কোচবিহার , 16 মে : ছোটদের জন্য এবার কোভিড ওয়ার্ড খোলা হচ্ছে কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে। সদ্যোজাতদের জন্য নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিটে করোনা সংক্রামিত প্রসূতিদের সন্তানদের পাশাপাশি সংক্রামিত সদ্যোজাতদের চিকিৎসা করা হবে। চলতি সপ্তাহেই এই ওয়ার্ড চালু হবে বলে স্বাস্থ্য দফতরের কর্তারা জানান।
হাসপাতাল সূত্রে খবর, করোনার দ্বিতীয় ঢেউয়ে শিশুরা বিক্ষ্মিপ্তভাবে সংক্রামিত হচ্ছেন। তবে তৃতীয় ঢেউয়ে শিশুরাও সংক্রামিত হতে পারে বলে চিকিৎসকদের একাংশের আশঙ্কা। তাই পরিস্থিতি মোকাবিলায় ধীরে ধীরে পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে। হাসপাতালের সদ্যোজাতদের জন্য নিউনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিটে করোনা সংক্রামিত প্রসূতিদের সন্তানদের পাশাপাশি সংক্রামিত সদ্যোজাতদের চিকিৎসা করা হবে। এখানে সাতটি বেডের ব্যবস্থা রয়েছে। চিকিৎসার জন্য এখানে সেন্ট্রাল অক্সিজেন লাইন, ভেন্টিলেটর, ওয়ার্মার সহ সবধরনের ব্যবস্থা থাকবে ৷
এছাড়া এই ইউনিটে চার জন চিকিৎসক ও দশ জন নার্স থাকবেন। একমাস বয়স থেকে 12 বছর বয়স পর্যন্ত করোনা সংক্রামিতদের জন্য নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিট ( লেভেল 3) চালু করা হচ্ছে। চলতি সপ্তাহেই এই ইউনিট চালু হওয়ার কথা। এখানে আটটি শয্যা থাকবে। করোনা সংক্রামিত শিশুদের জন্য সেন্ট্রাল লাইন অক্সিজেন, ওরাল সাকশন ইউনিট, প্রতিটি বেডে অক্সিজেন ব্লান্ডার, পালস অক্সিমিটার, ইনফিউশন পাম্প, সিরিঞ্জ পাম্প চেস্ট ড্রেইনস কিট সহ বিভিন্ন সুবিধা থাকবে।
আরও পড়ুন : ফিরহাদ-সুব্রত-শোভন-মদনদের জামিন মঞ্জুর
কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালের এমএসভিপি ডাঃ রাজীব প্রসাদ বলেন, "শিশুদের করোনা সংক্রমনের কথা মাথায় রেখে পৃথক পেডিয়াট্রিক আইসোলেশন ওয়ার্ড তৈরির কাজ শুরু হয়েছে ৷ স্বাস্থ্য ভবনে চিকিৎসাজনিত বেশ কিছু যন্ত্রপাতি চেয়ে পাঠানো হয়েছে। সেগুলো এলেই ওই বিভাগ চালু হবে। আশা করি চলতি সপ্তাহের মধ্যেই এটি চালু করা যাবে। "