ETV Bharat / state

Covid Ward Chaos: বেতন মেলেনি, কোচবিহার মেডিক্যাল কলেজে কোভিড ওয়ার্ডে কাজ বন্ধ করে দিলেন কর্মীরা - কোভিড ওয়ার্ডে কাজ বন্ধ

দু'মাস ধরে বেতন পান না ৷ তাই আজ দুপুর থেকে কাজ বন্ধ করে দিলেন কোচবিহার (Coochbihar) এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের (MJN hospital) কোভিড ওয়ার্ডের (Covid Ward) 29 জন কর্মী ।

coochbihar covid ward employees of MJN hospital stopped work as they didn't get salary
কোচবিহারে বেতন না-পেয়ে কোভিড ওয়ার্ডে কাজ বন্ধ করে দিলেন কর্মীরা
author img

By

Published : Sep 6, 2021, 6:25 PM IST

কোচবিহার, 6 সেপ্টেম্বর: দু'মাস ধরে বেতন না-পেয়ে কাজ বন্ধ করে দিলেন কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের (MJN hospital) কোভিড ওয়ার্ডের (Covid Ward) কর্মীরা । সোমবার দুপুর থেকে 29 জন কর্মী কাজ বন্ধ করে কোভিড ওয়ার্ডের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন । দু‘-একদিনের মধ্যে টাকা না-দিলে কাজ ছেড়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা ।

কোচবিহার এমজেএন হাসপাতালের কোভিড ওয়ার্ডে 122টি বেড রয়েছে । জেলার বিভিন্ন প্রান্তের সঙ্কটজনক কোভিড রোগীদের সেখানে ভর্তি করা হয় । বর্তমানে এই ওয়ার্ডে 7 জন রোগী ভর্তি রয়েছেন । এই রোগীদের বিভিন্ন পরিষেবা দেন 29 জন কর্মী । কিন্তু গত জুলাই ও অগস্ট মাসের বেতন তাঁরা পাননি ।

আরও পড়ুন: Dilip Ghosh: বারবার শুভেন্দু কেন ? এবার অন্য কেউ হারাবে মমতাকে: দিলীপ

এ বিষয়ে এজেন্সিকে জানালেও কাজ না-হওয়ায় তাঁরা আজ দুপুরের থেকে কাজ বন্ধ করে দেন । যমুনা দাস নামে এক আন্দোলনকারী বলেছেন, বেতনের ব্যাপারে সুস্পষ্ট আশ্বাস না-মিললে কাজ বন্ধ থাকবে । এ দিকে কোভিডের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রের পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন রোগী ও তাঁর আত্মীয় পরিজনেরা ।

আরও পড়ুন: Maoist Posters: বরাবাজারে ফের মাওবাদী পোস্টার, এবার প্রশাসনিক আধিকারিকদের খুনের হুমকি

যদিও গোটা বিষয়টি নিয়ে কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এমএসভিপি ডা. রাজীব প্রসাদ বলেন, ‘‘এজেন্সির মাধ্যমে ওই কর্মীদের বেতন দেওয়া হত । কেন তাঁরা বেতন পাননি, সেটা এজেন্সি বলতে পারবে ।’’

আরও পড়ুন: Howrah Chop : 1 টাকায় চপ, মুড়ি, বেগুনি; দুর্মূল্যের বাজারেও ব্যাতিক্রম ডোমজুড়ের গোপাল দে’র দোকান

কোচবিহার, 6 সেপ্টেম্বর: দু'মাস ধরে বেতন না-পেয়ে কাজ বন্ধ করে দিলেন কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের (MJN hospital) কোভিড ওয়ার্ডের (Covid Ward) কর্মীরা । সোমবার দুপুর থেকে 29 জন কর্মী কাজ বন্ধ করে কোভিড ওয়ার্ডের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন । দু‘-একদিনের মধ্যে টাকা না-দিলে কাজ ছেড়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা ।

কোচবিহার এমজেএন হাসপাতালের কোভিড ওয়ার্ডে 122টি বেড রয়েছে । জেলার বিভিন্ন প্রান্তের সঙ্কটজনক কোভিড রোগীদের সেখানে ভর্তি করা হয় । বর্তমানে এই ওয়ার্ডে 7 জন রোগী ভর্তি রয়েছেন । এই রোগীদের বিভিন্ন পরিষেবা দেন 29 জন কর্মী । কিন্তু গত জুলাই ও অগস্ট মাসের বেতন তাঁরা পাননি ।

আরও পড়ুন: Dilip Ghosh: বারবার শুভেন্দু কেন ? এবার অন্য কেউ হারাবে মমতাকে: দিলীপ

এ বিষয়ে এজেন্সিকে জানালেও কাজ না-হওয়ায় তাঁরা আজ দুপুরের থেকে কাজ বন্ধ করে দেন । যমুনা দাস নামে এক আন্দোলনকারী বলেছেন, বেতনের ব্যাপারে সুস্পষ্ট আশ্বাস না-মিললে কাজ বন্ধ থাকবে । এ দিকে কোভিডের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রের পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন রোগী ও তাঁর আত্মীয় পরিজনেরা ।

আরও পড়ুন: Maoist Posters: বরাবাজারে ফের মাওবাদী পোস্টার, এবার প্রশাসনিক আধিকারিকদের খুনের হুমকি

যদিও গোটা বিষয়টি নিয়ে কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এমএসভিপি ডা. রাজীব প্রসাদ বলেন, ‘‘এজেন্সির মাধ্যমে ওই কর্মীদের বেতন দেওয়া হত । কেন তাঁরা বেতন পাননি, সেটা এজেন্সি বলতে পারবে ।’’

আরও পড়ুন: Howrah Chop : 1 টাকায় চপ, মুড়ি, বেগুনি; দুর্মূল্যের বাজারেও ব্যাতিক্রম ডোমজুড়ের গোপাল দে’র দোকান

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.