবর পেয়ে বিমানবন্দরে আসেন নিশীথ ৷ রাজ্য সরকারের সমালোচনা করে বলেন, "নিজেদের জেদ বজায় রাখার জন্য ওরা এটা করছে । এবার কোচবিহারের মানুষ রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামবে ।" যদিও বিষয়টি নিয়ে মুখ খুলতে চাননি জেলা প্রশাসনের কর্তারা ।

Intro:wb_crb_02_airport security_bite_7205341Body:wb_crb_02_airport security_bite_7205341Conclusion:wb_crb_02_airport security_bite_7205341
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.