কোচবিহার, 22 জুলাই : দিনহাটা পৌরসভার প্রশাসক উদয়ন গুহের শরীরে সংক্রমণ ধরা পড়তেই বন্ধ করে দেওয়া হল পৌরসভা। আগামী রবিবার পর্যন্ত পৌরসভা বন্ধ থাকবে। শুধুমাত্র পৌরসভায় কোভিড সংক্রান্ত কাজকর্ম হবে।
জানা গিয়েছে, গত সপ্তাহে দিনহাটা শহরের একাধিক বাসিন্দার শরীরে কোরোনা সংক্রমণ ধরা পড়ায় দিনহাটা শহরে লকডাউন ঘোষণা করা হয়। এছাড়া পৌরভবনে শহরের বাসিন্দাদের প্রবেশের ক্ষেত্রে বুধবার পর্যন্ত বিধিনিষেধ জারি করা হয়েছিল। এরইমধ্যে মঙ্গলবার রাতে দিনহাটার বিধায়ক তথা দিনহাটা পৌরসভার প্রশাসক উদয়ন গুহর শরীরে সংক্রমণ ধরা পড়ায় রবিবার পর্যন্ত বন্ধ করে দেওয়া হল পৌরসভা।
বিষয়টি নিয়ে পৌরসভার কোর্ডিনেটর অসীম নন্দী বলেন, “পৌরসভার প্রশাসক তথা বিধায়ক উদয়ন গুহর শরীরে কোরোনা সংক্রমণ ধরা পড়ায় রবিবার পর্যন্ত পৌরসভার সমস্ত কাজকর্ম বন্ধ থাকবে। ”