ETV Bharat / state

সোশ্যাল মিডিয়ায় জীবিত তৃণমূল নেতার 'মৃত্যু' ! চাঞ্চল্য দিনহাটায় - দিনহাটা

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ফেক আইডি খুলে ওই পোস্ট দেওয়া হয়েছে । গোটা বিষয়টি নিয়ে ওই নেতা ইতিমধ্যে দিনহাটা থানায় অভিযোগ দায়ের করেছেন । অসীম নন্দী তৃণমূলের দিনহাটা শহরের ব্লক সভাপতি । পাশাপাশি দীর্ঘ 25 বছরের কাউন্সিলর ।

Death of living trinamool leader on social media
সোশাল মিডিয়ায় জীবিত তৃণমূল নেতার মৃত্যু
author img

By

Published : May 23, 2021, 8:30 PM IST

কোচবিহার, 23 মে : দীর্ঘ দু'মাস লড়াইয়ের পর মৃত্যু হয়েছে দিনহাটার তৃণমুল নেতা অসীম নন্দীর । সোশ্যাল মিডিয়ায় জীবিত নেতা সম্পর্কে এই পোস্ট ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে দিনহাটা শহরে । গতকাল এই পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় ।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ফেক আইডি খুলে ওই পোস্ট দেওয়া হয়েছে । গোটা বিষয়টি নিয়ে ওই নেতা ইতিমধ্যে দিনহাটা থানায় অভিযোগ দায়ের করেছেন । অসীম নন্দী তৃণমূলের দিনহাটা শহরের ব্লক সভাপতি । পাশাপাশি দীর্ঘ 25 বছরের কাউন্সিলর ।

বিধানসভা নির্বাচনের আগে দিনহাটা শহরে তৃণমূলের গোষ্ঠীকোন্দল দেখা দেয় । যার প্রভাব পড়ে ভোটের ফলেও । দিনহাটা শহরে সাড়ে সাত হাজারের বেশি ভোটে পিছিয়ে ছিলেন তৃণমূল প্রার্থী উদয়ন গুহ । আর এই ফলের পিছনে গোষ্ঠীকোন্দল অনেকটাই দায়ী বলে অভিযোগ । আর এরপরই গতকাল সোশ্যাল মিডিয়ায় তৃণমুল নেতা অসীম নন্দী মারা গিয়েছেন বলে পোস্ট দেওয়া হয় । বিষয়টি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ।

আরও পড়ুন : তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগে গ্রেফতার কাউন্সিলর

অসীমবাবু বলেন,"সোশ্যাল মিডিয়ায় এই ধরনের পোস্টের পর প্রাণহানির আশঙ্কা করছি ।" বিষয়টি নিয়ে তৃণমূল নেতা উদয়ন গুহ বলেন, "যাঁরা এই ধরনের পোস্ট দিয়েছেন তাঁরা দলের ভালো চান না ।’’ ঘটনার তদন্ত শুরু করেছে দিনহাটা থানার পুলিশ ।

কোচবিহার, 23 মে : দীর্ঘ দু'মাস লড়াইয়ের পর মৃত্যু হয়েছে দিনহাটার তৃণমুল নেতা অসীম নন্দীর । সোশ্যাল মিডিয়ায় জীবিত নেতা সম্পর্কে এই পোস্ট ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে দিনহাটা শহরে । গতকাল এই পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় ।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ফেক আইডি খুলে ওই পোস্ট দেওয়া হয়েছে । গোটা বিষয়টি নিয়ে ওই নেতা ইতিমধ্যে দিনহাটা থানায় অভিযোগ দায়ের করেছেন । অসীম নন্দী তৃণমূলের দিনহাটা শহরের ব্লক সভাপতি । পাশাপাশি দীর্ঘ 25 বছরের কাউন্সিলর ।

বিধানসভা নির্বাচনের আগে দিনহাটা শহরে তৃণমূলের গোষ্ঠীকোন্দল দেখা দেয় । যার প্রভাব পড়ে ভোটের ফলেও । দিনহাটা শহরে সাড়ে সাত হাজারের বেশি ভোটে পিছিয়ে ছিলেন তৃণমূল প্রার্থী উদয়ন গুহ । আর এই ফলের পিছনে গোষ্ঠীকোন্দল অনেকটাই দায়ী বলে অভিযোগ । আর এরপরই গতকাল সোশ্যাল মিডিয়ায় তৃণমুল নেতা অসীম নন্দী মারা গিয়েছেন বলে পোস্ট দেওয়া হয় । বিষয়টি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ।

আরও পড়ুন : তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগে গ্রেফতার কাউন্সিলর

অসীমবাবু বলেন,"সোশ্যাল মিডিয়ায় এই ধরনের পোস্টের পর প্রাণহানির আশঙ্কা করছি ।" বিষয়টি নিয়ে তৃণমূল নেতা উদয়ন গুহ বলেন, "যাঁরা এই ধরনের পোস্ট দিয়েছেন তাঁরা দলের ভালো চান না ।’’ ঘটনার তদন্ত শুরু করেছে দিনহাটা থানার পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.