ETV Bharat / state

Criminal : হাসপাতাল থেকে পালাল খুনের আসামি - হাসপাতাল থেকে পালাল আসামি

মাকে খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল বিপ্লব রায়কে ৷

criminal flees from hospital in Cooch Behar
হাসপাতাল থেকে পালাল খুনের আসামি
author img

By

Published : Sep 8, 2021, 10:13 AM IST

কোচবিহার, 8 সেপ্টেম্বর : পুলিশের চোখে ধুলো দিয়ে হাসপাতাল থেকে পালাল খুনের আসামি । গতকাল ঘটনাটি ঘটেছে কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে । পলাতক আসামির নাম বিপ্লব রায় ।

ঘটনা জানাজানি হতেই তল্লাশি শুরু করেছে পুলিশ । কোচবিহারের পুলিশ সুপার সুমিত কুমার বলেন, খুনের মামলায় অভিযুক্ত একজন হাসপাতালে এক্স-রে করতে এসে পালিয়েছে ৷ তল্লাশি শুরু হয়েছে ।

এই সংক্রান্ত খবর : আসামি ধরতে এসে গোয়ালপোখরে হামলায় মৃত বিহারের পুলিশ অফিসার, গ্রেফতার 3


কোচবিহার-1 ব্লকের চিলকির হাট একমুখা গ্রাম পঞ্চায়েতে বাড়ি বিপ্লবের ৷ অভিযোগ, 21 মে সে তার মা মুক্তা বালা রায়কে (60) খুন করে । সেই ঘটনায় কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ তাকে গ্রেফতার করে । কোচবিহার জেলা সংশোধনাগারে রাখা হয়েছিল তাকে । তবে শারীরিক অসুস্থতার কারণে কিছুদিন হল কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি ছিল । মঙ্গলবার পুলিশি পাহারায় এক্স-রে করতে নিয়ে আসা হয়েছিল তাকে । সেখান থেকেই সে পালিয়ে যায় ।

কোচবিহার, 8 সেপ্টেম্বর : পুলিশের চোখে ধুলো দিয়ে হাসপাতাল থেকে পালাল খুনের আসামি । গতকাল ঘটনাটি ঘটেছে কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে । পলাতক আসামির নাম বিপ্লব রায় ।

ঘটনা জানাজানি হতেই তল্লাশি শুরু করেছে পুলিশ । কোচবিহারের পুলিশ সুপার সুমিত কুমার বলেন, খুনের মামলায় অভিযুক্ত একজন হাসপাতালে এক্স-রে করতে এসে পালিয়েছে ৷ তল্লাশি শুরু হয়েছে ।

এই সংক্রান্ত খবর : আসামি ধরতে এসে গোয়ালপোখরে হামলায় মৃত বিহারের পুলিশ অফিসার, গ্রেফতার 3


কোচবিহার-1 ব্লকের চিলকির হাট একমুখা গ্রাম পঞ্চায়েতে বাড়ি বিপ্লবের ৷ অভিযোগ, 21 মে সে তার মা মুক্তা বালা রায়কে (60) খুন করে । সেই ঘটনায় কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ তাকে গ্রেফতার করে । কোচবিহার জেলা সংশোধনাগারে রাখা হয়েছিল তাকে । তবে শারীরিক অসুস্থতার কারণে কিছুদিন হল কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি ছিল । মঙ্গলবার পুলিশি পাহারায় এক্স-রে করতে নিয়ে আসা হয়েছিল তাকে । সেখান থেকেই সে পালিয়ে যায় ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.