ETV Bharat / state

উদয়নের উপর হামলায় অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ডেপুটেশন - তৃণমূল

গত বৃহস্পতিবার দিনহাটা শহরে উদয়ন গুহ-র উপর হামলা চালানো হয় । অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায় তাঁর উপর । বর্তমানে তিনি কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন । যার প্রতিবাদে এদিন দিনহাটার মহকুমা শাসককে ডেপুটেশন দেয় তৃণমূল নেতৃত্ব ।

Deputation from Trinamool to Dinhata sub-divisional officer to protest of attack on Udayan Guha in coochbehar
উদয়ন গুহ’র উপর হামলার প্রতিবাদে দিনহাটার মহকুমা শাসককে ডেপুটেশন তৃণমূলের
author img

By

Published : May 12, 2021, 7:48 PM IST

দিনহাটা, 12 মে : তৃণমূল নেতা উদয়ন গুহের উপর হামলার ঘটনায় মূল অভিযুক্তদের গ্রেফতারের দাবি ৷ আর সেই দাবিতে দিনহাটা মহকুমা শাসকের দফতরে ডেপুটেশন দিল কোচবিহার জেলার তৃণমূল নেতৃত্ব । বুধবার দুপুরে তৃণমূলের তরফে দিনহাটার মহকুমা শাসকের সঙ্গে দেখা করে ওই ডেপুটেশন জমা দেওয়া হয়। তৃণমূলের প্রতিনিধিদলের অভিযোগ ঘটনার এক সপ্তাহ পেরিয়ে গেলেও, পুলিশ মূল অভিযুক্তদের গ্রেফতার করেনি ৷ তাই অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবিতে এই ডেপুটেশন বলে জানানো হয়েছে ।

আরও পড়ুন : উদয়ন গুহর উপর হামলার প্রতিবাদে তৃণমূলের ডাকা বনধে শুনশান দিনহাটা

প্রসঙ্গত, দিনহাটা বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থীকে হারিয়ে মাত্র 57 ভোটে জয়ী হন বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক । যার পর থেকে দিনহাটা মহকুমার বিভিন্ন এলাকায় অশান্তি ঘটনা ঘটতে থাকে ৷ তৃণমূল ও বিজেপি কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে । অভিযোগ গত বৃহস্পতিবার দিনহাটা শহরে উদয়ন গুহ-র উপর হামলা চালানো হয় । অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায় তাঁর উপর । বর্তমানে তিনি কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন । ঘটনার এক সপ্তাহ পেরিয়ে গেলেও মূল অভিযুক্তরা গ্রেফতার না হওয়ায় ক্ষোভ বাড়তে থাকে স্থানীয় তৃণমূল নেতৃত্বের ৷ যার প্রতিবাদে এদিন দিনহাটার মহকুমা শাসককে ডেপুটেশন দেয় তৃণমূল নেতৃত্ব । যদিও দিনহাটা থানার পুলিশ জানিয়েছে উদয়ন গুহ-র উপর হামলার ঘটনায় ইতিমধ্যে চারজনকে গ্রেফতার করা হয়েছে । বাকিদের খোঁজে তল্লাশি জারি রয়েছে বলে জানিয়েছে পুলিশ ।

দিনহাটা, 12 মে : তৃণমূল নেতা উদয়ন গুহের উপর হামলার ঘটনায় মূল অভিযুক্তদের গ্রেফতারের দাবি ৷ আর সেই দাবিতে দিনহাটা মহকুমা শাসকের দফতরে ডেপুটেশন দিল কোচবিহার জেলার তৃণমূল নেতৃত্ব । বুধবার দুপুরে তৃণমূলের তরফে দিনহাটার মহকুমা শাসকের সঙ্গে দেখা করে ওই ডেপুটেশন জমা দেওয়া হয়। তৃণমূলের প্রতিনিধিদলের অভিযোগ ঘটনার এক সপ্তাহ পেরিয়ে গেলেও, পুলিশ মূল অভিযুক্তদের গ্রেফতার করেনি ৷ তাই অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবিতে এই ডেপুটেশন বলে জানানো হয়েছে ।

আরও পড়ুন : উদয়ন গুহর উপর হামলার প্রতিবাদে তৃণমূলের ডাকা বনধে শুনশান দিনহাটা

প্রসঙ্গত, দিনহাটা বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থীকে হারিয়ে মাত্র 57 ভোটে জয়ী হন বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক । যার পর থেকে দিনহাটা মহকুমার বিভিন্ন এলাকায় অশান্তি ঘটনা ঘটতে থাকে ৷ তৃণমূল ও বিজেপি কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে । অভিযোগ গত বৃহস্পতিবার দিনহাটা শহরে উদয়ন গুহ-র উপর হামলা চালানো হয় । অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায় তাঁর উপর । বর্তমানে তিনি কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন । ঘটনার এক সপ্তাহ পেরিয়ে গেলেও মূল অভিযুক্তরা গ্রেফতার না হওয়ায় ক্ষোভ বাড়তে থাকে স্থানীয় তৃণমূল নেতৃত্বের ৷ যার প্রতিবাদে এদিন দিনহাটার মহকুমা শাসককে ডেপুটেশন দেয় তৃণমূল নেতৃত্ব । যদিও দিনহাটা থানার পুলিশ জানিয়েছে উদয়ন গুহ-র উপর হামলার ঘটনায় ইতিমধ্যে চারজনকে গ্রেফতার করা হয়েছে । বাকিদের খোঁজে তল্লাশি জারি রয়েছে বলে জানিয়েছে পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.