ETV Bharat / state

অজানা জ্বরে মহিলার মৃত্যু - coochbehar

অজানা জ্বরে কোচবিহারের জামালদার গোপালপুরের এক মহিলার মৃত্যু হয় । এরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়েছে ।

ছবিটি প্রতীকী
author img

By

Published : Jun 21, 2019, 10:51 PM IST

কোচবিহার, 21 জুন: সবে রাজ্যে প্রবেশ করেছে বর্ষা । আর এরই মধ্যে অজানা জ্বরে মৃত্যু হল এক মহিলার । কোচবিহারের জামালদার গোপালপুর এলাকার ঘটনা । এলাকার আরও কয়েকজন ওই একই অজানা জ্বরে আক্রান্ত । ইতিমধ্যেই এলাকায় স্বাস্থ্য কর্মীদের পাঠানো হয়েছে । পরিস্থিতি খতিয়ে দেখছে জেলা স্বাস্থ্য দপ্তর ।

মৃত ওই মহিলার নাম শেফালি বর্মণ (40) । চলতি মাসের 19 তারিখ প্রচণ্ড কাঁপুনি দিয়ে জ্বর আসে তাঁর । বুধবার জামালদা হাসপাতালে তাঁকে ভরতি করা হয় । কিন্তু জ্বরের কারণ বা ধরন কী সেটা বুঝতে না পেরে আজ সকালেই তাঁকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয় । তবে সেখানে নিয়ে যাওয়ার পরই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন । জ্বরের ধরন নিয়ে চিকিৎসকদের মধ্যে ধোঁয়াশা থাকায় বেশ খানিকটা আতঙ্কিত রোগীর পরিবারের সদস্য সহ এলাকাবাসী । দেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয় ।

জলপাইগুড়ি সদর হাসপাতালের সুপার ডাক্তার গয়ারাম নস্কর জানান, "মৃত মহিলার কী জ্বর হয়েছিল সেটা রিপোর্ট না আসলে সঠিকভাবে বলা যাচ্ছে না । "

কোচবিহার, 21 জুন: সবে রাজ্যে প্রবেশ করেছে বর্ষা । আর এরই মধ্যে অজানা জ্বরে মৃত্যু হল এক মহিলার । কোচবিহারের জামালদার গোপালপুর এলাকার ঘটনা । এলাকার আরও কয়েকজন ওই একই অজানা জ্বরে আক্রান্ত । ইতিমধ্যেই এলাকায় স্বাস্থ্য কর্মীদের পাঠানো হয়েছে । পরিস্থিতি খতিয়ে দেখছে জেলা স্বাস্থ্য দপ্তর ।

মৃত ওই মহিলার নাম শেফালি বর্মণ (40) । চলতি মাসের 19 তারিখ প্রচণ্ড কাঁপুনি দিয়ে জ্বর আসে তাঁর । বুধবার জামালদা হাসপাতালে তাঁকে ভরতি করা হয় । কিন্তু জ্বরের কারণ বা ধরন কী সেটা বুঝতে না পেরে আজ সকালেই তাঁকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয় । তবে সেখানে নিয়ে যাওয়ার পরই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন । জ্বরের ধরন নিয়ে চিকিৎসকদের মধ্যে ধোঁয়াশা থাকায় বেশ খানিকটা আতঙ্কিত রোগীর পরিবারের সদস্য সহ এলাকাবাসী । দেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয় ।

জলপাইগুড়ি সদর হাসপাতালের সুপার ডাক্তার গয়ারাম নস্কর জানান, "মৃত মহিলার কী জ্বর হয়েছিল সেটা রিপোর্ট না আসলে সঠিকভাবে বলা যাচ্ছে না । "

Intro:nullBody: অজানা জ্বরে মৃত্যু হল এক গৃহবধুর। ঘটনায় এলাকায় আতঙ্ক।অজানা জ্বরে আক্রান্ত গ্রামের একাধিক বাসিন্দা। কোচবিহার জেলার জামালদার গোপালপুর এলাকার ঘটনা।এলাকায় স্বাস্থ্য কর্মীদের মাধ্যমে ইতিমধ্যেই পরিস্থিতি খতিয়ে দেখছেন জেলা স্বাস্থ্য দফতর।মৃত মহিলার নাম শেফালী বর্মন (৪০)।চলতি মাসের ১৯ তারিখ থেকে এক অজানা জ্বরে আক্রান্ত। প্রচন্ড কাপুনি দিয়ে জ্বর আসে শেফালী দেবীর।আক্রান্ত শেফালী বর্মনকে বুধবার জামালদা হাসপাতালে ভর্তি করা হয়। কি কারনে জ্বর বা এটা কি জ্বর সেটা বোঝা না যাওয়ায় আজ সকালে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করা হলে সেখানে নিয়ে আসা হয়। সেখানে নিয়ে আসা হলে জলপাইগুড়ি সুপার স্পেশালিটির চিকিৎসকরা শেফালী বর্মনকে মৃত বলে ঘোষনা করেন।মৃত শেফালী দেবী কি জ্বর হয়েছিল সেটা সনাক্ত না হওয়ায় আতঙ্কিত হয়ে পরেছেন এলাকার বাসিন্দা থেকে মৃতের পরিবারে সদস্যা।
এদিন মৃতদেহ ময়না তদন্ত করার পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়।
জলপাইগুড়ি সদর হাসপাতালের সুপার ডাঃ গয়ারাম নস্কর যানিয়েছেন মৃত মহিলার কি জ্বর হয়েছিল সেটা রিপট না আসলে বোঝা যাবেনা। Conclusion:null
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.