ETV Bharat / state

'দিদিকে বলো' নিয়ে বিতর্ক কোচবিহারে - কোচবিহার দিদিকে বলো

কোচবিহারে 'দিদিকে বলো' নিয়ে তৃণমূলেরই মতবিরোধ প্রকাশ্যে এল

কোচবিহারে 'দিদিকে বলো' নিয়ে তৃণমূলেরই মতবিরোধ প্রকাশ্যে এল
author img

By

Published : Aug 5, 2019, 9:37 AM IST

Updated : Aug 5, 2019, 3:08 PM IST

মেখলিগঞ্জ, 5 অগাস্ট : ফের বিতর্কে 'দিদিকে বলো' ৷ কোচবিহারে 'দিদিকে বলো' নিয়ে তৃণমূলেরই মতবিরোধ প্রকাশ্যে এল ৷ তৃণমূল নেতা তথা মেখলিগঞ্জ ব্লকের প্রাক্তন ব্লক সভাপতি লক্ষ্মীকান্ত সরকার ও কোচবিহার লোকসভা কেন্দ্রের পরাজিত প্রার্থী পরেশ চন্দ্র অধিকারী বিধায়ক অর্ঘ রায় প্রধানের 'দিদিকে বলো' জনসংযোগ বিষয়ে তোপ দাগেন ৷

গতকাল (রবিবার) মেখলিগঞ্জে তৃণমূল নেতা লক্ষ্মীকান্ত সরকার ও পরেশ চন্দ্র অধিকারী অনুগামীদের নিয়ে জরুরিভিত্তিক বৈঠক ডাকেন ৷ গ্রাম পঞ্চায়েত প্রধান, অঞ্চল সভাপতি, পঞ্চায়েত সমিতির সদস্যরা ওই বৈঠকে উপস্থিত ছিলেন ৷ বিধায়কের বিরুদ্ধে অভিযোগ তোলেন তৃণমূল নেতারাই ৷ অভিযোগ, তাঁরাই জানতেন না বিধায়ক 'দিদিকে বলো' জনসংযোগ করবেন৷

অন্যদিকে ,বিধায়ক অর্ঘ রায় প্রধান বলেন, "দলনেত্রীর নির্দেশ মেনে রাজ্যজুড়ে এই কর্মসূচি পালিত হচ্ছে । এই কর্মসূচির জন্য নির্দিষ্ট নির্দেশিকা দেওয়া হয়েছে যা মেনে কর্মসূচি চলছে । মেখলিগঞ্জে যদি কেউ সভা করে 'দিদিকে বলো' কর্মসূচির বিরোধিতা করেন, তাহলে সেটা তার বিরোধিতা নয়, দলের নির্দেশ ও দলনেত্রীর বিরোধিতা করা ।''

image
মেখলিগঞ্জে তৃণমূল নেতা লক্ষ্মীকান্ত সরকার ও পরেশ চন্দ্র অধিকারী অনুগামীদের নিয়ে জরুরিভিত্তিক বৈঠক ডাকেন

কোচবিহারের মেখলিগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিধায়ক অর্ঘবাবু ও মেখলিগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের যুগ্ম আহ্বায়ক উদয় রায়সহ কয়েকজন তৃণমূল নেতা গতকাল মেখলিগঞ্জের উঁচলপুকুরি গ্রাম পঞ্চায়েত এলাকায় 'দিদিকে বলো' গণসংযোগ যাত্রার আয়োজন করেন ৷ সংশ্লিষ্ট এলাকার কয়েকজন তৃণমূল নেতা ছিলেন সেখানে ৷

কিন্তু এই জনসংযোগ ঘিরে তৃণমূল নেতাদের মধ্যে মতবিরোধ চরমে ওঠে৷

কোচবিহারে লোকসভা ভোটের আগের থেকেই তৃণমূলের দুটি গোষ্ঠীর মধ্যে মতবিরোধের কথা শোনা গিয়েছিল ৷ একটি গোষ্ঠী না কি মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের অনুগামী, অপরটি প্রাক্তন সাংসদ পার্থপ্রতিম রায়ের ঘনিষ্ঠ ৷ লোকসভা ভোটের আগে এবং পরে দুই গোষ্ঠীর মধ্যে একাধিকবার সংঘর্ষ হয় ৷ লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেস হেরে যাওয়ার পর মুখ্যমন্ত্রীর নির্দেশে জেলাসভাপতি পদের রদবদল হয় ৷ জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষের জায়গায় আসেন বিনয়কৃষ্ণ বর্মণ ৷ জেলা কার্যকরী কমিটিতে ছিলেন পার্থপ্রতিম রায় ও বিধায়ক অর্ঘবাবু ৷

বিধায়ক না জানিয়ে 'দিদিকে বলো' কর্মসূচি করেছেন এলাকায়, অভিযোগ

মেখলিগঞ্জের তৃণমূল নেতা লক্ষ্মীকান্ত সরকার, কোচবিহার লোকসভা কেন্দ্রের পরাজিত প্রার্থী পরেশ চন্দ্র অধিকারীসহ পঞ্চায়েত সমিতির সদস্য এবং অঞ্চল সভাপতিদের নিয়ে বৈঠক ডাকেন ৷ তাঁদের অভিযোগ, "বিধায়ক তাঁদেরকে না জানিয়ে 'দিদিকে বলো' কর্মসূচি করেছেন এলাকায় ৷ বিধায়ক 'দিদিকে বলো' জনসংযোগ যাত্রার তারিখটাই জানাননি বলে অভিযোগ লক্ষ্মীকান্ত ও পরেশের৷ লক্ষ্মীকান্তবাবু বলেন, ''আমরা দল করতে চাই ,গ্রুপ করতে চাই না ৷ মমতা ব্যানার্জির প্রোগামে আমরা কি যেতে পারি না?"

মেখলিগঞ্জ, 5 অগাস্ট : ফের বিতর্কে 'দিদিকে বলো' ৷ কোচবিহারে 'দিদিকে বলো' নিয়ে তৃণমূলেরই মতবিরোধ প্রকাশ্যে এল ৷ তৃণমূল নেতা তথা মেখলিগঞ্জ ব্লকের প্রাক্তন ব্লক সভাপতি লক্ষ্মীকান্ত সরকার ও কোচবিহার লোকসভা কেন্দ্রের পরাজিত প্রার্থী পরেশ চন্দ্র অধিকারী বিধায়ক অর্ঘ রায় প্রধানের 'দিদিকে বলো' জনসংযোগ বিষয়ে তোপ দাগেন ৷

গতকাল (রবিবার) মেখলিগঞ্জে তৃণমূল নেতা লক্ষ্মীকান্ত সরকার ও পরেশ চন্দ্র অধিকারী অনুগামীদের নিয়ে জরুরিভিত্তিক বৈঠক ডাকেন ৷ গ্রাম পঞ্চায়েত প্রধান, অঞ্চল সভাপতি, পঞ্চায়েত সমিতির সদস্যরা ওই বৈঠকে উপস্থিত ছিলেন ৷ বিধায়কের বিরুদ্ধে অভিযোগ তোলেন তৃণমূল নেতারাই ৷ অভিযোগ, তাঁরাই জানতেন না বিধায়ক 'দিদিকে বলো' জনসংযোগ করবেন৷

অন্যদিকে ,বিধায়ক অর্ঘ রায় প্রধান বলেন, "দলনেত্রীর নির্দেশ মেনে রাজ্যজুড়ে এই কর্মসূচি পালিত হচ্ছে । এই কর্মসূচির জন্য নির্দিষ্ট নির্দেশিকা দেওয়া হয়েছে যা মেনে কর্মসূচি চলছে । মেখলিগঞ্জে যদি কেউ সভা করে 'দিদিকে বলো' কর্মসূচির বিরোধিতা করেন, তাহলে সেটা তার বিরোধিতা নয়, দলের নির্দেশ ও দলনেত্রীর বিরোধিতা করা ।''

image
মেখলিগঞ্জে তৃণমূল নেতা লক্ষ্মীকান্ত সরকার ও পরেশ চন্দ্র অধিকারী অনুগামীদের নিয়ে জরুরিভিত্তিক বৈঠক ডাকেন

কোচবিহারের মেখলিগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিধায়ক অর্ঘবাবু ও মেখলিগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের যুগ্ম আহ্বায়ক উদয় রায়সহ কয়েকজন তৃণমূল নেতা গতকাল মেখলিগঞ্জের উঁচলপুকুরি গ্রাম পঞ্চায়েত এলাকায় 'দিদিকে বলো' গণসংযোগ যাত্রার আয়োজন করেন ৷ সংশ্লিষ্ট এলাকার কয়েকজন তৃণমূল নেতা ছিলেন সেখানে ৷

কিন্তু এই জনসংযোগ ঘিরে তৃণমূল নেতাদের মধ্যে মতবিরোধ চরমে ওঠে৷

কোচবিহারে লোকসভা ভোটের আগের থেকেই তৃণমূলের দুটি গোষ্ঠীর মধ্যে মতবিরোধের কথা শোনা গিয়েছিল ৷ একটি গোষ্ঠী না কি মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের অনুগামী, অপরটি প্রাক্তন সাংসদ পার্থপ্রতিম রায়ের ঘনিষ্ঠ ৷ লোকসভা ভোটের আগে এবং পরে দুই গোষ্ঠীর মধ্যে একাধিকবার সংঘর্ষ হয় ৷ লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেস হেরে যাওয়ার পর মুখ্যমন্ত্রীর নির্দেশে জেলাসভাপতি পদের রদবদল হয় ৷ জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষের জায়গায় আসেন বিনয়কৃষ্ণ বর্মণ ৷ জেলা কার্যকরী কমিটিতে ছিলেন পার্থপ্রতিম রায় ও বিধায়ক অর্ঘবাবু ৷

বিধায়ক না জানিয়ে 'দিদিকে বলো' কর্মসূচি করেছেন এলাকায়, অভিযোগ

মেখলিগঞ্জের তৃণমূল নেতা লক্ষ্মীকান্ত সরকার, কোচবিহার লোকসভা কেন্দ্রের পরাজিত প্রার্থী পরেশ চন্দ্র অধিকারীসহ পঞ্চায়েত সমিতির সদস্য এবং অঞ্চল সভাপতিদের নিয়ে বৈঠক ডাকেন ৷ তাঁদের অভিযোগ, "বিধায়ক তাঁদেরকে না জানিয়ে 'দিদিকে বলো' কর্মসূচি করেছেন এলাকায় ৷ বিধায়ক 'দিদিকে বলো' জনসংযোগ যাত্রার তারিখটাই জানাননি বলে অভিযোগ লক্ষ্মীকান্ত ও পরেশের৷ লক্ষ্মীকান্তবাবু বলেন, ''আমরা দল করতে চাই ,গ্রুপ করতে চাই না ৷ মমতা ব্যানার্জির প্রোগামে আমরা কি যেতে পারি না?"

Intro:কোচবিহারে অর্ঘ্যের "দিদিকে বলো" সংযোগযাত্রায় পাল্টা তোপ তৃনমূলের লক্ষী -পরেশের ৷ গোষ্ঠীদ্বন্দ্ব চরমে ৷



কোচবিহার :০৪আগস্ট :


কোচবিহারে বিধায়কের "দিদিকে বলো "গণসংযোগে এবার ক্ষোভ চরমে উঠল দলেরই হেভি ওয়েট তৃনমূল নেতারদের ৷ তৃনমূল নেতা তথা মেখলিগঞ্জ ব্লকের প্রাক্তন ব্লক সভাপতি লক্ষীকান্ত সরকার এবং কোচবিহার লোকসভা কেন্দ্রের পরাজিত পার্থী পরেশ চন্দ্র অধিকারির বিধায়কের "দিদিকে বলো "জনসংযোগ বিষয়ে তোপ দাগেন ৷এদিন মেখলিগঞ্জে তৃনমূল নেতা লক্ষী কান্ত সরকার এবং পরেশ চন্দ্র অধিকারি তাঁদের অনুগামীদের নিয়ে জরুরিভিত্তিক ডাকলেন বৈঠক ৷ গ্রাম পঞ্চায়েত প্রধান, অঞ্চল সভাপতি ,পঞ্চায়েত সমিতির সদেস্যরা ঐ বৈঠকে উপস্থিত হন ৷বিধায়কের বিরুদ্ধে অভিযোগ তোলেন তৃনমূল নেতারাই ৷ অভিযোগ "তারাই জানতেন না বিধায়ক "দিদিকে বলো "জনসংযোগ করবেন ?৷


সূত্রে খবর ,আজ কোচবিহারের মেখলিগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিধায়ক অর্ঘ্য রায় প্রধান এবং মেখলিগঞ্জ ব্লক তৃনমূল কংগ্রেসের যুগ্ম আহ্বায়ক উদয় রায় সহ কিছু তৃনমূল নেতা আজ মেখলিগঞ্জের উঁচলপুকুরি গ্রাম পঞ্চায়েত এলাকায় "দিদিকে বলো "গনসংযোগ যাত্রার আয়োজন করেন ৷ সংশ্লিষ্ট এলাকার কিছু তৃনমূল নেতারা ছিলেন উপস্থিত ৷
কিন্তূ এই জনসংযোগ ঘিরে তৃনমূল নেতাদের ক্ষোভ চরমে উঠে ৷কার্যত কোচবিহারে ফের শুরু হয় গোষ্ঠী বিবাদ ৷

উল্লখেযোগ্য যে ,কোচবিহারে লোকসভা ভোটের আগের থেকেই তৃনমূলের দুটি গোষ্ঠী প্রকাশ্যে আসে ৷ একটি গোষ্ঠী হলো মন্ত্রী রবীন্দ্র নাথ ঘোষ অনুগামী ,ওপরটি প্রাক্তন সাংসদ পার্থ প্রতীম রায়ের অনুগামী৷ লোকসভা ভোটের আগে এবং পরে দুই গোষ্টির মধ্যে একাধিকবার সংঘর্ষ হয় ৷এরপর ,লোকসভা ভোটে তৃনমূল কংগ্রেসের পরাজয় হলে মুখ্যমন্ত্রী নির্দেশে জেলাসভাপতি পদের রদবদল হয় ৷জেলা সভাপতি রবীন্দ্র নাথ ঘোষের জায়গায় আসেন বিনয় কৃষ্ণ বর্মন ৷জেলা কার্যকরী কমিটিতে থাকেন পার্থপ্রতিম রায় এবং বিধায়ক অর্ঘ্য রায় প্রধান ৷



মেখলিগঞ্জের তৃনমূল নেতা লক্ষীকান্ত সরকার ,কোচবিহার লোকসভা কেন্দ্রের পরাজিত পার্থী পরেশ চন্দ্র অধিকারি সহ পঞ্চায়েত সমিতির সদেস্য এবং অঞ্চল সভাপতিদের নিয়ে বৈঠক ডাকেন ৷তাঁদের অভিযোগ "বিধায়ক তাঁদেরকে না জানিয়ে "দিদিকে বলো" কর্মসূচি কেন করলেন এলাকায় ? ৷ তারা দল করতে চায় ,কোন গোষ্টি করতে চায় না "৷কার্যত ,বিধায়ক অর্ঘ্যের "দিদিকে বলো" জন সংযোগ যাত্রার দিনই মেখলিগঞ্জে আমাদের বলা হয়নি বলে তোপ দাগলেন তৃনমূল নেতা লক্ষ্মী এবং পরেশ৷ যার জেরে ফের গোষ্ঠীদ্বন্দ্ব চরমে উঠলো ৷

লক্ষীকান্ত সরকারের অভিযোগ এবং তোপ দাগেন "বিধায়ক আমাদের না জানিয়ে কেন করবেন জনসংযোগ! ৷ আমরা দল করতে চাই ,গ্রুপ করতে চাইনা ,মমতা ব্যানার্জির প্রোগামে আমরা কি যেতে পারিনা !"৷


অন্যদিকে ,বিধায়ক অর্ঘ্য রায় প্রধান জানান " দলনেত্রীর নির্দেশ মেনে রাজ্য জুড়ে এই কর্মসূচি পালিত হচ্ছে।এই কর্মসূচির জন্য নির্দিষ্ট গাইড লাইন দেওয়া হয়েছে যা মেনে কর্মসূচি চলছে। মেখলিগঞ্জে যদি কেউ সভা করে দিদিকে বলো কর্মসুচির বিরোধিতা করেন ৷ তাহলে সেটা তার বিরোধিতা নয়,দলের নির্দেশ ও দলনেত্রীর বিরোধিতা করা।Body:COB Conclusion:
Last Updated : Aug 5, 2019, 3:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.