ETV Bharat / state

200 পরিবার নিয়ে বাম পঞ্চায়েত প্রধান যোগ দিলেন BJP-তে - Cooch Behar

কোচবিহারে একমাত্র বামেদের বোর্ড BJP-তে । গ্রাম পঞ্চায়েত প্রধান সহ 200টি পরিবার যোগ দিল BJP-তে ।

বাম পঞ্চায়েত প্রধান যোগ দিলেন BJP-তে
author img

By

Published : Jul 14, 2019, 10:48 PM IST

Updated : Jul 15, 2019, 11:55 PM IST

কোচবিহার, 14 জুলাই : কোচবিহারের একমাত্র মেখলিগঞ্জ ব্লকের নিজ তরফ গ্রামপঞ্চায়েত ছিল বামেদের দখলে । সেই গ্রাম পঞ্চায়েতও এবার হাতছাড়া হতে চলেছে বামেদের । আজ গ্রামপঞ্চায়েত প্রধান সুনীল রায় দলবল নিয়ে বামফ্রন্ট ছেড়ে BJP-তে যোগ দিলেন । মেখলিগঞ্জের ভোটবাড়িতে এক অনুষ্ঠানের মাধ্যমে BJP-তে যোগ দেন সুনীলবাবু । তার সঙ্গে ওই পঞ্চায়েতের 200টি পরিবার BJP-তে যোগ দিয়েছে । তাঁদের হাতে BJP-র দলীয় পতাকা তুলে দেন BJP-র মেখলিগঞ্জ দক্ষিণ মণ্ডল সভাপতি দধিরাম রায় । এই সংক্রান্ত একটি আলোচনা সভাও অনুষ্ঠিত হয়।

BJP
200 পরিবার নিয়ে বাম পঞ্চায়েত প্রধান যোগ দিলেন BJP-তে

উল্লেখ্য , গত পঞ্চায়েত নির্বাচনের নিজ তরফ গ্রাম পঞ্চায়েতের মোট 9 টি আসনের মধ্যে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস একটি করে আসনে জয়ী হয় । সারা ভারত ফরোয়ার্ড ব্লক 3টি , CPI(M) 2টি ,এবং BJP 2টি আসন জয়লাভ করে ।

200 পরিবার নিয়ে বাম পঞ্চায়েত প্রধান যোগ দিলেন BJP-তে : দেখুন ভিডিয়ো

গ্রাম পঞ্চায়েত বোর্ড গঠন করে বামফ্রন্ট । প্রধান হন সুনীল রায় । সুনীল রায় বামফ্রন্টের সারাভারত ফরোয়ার্ড ব্লকের টিকিটে লড়াই করে জয়ী হয়েছিলেন । সুনীলবাবু বলেন, "BJP- র কাজে উদ্বুদ্ধ হয়েই তিনি আজ বামফ্রন্ট ছেড়ে সঙ্গে BJP-তে যোগ দেন ।" পাশাপাশি তিনি আরও বলেন বর্তমানে যা পরিস্থিতি তাতে উন্নয়নমূলক কাজ করার ক্ষেত্রে BJP দরকার আছে বলে তিনি মনে করেন । তাই সদলবলে BJP-তে সামিল হন তিনি ।

BJP-র মেখলিগঞ্জ দক্ষিণ মণ্ডল সভাপতি দধিরাম রায় বলেন,"আজ নিজতরফ গ্রামপঞ্চায়েত প্রধান সুনীল রায় 200টি পরিবারের সদস্যদের নিয়ে BJP-তে যোগ দিয়েছেন ।"ওই গ্রামপঞ্চায়েত এলাকার আরও একাধিক জনপ্রতিনিধি তাঁদের দলে যোগ দেওয়ার অপেক্ষায় রয়েছেন বলেও জানিয়েছেন সুনীলবাবু ।

যদিও এপ্রসঙ্গে বামফ্রন্ট নেতা তথা সারাভারত ফরোয়ার্ড ব্লকের মেখলিগঞ্জ লোকাল কমিটির সম্পাদক অজিত বর্মণ বলেন, "এই ধরনের কোনও ঘটনা কথা তার জানা নেই । কে কোন দলে যাবেন সেটা তাদের ব্যাপার ।"

কোচবিহার, 14 জুলাই : কোচবিহারের একমাত্র মেখলিগঞ্জ ব্লকের নিজ তরফ গ্রামপঞ্চায়েত ছিল বামেদের দখলে । সেই গ্রাম পঞ্চায়েতও এবার হাতছাড়া হতে চলেছে বামেদের । আজ গ্রামপঞ্চায়েত প্রধান সুনীল রায় দলবল নিয়ে বামফ্রন্ট ছেড়ে BJP-তে যোগ দিলেন । মেখলিগঞ্জের ভোটবাড়িতে এক অনুষ্ঠানের মাধ্যমে BJP-তে যোগ দেন সুনীলবাবু । তার সঙ্গে ওই পঞ্চায়েতের 200টি পরিবার BJP-তে যোগ দিয়েছে । তাঁদের হাতে BJP-র দলীয় পতাকা তুলে দেন BJP-র মেখলিগঞ্জ দক্ষিণ মণ্ডল সভাপতি দধিরাম রায় । এই সংক্রান্ত একটি আলোচনা সভাও অনুষ্ঠিত হয়।

BJP
200 পরিবার নিয়ে বাম পঞ্চায়েত প্রধান যোগ দিলেন BJP-তে

উল্লেখ্য , গত পঞ্চায়েত নির্বাচনের নিজ তরফ গ্রাম পঞ্চায়েতের মোট 9 টি আসনের মধ্যে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস একটি করে আসনে জয়ী হয় । সারা ভারত ফরোয়ার্ড ব্লক 3টি , CPI(M) 2টি ,এবং BJP 2টি আসন জয়লাভ করে ।

200 পরিবার নিয়ে বাম পঞ্চায়েত প্রধান যোগ দিলেন BJP-তে : দেখুন ভিডিয়ো

গ্রাম পঞ্চায়েত বোর্ড গঠন করে বামফ্রন্ট । প্রধান হন সুনীল রায় । সুনীল রায় বামফ্রন্টের সারাভারত ফরোয়ার্ড ব্লকের টিকিটে লড়াই করে জয়ী হয়েছিলেন । সুনীলবাবু বলেন, "BJP- র কাজে উদ্বুদ্ধ হয়েই তিনি আজ বামফ্রন্ট ছেড়ে সঙ্গে BJP-তে যোগ দেন ।" পাশাপাশি তিনি আরও বলেন বর্তমানে যা পরিস্থিতি তাতে উন্নয়নমূলক কাজ করার ক্ষেত্রে BJP দরকার আছে বলে তিনি মনে করেন । তাই সদলবলে BJP-তে সামিল হন তিনি ।

BJP-র মেখলিগঞ্জ দক্ষিণ মণ্ডল সভাপতি দধিরাম রায় বলেন,"আজ নিজতরফ গ্রামপঞ্চায়েত প্রধান সুনীল রায় 200টি পরিবারের সদস্যদের নিয়ে BJP-তে যোগ দিয়েছেন ।"ওই গ্রামপঞ্চায়েত এলাকার আরও একাধিক জনপ্রতিনিধি তাঁদের দলে যোগ দেওয়ার অপেক্ষায় রয়েছেন বলেও জানিয়েছেন সুনীলবাবু ।

যদিও এপ্রসঙ্গে বামফ্রন্ট নেতা তথা সারাভারত ফরোয়ার্ড ব্লকের মেখলিগঞ্জ লোকাল কমিটির সম্পাদক অজিত বর্মণ বলেন, "এই ধরনের কোনও ঘটনা কথা তার জানা নেই । কে কোন দলে যাবেন সেটা তাদের ব্যাপার ।"

Intro:কোচবিহারের একমাত্র বামেদের বোর্ড বিজেপিতে , গ্রাম পঞ্চায়েত প্রধান সহ দুইশত পরিবার যোগ বিজেপিতে ৷

কোচবিহার :১৪ জুলাই :

বামেদের দখলে থাকা কোচবিহার জেলার একমাত্র বোর্ড মেখলিগঞ্জ ব্লকের নিজতরফ গ্রামপঞ্চায়েত৷ সেই গ্রাম পঞ্চায়েতটি এবার বামেদের হাতছাড়া হতে চলল।রবিবার গ্রামপঞ্চায়েত প্রধান সুনীল রায় দলবল নিয়ে বামফ্রন্ট ছেড়ে বিজেপিতে যোগদান করলেন।মেখলিগঞ্জের ভোটবাড়িতে এক অনুষ্ঠানের মাধ্যমে বিজেপিতে যোগ দেন তিনি,সঙ্গে দুইশত জন পরিবার যোগদেন বিজেপিতে । হাতে বিজেপি দলীয় পতাকা তুলে দেন বিজেপির মেখলিগঞ্জ দক্ষিণ মন্ডল সভাপতি দধিরাম রায়।এই উপলক্ষে এদিন একটি আলোচনা সভাও অনুষ্ঠিত হয়।উল্লেখ্যযে , গত পঞ্চায়েত নির্বাচনের নিজতরফ গ্রামপঞ্চায়েতের মোট ৯ টি আসনের মধ্যে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস একটি করে আসনে জয়ী হয়।সারাভারত ফরোয়ার্ড ব্লক ৩ টি ,সিপিএম ২টি ,এবং বিজেপি ২ আসন জয়লাভ করে।

গ্রাম পঞ্চায়েত বোর্ড গঠন করে বামফ্রন্ট ৷ প্রধান হন সুনীল রায় ৷ সুনীল রায় বামফ্রন্টের সারাভারত ফরোয়ার্ড ব্লকের টিকিটে লড়াই করে জয় লাভ করেছিলেন।সুনীল রায় জানান "বিজেপির কর্মকান্ডে উদ্বুদ্ধ হয়েই তিনি এদিন বামফ্রন্ট ছেড়ে সঙ্গে কিছূ পরিবার নিয়ে বিজেপিতে যোগদান করেন।পাশাপাশি আরও বলেন বর্তমানে যা পরিস্থিতি তাতে উন্নয়নমূলক কাজ করার ক্ষেত্রে বিজেপি দরকার আছে বলে তিনি মনে করেন।তাই সদলবলে বিজেপিতে সামিল হন।

বিজেপির মেখলিগঞ্জ দক্ষিণ মন্ডল সভাপতি দধিরাম রায় জানান,"এদিন নিজতরফ গ্রামপঞ্চায়েত প্রধান সুনীল রায় দুইশত পরিবারের প্রচুর কর্মী সমর্থক নিয়ে বিজেপিতে নাম লিখিয়েছেন।ওই গ্রামপঞ্চায়েত এলাকার আরও একাধিক জনপ্রতিনিধি তাদের দলে যোগ দেবার জন্য অপেক্ষায় রয়েছেন বলেও জানিয়েছেন তিনি।

যদিও এপ্রসঙ্গে বামফ্রন্ট নেতা তথা সারাভারত ফরোয়ার্ড ব্লকের মেখলিগঞ্জ লোকাল কমিটির সম্পাদক অজিত বর্মন জানান - "এই ধরনের কোনোও ঘটনা কথা তার জানা নেই।,কে কি করছেন কোন দলে যাবেন সেটা তাদের ব্যপার "৷Body:COB Conclusion:
Last Updated : Jul 15, 2019, 11:55 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.