ETV Bharat / state

cow smuggler died in BSF firing: দিনহাটায় বিএসএফের গুলিতে মৃত গরু পাচারকারী, জখম জওয়ান - কোচবিহারের খবর

কোচবিহারের (cow smuggler died) দিনহাটার গীতালদহ সীমান্তে বিএসএফের গুলিতে (BSF firing at coochbihar border) মৃত্যু হল এক গরু পাচারকারীর (cow smuggler died in BSF firing) ৷ এক জওয়ান জখম হয়েছেন ৷

cow smuggler died in BSF firing at coochbihar border
দিনহাটায় বিএসএফ-এর গুলিতে মৃত গরুপাচারকারী, জখম জওয়ান
author img

By

Published : Dec 23, 2021, 11:51 AM IST

কোচবিহার, 23 ডিসেম্বর: দিনহাটার গীতালদহ সীমান্তে বিএসএফের গুলিতে মৃত্যু হল এক পাচারকারীর (cow smuggler died)। বুধবার গভীর রাতে দিনহাটা থানার গীতালদহ - 2 গ্রাম পঞ্চায়েতের কাশেমঘাট এলাকায় এই ঘটনাটি ঘটে ।

বিএসএফের (cow smuggler died in BSF firing) দাবি, পাচারকারীরা বিএসএফের উপর হামলা চালালে পাল্টা গুলি চালায় সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা । তাতেই লুৎফর রহমান নামে এক পাচারকারী গুরুতর জখম হন । তাঁকে উদ্ধার করে প্রথমে দিনহাটা মহকুমা হাসপাতাল ও পরে কোচবিহার (coochbihar news) এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ।

আরও পড়ুন: Smugglers Killed in BSF Firing : সিতাইয়ে বিএসএফের গুলিতে মৃত 3 গরুপাচারকারী

এই কাশেমঘাট এলাকা দিয়ে বয়ে গিয়েছে ধরলা নদী । নদী থাকায় এই এলাকায় কোনও কাঁটাতারের বেড়া নেই । আর কাঁটাতারের বেড়া না থাকার সুযোগে পাচারকারীরা রাতের অন্ধকারে ওই এলাকা দিয়ে গরু, কাশির সিরাপ ও বিভিন্ন জিনিস বাংলাদেশে পাচার করে থাকে । বুধবার গভীর রাতে 15-20 জন ওই এলাকা দিয়ে গরু পাচার করছিল বলে অভিযোগ ৷ সেই সময় বিএসএফ তাদের থামতে বললে তারা বিএসএফের উপর হামলা চালায় এবং ডওয়ানদের হাত থেকে আগ্নেয়াস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা করে । তখন পাল্টা গুলি (BSF firing at coochbihar border) চালায় বিএসএফ । এই ঘটনায় এক বিএসএফ জওয়ানও জখম হন ।

আরও পড়ুন: Bangladeshi trafficker dies : বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি পাচারকারী

মৃত পাচারকারীর বাড়ি গীতালদহ - 2 গ্রাম পঞ্চায়েতের বড়াইবাড়ি এলাকায় । গোটা ঘটনার তদন্ত শুরু করেছে দিনহাটা থানার পুলিশ । কোচবিহারের অতিরিক্ত পুলিশ সুপার কে সানিরাজ জানান, বিএসএফের গুলিতে এক পাচারকারীর মৃত্যু হয়েছে । গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে ।

কোচবিহার, 23 ডিসেম্বর: দিনহাটার গীতালদহ সীমান্তে বিএসএফের গুলিতে মৃত্যু হল এক পাচারকারীর (cow smuggler died)। বুধবার গভীর রাতে দিনহাটা থানার গীতালদহ - 2 গ্রাম পঞ্চায়েতের কাশেমঘাট এলাকায় এই ঘটনাটি ঘটে ।

বিএসএফের (cow smuggler died in BSF firing) দাবি, পাচারকারীরা বিএসএফের উপর হামলা চালালে পাল্টা গুলি চালায় সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা । তাতেই লুৎফর রহমান নামে এক পাচারকারী গুরুতর জখম হন । তাঁকে উদ্ধার করে প্রথমে দিনহাটা মহকুমা হাসপাতাল ও পরে কোচবিহার (coochbihar news) এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ।

আরও পড়ুন: Smugglers Killed in BSF Firing : সিতাইয়ে বিএসএফের গুলিতে মৃত 3 গরুপাচারকারী

এই কাশেমঘাট এলাকা দিয়ে বয়ে গিয়েছে ধরলা নদী । নদী থাকায় এই এলাকায় কোনও কাঁটাতারের বেড়া নেই । আর কাঁটাতারের বেড়া না থাকার সুযোগে পাচারকারীরা রাতের অন্ধকারে ওই এলাকা দিয়ে গরু, কাশির সিরাপ ও বিভিন্ন জিনিস বাংলাদেশে পাচার করে থাকে । বুধবার গভীর রাতে 15-20 জন ওই এলাকা দিয়ে গরু পাচার করছিল বলে অভিযোগ ৷ সেই সময় বিএসএফ তাদের থামতে বললে তারা বিএসএফের উপর হামলা চালায় এবং ডওয়ানদের হাত থেকে আগ্নেয়াস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা করে । তখন পাল্টা গুলি (BSF firing at coochbihar border) চালায় বিএসএফ । এই ঘটনায় এক বিএসএফ জওয়ানও জখম হন ।

আরও পড়ুন: Bangladeshi trafficker dies : বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি পাচারকারী

মৃত পাচারকারীর বাড়ি গীতালদহ - 2 গ্রাম পঞ্চায়েতের বড়াইবাড়ি এলাকায় । গোটা ঘটনার তদন্ত শুরু করেছে দিনহাটা থানার পুলিশ । কোচবিহারের অতিরিক্ত পুলিশ সুপার কে সানিরাজ জানান, বিএসএফের গুলিতে এক পাচারকারীর মৃত্যু হয়েছে । গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.