ETV Bharat / state

মাথাভাঙায় যুবতির ঝুলন্ত দেহ উদ্ধার, শ্বাসরোধ করে খুনের অভিযোগ

author img

By

Published : Aug 10, 2020, 9:21 PM IST

গতরাতেই রুবেলের পরিবারের বিরুদ্ধে মাথাভাঙা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে মেঘলার পরিবার । অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ ।

মাথাভাঙা থানা
মাথাভাঙা থানা

কোচবিহার, 10 অগাস্ট : মাথাভাঙায় যুবতির ঝুলন্ত দেহ উদ্ধার হল । অভিযোগ, শ্বাসরোধ করে ফাঁস লাগিয়ে তাঁকে খুন করা হয়েছে । এরপরই গতরাতে মৃতের শ্বশুরবাড়ির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয় । আজ সকালে সেখানে ভাঙচুর চালান মৃতের বাপের বাড়ির সদস্যরা ।

চার বছর আগে মাথাভাঙার বাসিন্দা মেঘলা বানুর সঙ্গে নিকাহ হয় রুবেল হোসেন নামে এক যুবকের । প্রথম কয়েকদিন সব ঠিকঠাক থাকলেও পরে দু'জনের মধ্যে ঝামেলা হতে শুরু করে । মেঘলা বানুর পরিবারের অভিযোগ, নিকাহর পর থেকেই বাপের বাড়ি থেকে টাকা আনার জন্য চাপ দিতে শুরু করে রুবেল হোসেনের পরিবার । টাকা দিতে না পারায় শুরু হয় মারধর । শওহর ছাড়াও তাঁর পরিবারের সদস্যরাও অত্যাচার করতেন বলে অভিযোগ । গতকাল তা চরমে পৌঁছায় ।

গতরাতেই রুবেলের পরিবারের বিরুদ্ধে মাথাভাঙা থানায় লিখিত অভিযোগ দায়ের করে মেঘলার পরিবার । অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ ।

এর জেরে আজ মৃত্যুর প্রতিবাদ করে রুবেলের বাড়ি ভাঙচুর করেন প্রতিবেশীরা । বাড়িতে আগুনও লাগিয়ে দেওয়া হয় । পরে দমকলের দু'টি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে ।

মেঘলার আব্বা মফিজুল মিঞা বলেন, "মেয়ের সঙ্গে রুবেল হোসেনের নিকাহ চার বছর আগে হয়েছে । বিয়ের পর টাকার জন্য চাপ দিত । মারধর নিত্যদিনের বিষয় ছিল । গতকাল বিষয়টি চরমে পৌঁছায় । আমার মেয়েকে মেরে ফেলেছে ওরা ।"

কোচবিহার, 10 অগাস্ট : মাথাভাঙায় যুবতির ঝুলন্ত দেহ উদ্ধার হল । অভিযোগ, শ্বাসরোধ করে ফাঁস লাগিয়ে তাঁকে খুন করা হয়েছে । এরপরই গতরাতে মৃতের শ্বশুরবাড়ির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয় । আজ সকালে সেখানে ভাঙচুর চালান মৃতের বাপের বাড়ির সদস্যরা ।

চার বছর আগে মাথাভাঙার বাসিন্দা মেঘলা বানুর সঙ্গে নিকাহ হয় রুবেল হোসেন নামে এক যুবকের । প্রথম কয়েকদিন সব ঠিকঠাক থাকলেও পরে দু'জনের মধ্যে ঝামেলা হতে শুরু করে । মেঘলা বানুর পরিবারের অভিযোগ, নিকাহর পর থেকেই বাপের বাড়ি থেকে টাকা আনার জন্য চাপ দিতে শুরু করে রুবেল হোসেনের পরিবার । টাকা দিতে না পারায় শুরু হয় মারধর । শওহর ছাড়াও তাঁর পরিবারের সদস্যরাও অত্যাচার করতেন বলে অভিযোগ । গতকাল তা চরমে পৌঁছায় ।

গতরাতেই রুবেলের পরিবারের বিরুদ্ধে মাথাভাঙা থানায় লিখিত অভিযোগ দায়ের করে মেঘলার পরিবার । অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ ।

এর জেরে আজ মৃত্যুর প্রতিবাদ করে রুবেলের বাড়ি ভাঙচুর করেন প্রতিবেশীরা । বাড়িতে আগুনও লাগিয়ে দেওয়া হয় । পরে দমকলের দু'টি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে ।

মেঘলার আব্বা মফিজুল মিঞা বলেন, "মেয়ের সঙ্গে রুবেল হোসেনের নিকাহ চার বছর আগে হয়েছে । বিয়ের পর টাকার জন্য চাপ দিত । মারধর নিত্যদিনের বিষয় ছিল । গতকাল বিষয়টি চরমে পৌঁছায় । আমার মেয়েকে মেরে ফেলেছে ওরা ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.