কোচবিহার, 21 জুন: সবে রাজ্যে প্রবেশ করেছে বর্ষা । আর এরই মধ্যে অজানা জ্বরে মৃত্যু হল এক মহিলার । কোচবিহারের জামালদার গোপালপুর এলাকার ঘটনা । এলাকার আরও কয়েকজন ওই একই অজানা জ্বরে আক্রান্ত । ইতিমধ্যেই এলাকায় স্বাস্থ্য কর্মীদের পাঠানো হয়েছে । পরিস্থিতি খতিয়ে দেখছে জেলা স্বাস্থ্য দপ্তর ।
মৃত ওই মহিলার নাম শেফালি বর্মণ (40) । চলতি মাসের 19 তারিখ প্রচণ্ড কাঁপুনি দিয়ে জ্বর আসে তাঁর । বুধবার জামালদা হাসপাতালে তাঁকে ভরতি করা হয় । কিন্তু জ্বরের কারণ বা ধরন কী সেটা বুঝতে না পেরে আজ সকালেই তাঁকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয় । তবে সেখানে নিয়ে যাওয়ার পরই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন । জ্বরের ধরন নিয়ে চিকিৎসকদের মধ্যে ধোঁয়াশা থাকায় বেশ খানিকটা আতঙ্কিত রোগীর পরিবারের সদস্য সহ এলাকাবাসী । দেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয় ।
জলপাইগুড়ি সদর হাসপাতালের সুপার ডাক্তার গয়ারাম নস্কর জানান, "মৃত মহিলার কী জ্বর হয়েছিল সেটা রিপোর্ট না আসলে সঠিকভাবে বলা যাচ্ছে না । "