ETV Bharat / state

Dilip Ghosh on Recruitment Scam: চাকরির নামে যাঁরা টাকা নিয়েছেন, তাঁদের গাছে বাঁধার নিদান দিলীপের - কোচবিহার

"যাঁরা সরকারি চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মোটা টাকা নিয়েছিলেন, তাঁদের এবার গাছে বেঁধে রাখুন ৷" বৃহস্পতিবার কোচবিহারে এসে একথা বললেন দিলীপ ঘোষ (Dilip Ghosh on Recruitment Scam) ৷

Dilip Ghosh comment in Cooch Behar on Recruitment Scam sparks new controversy
ফাইল ছবি
author img

By

Published : Feb 23, 2023, 10:46 PM IST

Updated : Feb 23, 2023, 11:08 PM IST

দিলীপের নিদান

কোচবিহার, 23 ফেব্রুয়ারি: যাঁরা সরকারি চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মোটা টাকা নিয়েছিলেন, তাঁদের দেখতে পেলেই গাছে বেঁধে রাখার নিদান দিলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh on Recruitment Scam) ৷ বৃহস্পতিবার কোচবিহারের তুফানগঞ্জ-1 ব্লকের নাককাটি গাছ গ্রাম পঞ্চায়েত এলাকায় বিজেপির মণ্ডল সম্মেলন অনুষ্ঠিত হয় ৷ সেই কর্মসূচিতে অংশে নেন দিলীপ ৷ মণ্ডল সম্মেলনের মঞ্চ থেকেই শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে তোপ দাগেন তিনি ৷ এদিকে, এদিন দিলীপের কনভয় লক্ষ করে কালো পতাকা দেখানো হয় ৷ কালো পতাকা দেখান তৃণমূল যুব কংগ্রেসের স্থানীয় নেতা ও কর্মীরা ৷

এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে দিলীপ ঘোষকে বলতে শোনা যায়, "কেউ বলেছিলেন, 10 লক্ষ টাকা দে, তোর ছেলেকে প্রাইমারি স্কুলে চাকরি করে দেব ৷ কেউ বলেছিলেন, তোর ছেলেকে হাইস্কুলে চাকরি দেব, 15 লক্ষ টাকা দে ৷ কেউ আবার বলেছিলেন, তোকে জেলা পরিষদে চাকরি পাইয়ে দেব, 5 লক্ষ টাকা দে ৷ যাঁর কাছ থেকে যত পরিমাণে সম্ভব টাকা তোলা হয়েছে ৷ 38 হাজার ছেলেমেয়ের কাছ থেকে নাকি কমপক্ষে 10 লক্ষ করে টাকা তোলা হয়েছে ৷ তাহলে কত টাকা হয় ভাবুন ! এখনও পর্যন্ত তাঁদের মধ্য়ে 18 লক্ষ আবেদনকারী চাকরি পেয়েছেন ৷ বাকিরা পাননি ৷ ওই 20 হাজার মানুষ চাকরি পাননি ৷"

আরও পড়ুন: পাহাড়ের বনধ নিয়ে বিনয়দের পালটা কটাক্ষ দিলীপের

দিলীপ ঘোষের বক্তব্য, অযোগ্যা যাঁরা টাকার বিনিময়ে চাকরি কিনেছেন, তাঁদের চাকরি সব একে একে বাতিল হয়ে যাচ্ছে ৷ তাহলে এবার যাঁরা চাকরির লোভ দেখিয়ে টাকা নিয়েছিলেন তাঁদের কী হবে ? এই প্রেক্ষতিতেই দিলীপের নিদান, যাঁরা টাকা নিয়েছিলেন, তাঁদের গাছে বেঁধে টাকা আদায় করা হোক ৷

অন্যদিকে, এদিনের কর্মসূচিতে যোগ দিতে আসার পথে মুচিবাড়ি কদমতলা এলাকায় দিলীপ ঘোষের কনভয় লক্ষ করে 'গো ব্যাক' স্লোগান দেওয়া হয় ৷ দেখানো হয় কালো পতাকা ৷ তৃণমূল যুব কংগ্রেসের স্থানীয় নেতা ও কর্মীদের অভিযোগ, এদিন থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে ৷ তার মধ্য়েই রাজনৈতিক কর্মসূচি পালন করছেন দিলীপ ঘোষ ৷ এতে পরীক্ষার্থীদের সমস্য়া হচ্ছে ৷ সেই কারণেই বিজেপি নেতাকে কালো পতাকা দেখানো হয়েছে বলে জানিয়েছেন তৃণমূল যুব কংগ্রেসের স্থানীয় নেতা মুস্তাফা আহমেদ ৷

দিলীপের নিদান

কোচবিহার, 23 ফেব্রুয়ারি: যাঁরা সরকারি চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মোটা টাকা নিয়েছিলেন, তাঁদের দেখতে পেলেই গাছে বেঁধে রাখার নিদান দিলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh on Recruitment Scam) ৷ বৃহস্পতিবার কোচবিহারের তুফানগঞ্জ-1 ব্লকের নাককাটি গাছ গ্রাম পঞ্চায়েত এলাকায় বিজেপির মণ্ডল সম্মেলন অনুষ্ঠিত হয় ৷ সেই কর্মসূচিতে অংশে নেন দিলীপ ৷ মণ্ডল সম্মেলনের মঞ্চ থেকেই শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে তোপ দাগেন তিনি ৷ এদিকে, এদিন দিলীপের কনভয় লক্ষ করে কালো পতাকা দেখানো হয় ৷ কালো পতাকা দেখান তৃণমূল যুব কংগ্রেসের স্থানীয় নেতা ও কর্মীরা ৷

এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে দিলীপ ঘোষকে বলতে শোনা যায়, "কেউ বলেছিলেন, 10 লক্ষ টাকা দে, তোর ছেলেকে প্রাইমারি স্কুলে চাকরি করে দেব ৷ কেউ বলেছিলেন, তোর ছেলেকে হাইস্কুলে চাকরি দেব, 15 লক্ষ টাকা দে ৷ কেউ আবার বলেছিলেন, তোকে জেলা পরিষদে চাকরি পাইয়ে দেব, 5 লক্ষ টাকা দে ৷ যাঁর কাছ থেকে যত পরিমাণে সম্ভব টাকা তোলা হয়েছে ৷ 38 হাজার ছেলেমেয়ের কাছ থেকে নাকি কমপক্ষে 10 লক্ষ করে টাকা তোলা হয়েছে ৷ তাহলে কত টাকা হয় ভাবুন ! এখনও পর্যন্ত তাঁদের মধ্য়ে 18 লক্ষ আবেদনকারী চাকরি পেয়েছেন ৷ বাকিরা পাননি ৷ ওই 20 হাজার মানুষ চাকরি পাননি ৷"

আরও পড়ুন: পাহাড়ের বনধ নিয়ে বিনয়দের পালটা কটাক্ষ দিলীপের

দিলীপ ঘোষের বক্তব্য, অযোগ্যা যাঁরা টাকার বিনিময়ে চাকরি কিনেছেন, তাঁদের চাকরি সব একে একে বাতিল হয়ে যাচ্ছে ৷ তাহলে এবার যাঁরা চাকরির লোভ দেখিয়ে টাকা নিয়েছিলেন তাঁদের কী হবে ? এই প্রেক্ষতিতেই দিলীপের নিদান, যাঁরা টাকা নিয়েছিলেন, তাঁদের গাছে বেঁধে টাকা আদায় করা হোক ৷

অন্যদিকে, এদিনের কর্মসূচিতে যোগ দিতে আসার পথে মুচিবাড়ি কদমতলা এলাকায় দিলীপ ঘোষের কনভয় লক্ষ করে 'গো ব্যাক' স্লোগান দেওয়া হয় ৷ দেখানো হয় কালো পতাকা ৷ তৃণমূল যুব কংগ্রেসের স্থানীয় নেতা ও কর্মীদের অভিযোগ, এদিন থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে ৷ তার মধ্য়েই রাজনৈতিক কর্মসূচি পালন করছেন দিলীপ ঘোষ ৷ এতে পরীক্ষার্থীদের সমস্য়া হচ্ছে ৷ সেই কারণেই বিজেপি নেতাকে কালো পতাকা দেখানো হয়েছে বলে জানিয়েছেন তৃণমূল যুব কংগ্রেসের স্থানীয় নেতা মুস্তাফা আহমেদ ৷

Last Updated : Feb 23, 2023, 11:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.