কোচবিহার, 23 ফেব্রুয়ারি: বিবিসির তথ্যচিত্র দেখানো নিয়ে বিরোধীদের বিরুদ্ধে তোপ দাগলেন বিজেপির জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh Slams Oppositions on BBC Documentary) ৷ বৃহস্পতিবার তিনি বলেছেন, "যাঁরা বিবিসি-র তথ্যচিত্র দেখাচ্ছেন, তাঁরা দেশদ্রোহী ।" এদিন দলীয় কর্মসূচিতে যোগ দিতে কোচবিহারে আসেন মেদিনীপুরের সাংসদ ৷ সেখানেই তিনি এই মন্তব্য করেন ৷
এদিন কোচবিহার সুকান্ত মঞ্চে কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বাছাই করা কর্মীদের নিয়ে বৈঠক করে বিজেপি (BJP) ৷ সেই বৈঠকেই যোগ দেন দিলীপ ঘোষ বৈঠক সেরে বেরিয়ে একাধিক ইস্যুতে তিনি তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) বিরুদ্ধে তোপ দাগেন ৷ তিনি বলেন, ‘‘রাজ্যে একটাই শিল্প, সেটা বোমা শিল্প । আর সেই বোমার আঘাতে শিশু মৃত্যুর মতো ঘটনা ঘটছে । আর এই বোমা দিয়েই এবারে পঞ্চায়েত নির্বাচন পার করতে চাইছে তৃণমূল ।’’
বুধবার মেঘালয়ের সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দাবি করেছিলেন যে 2024 সালের নির্বাচনে বিজেপি ধুয়ে মুছে সাফ হয়ে যাবে । এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ‘‘এর আগে 2019 সালের নির্বাচনের সময়ে বলেছিলেন মোদি হঠে যাবে । তখন দেখা গিয়েছে বিরোধীরা সবাই হঠে গিয়েছে ৷’’
অন্যদিকে দলের বৈঠকে কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘‘সামনে পঞ্চায়েত নির্বাচন (Panchayat Elections 2023) ৷ তৃণমূলের বিরুদ্ধে সবাইকে লড়াই করতে হবে । আর যদি তৃণমূল ঝামেলা করতে আসে, তাহলে আমরা সব বুঝে নেব । গত 2018 সালে ওরা পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী দিতে দেয়নি । তার ফলে মানুষ ক্ষেপে গিয়ে 2019 সালের লোকসভা নির্বাচনে ও 2021 সালের বিধানসভা নির্বাচনে আমাদের জয়ী করেছে । আগামী 2024 সালেও আমাদের প্রার্থীরা জয়ী হবেন ।’’
একই সঙ্গে তিনি বলেন, ‘‘তবে তার আগে পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী দিয়ে জিততে হবে । কারণ, পঞ্চায়েত নির্বাচনে আমাদের প্রার্থীরা জয়ী না হলে ওরা ক্ষমতায় এলে ওরা আবার সব লুটেপুটে খাবে ।’’ যদিও এই নিয়ে তৃণমূল নেতা পার্থপ্রতীম রায় বলেন, ‘‘নির্বাচনে কে জিতবে, তা সময়ই বলবে । বিজেপি পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী দেওয়া তো দূরের কথা, ওরা প্রার্থী খুজে পাবে না ৷’’
আরও পড়ুন: প্রতিরক্ষামন্ত্রী বিশ্বভারতীতে, 'দ্য মোদি কোয়েশ্চেন' প্রদর্শনে বাধা পড়ুয়াদের