ETV Bharat / state

Panchayat Elections 2023: তৃণমূল-বিজেপি সংঘর্ষে দিনহাটায় গুলি ! মৃত এক; জখম 5 - Shootout in Panchayat Elections

কোচবিহারের ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে দিনহাটায় সাতসকালে গুলি চলল ৷ সূত্রের খবর, বিজেপি ও তৃণমূলের মধ্যে সংঘর্ষের ফলেই এই ঘটনা ঘটেছে ৷ মৃত্যু হয়েছে একজনের ৷

ETV Bharat
দিনহাটায় গুলি
author img

By

Published : Jun 27, 2023, 9:14 AM IST

Updated : Jun 27, 2023, 9:53 AM IST

দিনহাটা, 27 জুন: পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে ফের হিংসার ঘটনায় মৃত্যু হল একজনের ৷ তিনি স্থানীয় তৃণমূল কর্মী ৷ মঙ্গলবার সাতসকালে গুলি চলে কোচবিহারের দিনহাটায় ৷ এখানে গিতালদহের জারিধরলা গ্রামে সংঘর্ষের ঘটনাটি ঘটে ৷ তাতেই মৃত্যু হয় ওই তৃণমূল কর্মীর ৷ আহত 5 জন ৷ জখমদের কোচবিহারের হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তৃণমূল ও বিজেপির মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে ৷ কোচবিহারের পুলিশ সুপার সুমিত কুমার এদিন জানান, আজ সকালে জারিধরলা গ্রামপঞ্চায়েত এলাকা থেকে হিংসাত্মক ঘটনার খবর আসে ৷ স্থানীয় দু'টি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বেধেছে বলে জানা যায় ৷ এলাকায় গোলাগুলি চলে বলেও জানা গিয়েছে ৷

স্থানীয় সূত্র অনুযায়ী, 6 জন গুলিবিদ্ধ হয়েছিলেন ৷ তাঁদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে ৷ নিহতের নাম বাবু হক ৷ তিনি তৃণমূলের কর্মী ৷ এসপি আরও জানান, এই ঘটনাটি প্রত্যন্ত এলাকার ৷ ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে অবস্থিত ৷ পুলিশের উচ্চাধিকারিক আরও জানান, ওই জায়গাটিতে নৌকায় যেতে হয় ৷ তাই পুলিশের পৌঁছতে সমস্যা হয় এবং বেশ কিছুটা সময় লাগে ৷ তবে তিনি আশ্বাস দিয়েছেন, এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে ৷ এলাকায় বিশাল পুলিশ বাহিনী পৌঁছেছে ৷

আরও পড়ুন: বিজেপি প্রার্থীকে চড় মারার অভিযোগ ওসির বিরুদ্ধে, সোশাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়ো

8 জুলাই পঞ্চায়েত নির্বাচন ৷ আর 11 দিন বাকি ৷ এর মধ্যে রাজ্যের বিভিন্ন জায়গায় পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে হিংসার ঘটনা ঘটে চলেছে ৷ আর তাতে 11 জনের মৃত্যু হয়েছে ৷ সোমবারই পঞ্চায়েত নির্বাচনের প্রচারে নেমেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি কোচবিহারের চান্দামারা এলাকায় সভা করেন ৷ নির্বাচনী মঞ্চ থেকে বিএসএফের বিরুদ্ধে ভয় দেখানোর অভিযোগ তোলেন ৷ কেন্দ্রে বিজেপি সরকার 100 দিনের কাজের টাকা দিচ্ছে না বলে অভিযোগ করেন ৷ বিজেপিকে তুলোধনা করেন তৃণমূল সুপ্রিমো ৷ এমনকী কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের নাম উল্লেখ না-করে তাঁকে 'গুন্ডা' বলে অভিহিত করেন ৷

দিনহাটা, 27 জুন: পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে ফের হিংসার ঘটনায় মৃত্যু হল একজনের ৷ তিনি স্থানীয় তৃণমূল কর্মী ৷ মঙ্গলবার সাতসকালে গুলি চলে কোচবিহারের দিনহাটায় ৷ এখানে গিতালদহের জারিধরলা গ্রামে সংঘর্ষের ঘটনাটি ঘটে ৷ তাতেই মৃত্যু হয় ওই তৃণমূল কর্মীর ৷ আহত 5 জন ৷ জখমদের কোচবিহারের হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তৃণমূল ও বিজেপির মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে ৷ কোচবিহারের পুলিশ সুপার সুমিত কুমার এদিন জানান, আজ সকালে জারিধরলা গ্রামপঞ্চায়েত এলাকা থেকে হিংসাত্মক ঘটনার খবর আসে ৷ স্থানীয় দু'টি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বেধেছে বলে জানা যায় ৷ এলাকায় গোলাগুলি চলে বলেও জানা গিয়েছে ৷

স্থানীয় সূত্র অনুযায়ী, 6 জন গুলিবিদ্ধ হয়েছিলেন ৷ তাঁদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে ৷ নিহতের নাম বাবু হক ৷ তিনি তৃণমূলের কর্মী ৷ এসপি আরও জানান, এই ঘটনাটি প্রত্যন্ত এলাকার ৷ ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে অবস্থিত ৷ পুলিশের উচ্চাধিকারিক আরও জানান, ওই জায়গাটিতে নৌকায় যেতে হয় ৷ তাই পুলিশের পৌঁছতে সমস্যা হয় এবং বেশ কিছুটা সময় লাগে ৷ তবে তিনি আশ্বাস দিয়েছেন, এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে ৷ এলাকায় বিশাল পুলিশ বাহিনী পৌঁছেছে ৷

আরও পড়ুন: বিজেপি প্রার্থীকে চড় মারার অভিযোগ ওসির বিরুদ্ধে, সোশাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়ো

8 জুলাই পঞ্চায়েত নির্বাচন ৷ আর 11 দিন বাকি ৷ এর মধ্যে রাজ্যের বিভিন্ন জায়গায় পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে হিংসার ঘটনা ঘটে চলেছে ৷ আর তাতে 11 জনের মৃত্যু হয়েছে ৷ সোমবারই পঞ্চায়েত নির্বাচনের প্রচারে নেমেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি কোচবিহারের চান্দামারা এলাকায় সভা করেন ৷ নির্বাচনী মঞ্চ থেকে বিএসএফের বিরুদ্ধে ভয় দেখানোর অভিযোগ তোলেন ৷ কেন্দ্রে বিজেপি সরকার 100 দিনের কাজের টাকা দিচ্ছে না বলে অভিযোগ করেন ৷ বিজেপিকে তুলোধনা করেন তৃণমূল সুপ্রিমো ৷ এমনকী কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের নাম উল্লেখ না-করে তাঁকে 'গুন্ডা' বলে অভিহিত করেন ৷

Last Updated : Jun 27, 2023, 9:53 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.