কোচবিহার, 20 জুলাই: মণিপুরের ঘটনা নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারকে আক্রমণ করলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম । দলীয় কর্মসূচিতে যোগ দিতে বৃহস্পতিবার কোচবিহারে আসেন সিপিএমের রাজ্য সম্পাদক । সেখানেই তিনি এই ইস্যুতে বিজেপিকে নিশানা করেন ৷
সিপিএমের কোচবিহার জেলা কার্যালয়ে সাংবাদিক বৈঠকে মহম্মদ সেলিম বলেন, ‘‘দু’মাস আগে একটা ঘটনা ঘটল । দুই মহিলাকে উলঙ্গ করে প্যারেড করানো হল । এতদিন কিছু বললেন না । যখন সোশাল মিডিয়ায় ভাইরাল হল, তখন ঘোষণা করা হল ফেসবুক-টুইটার থেকে সব ডিলিট করো ।’’
এর পর তিনি এই ইস্যুতে পদক্ষেপ করায় সুপ্রিম কোর্টকে ধন্যবাদ জানিয়েছেন ৷ তাঁর কথায়, ‘‘ধন্যবাদ জানাই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে যে গোটা ঘটনার রিপোর্ট চেয়েছেন ।’’ তার পর তিনি আবার নিশানা করেন বিজেপকে ৷ তাঁর দাবি, যাঁরা বলেছিলেন ডাবল ইঞ্জিনের সরকার হলে ভালো হবে, দু’মাস ধরে অশান্তি চলছে কেন্দ্রের হেলদোল নেই । যখন গোটা বিশ্বে ছিঃ ছিঃ পড়ে গিয়েছে, সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করছে, তখন কেন্দ্র নড়েচড়ে বসেছে ।
একই সঙ্গে এনডিএ-র বিরোধী জোটে তৃণমূলের সঙ্গে একমঞ্চে সিপিএমের অবস্থান নিয়েও প্রতিক্রিয়া দেন মহম্মদ সেলিম ৷ তিনি বলেন, ‘‘দেশটাকে বাঁচাতে হলে সবাইকে একজোট হতে হবে । তাই জোট গড়া হয়েছে । দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে সবাইকে একজোট হতে হবে । আর একজোট এই কারণে হতে হবে যে কেন্দ্র থেকে বিজেপিকে না সরালে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি, সিবিআই ডাকবে না । না হলে ভোট শেষ । ফলগণনা শেষ । কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডাকছে না ইডি, সিবিআই ? তাই মানুষের স্বার্থে এই জোট দরকার ।’’
আরও পড়ুন: 'সরকার কিছু না করলে আমরাই পদক্ষেপ করব', মণিপুর নিয়ে কড়া অবস্থান দেশের প্রধান বিচারপতির
তৃণমূলের শহিদ দিবস কর্মসূচিকে কটাক্ষ করে সিপিএমের রাজ্য সম্পাদক বলেন, ‘‘কিছু মানুষ মারা গিয়েছেন ৷ তাঁদের নামে উৎসব চলছে । খাওয়াদাওয়া, নাচ গান হবে । এই জন্য গাড়ি তুলে নেওয়া হয়েছে । সাধারণ মানুষের ভোগান্তি হবে । পঞ্চায়েত নির্বাচনে যাঁরা মারা গেলেন, তাঁদের নাম তো তৃণমূল এই শহিদ দিবসে অন্তর্ভুক্ত করল না ?’’