ETV Bharat / state

বাংলাদেশে আটকে পড়া ট্রাক চালকদের নিয়ে নির্বিকার প্রশাসন, অভিযোগ C&F-এর

লকডাউনের মধ্যেই এপ্রিল মাসে পাটবীজ নিয়ে কোচবিহারের চ্যাংরাবান্ধা সীমান্ত দিয়ে বাংলাদেশে যায় মোট 61 জন ট্রাক চালক ৷ কিন্তু ,পাটবীজ নামিয়ে পরের দিন সকালেই তাঁদের ফেরার কথা ছিল ৷ কিন্তু কোচবিহারের জেলা প্রশাসন এবং মেখলিগঞ্জ মহকুমা শাসক এই 61 জন ট্রাক চালককে জ়িরো পয়েন্ট পেরিয়ে ভারতে ঢুকতে দেয়নি বলে অভিযোগ করেন চ্যাংরাবান্ধা C&F অ্যাসোসিয়েশনের এজেন্টরা ৷

author img

By

Published : Apr 21, 2020, 7:59 PM IST

Coochbehar
চ্যাংরাবান্ধা C&F অ্যাসোসিয়েশন

কোচবিহার , 21 এপ্রিল : বাংলাদেশে আটকে পড়া 61 জন ট্রাক চালককে দেশে ফেরানোর বিষয়ে প্রশাসন কোনও ব্যবস্থা নিচ্ছে না ৷ আজ এমনই অভিযোগ জানাল চ্যাংরাবান্ধা C&F অ্যাসোসিয়েশনের এজেন্টরা ৷ তাঁরা চান অবিলম্বেই যেন তাঁদের দেশে ফিরিয়ে নিয়ে আসা হয় ৷ অন্যদিকে , 61 জন ট্রাক চালক ভিডিয়ো বার্তার মাধ্যমে দেশে ফেরার আবেদনও জানিয়েছেন প্রশাসনের কাছে ৷

লকডাউনের মধ্যেই এপ্রিল মাসে পাটবীজ নিয়ে কোচবিহারের চ্যাংরাবান্ধা সীমান্ত দিয়ে বাংলাদেশে যায় মোট 61 জন ট্রাক চালক ৷ তাঁরা পাটবীজ নিয়ে বাংলাদেশে পৌঁছান ৷ কিন্তু ,পাটবীজ নামিয়ে পরের দিন সকালেই তাঁদের ফেরার কথা ছিল ৷ কিন্তু কোচবিহারের জেলা প্রশাসন এবং মেখলিগঞ্জ মহকুমা শাসক এই 61 জন ট্রাক চালককে জ়িরো পয়েন্ট পেরিয়ে ভারতে ঢুকতে দেয়নি বলে অভিযোগ করেন চ্যাংরাবান্ধা C&F অ্যাসোসিয়েশনের এজেন্টরা ৷ এরপর , জ়িরো পয়েন্টের ওপারে বাংলাদেশের বুড়িমারি স্থলবন্দরে আটকে যান তাঁরা ৷ বর্তমানে সেখানেই আশ্রয় নিয়েছেন তাঁরা ৷ এই 61 জন ট্রাক চালক ভিডিয়ো বার্তার মাধ্যমে দেশে ফেরার আবেদনও জানিয়েছেন প্রশাসনের কাছে ৷

কিছুদিন আগে ট্রাক চালকদের পরিবারের সদ,স্যরা চালকদের দেশে ফেরার দাবি নিয়ে চ্যাংরাবান্ধা শুল্ক দপ্তরের সুপারিনটেনডেন্ট কপিল বাইনকে ঘিরে বিক্ষোভও দেখিয়েছিলেন ৷ ট্রাক চালকদের পরিবারের সদস্যদের অভিযোগ পাটবীজ নিয়ে বাংলাদেশে যাবার অনুমতি প্রশাসন দিয়েছে ৷ কিন্তু এখন বাংলাদেশে তাঁদের আটকে রেখেছে প্রশাসন ৷ তাঁরা চান অবিলম্বেই যেন দেশে ফিরিয়ে নিয়ে আসা হয় ৷

চ্যাংরাবান্ধা C&F অ্যাসোসিয়েশনের এজেন্ট অ্যাসোসিয়েশনের তরফে কোচবিহার প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠকে এজেন্ট উত্তম সরকার জানান প্রশাসনের অনুমতি নিয়ে বাংলাদেশে পাটবীজ নিয়ে ট্রাকগুলি গেছিল ৷ কিন্তু ফেরার দিনে তাঁদের আটকে দেওয়া হয়েছে ৷ ঢুকতে দেওয়া হয়নি ৷ তিনি আরও জানান, চার এপ্রিল প্রশাসনের অনুমতি নিয়ে পাটবীজ ট্রাক নিয়ে বাংলাদেশে যায় 61 জন ট্রাক চালক ৷ কিন্তু পণ্য নামানোর পরে তাঁদের ভারতে ঢোকার সময় সীমান্তে আটকে দেন মহকুমা শাসক ৷ মহকুমা শাসকের কাছে জানতে পারেন জেলা শাসকের নির্দেশে তাঁদের আটক করা হয়েছে ৷ পরে তিনি কোচবিহার জেলা প্রশাসন সূত্রে জানতে পারেন নবান্নের নির্দেশ না পাওয়া পর্যন্ত ট্রাক চালকদের দেশে আনা সম্ভব নয় ৷

চ্যাংরাবান্ধা শুল্ক দপ্তরের সুপারিনটেনডেন্ট কপিল বাইন জানান , প্রশাসনের নির্দেশ পেলেই তাঁরা দেশে ফিরবেন ৷

যদিও এই বিষয়ে মেখলিগঞ্জ মহকুমা শাসক রাম কুমার তামাঙ কিছু বলতে চাননি ৷ তবে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে উচ্চ পর্যায়ের নির্দেশ পেলেই তাঁদের দেশে ফিরিয়ে আনা হবে ৷

কোচবিহার , 21 এপ্রিল : বাংলাদেশে আটকে পড়া 61 জন ট্রাক চালককে দেশে ফেরানোর বিষয়ে প্রশাসন কোনও ব্যবস্থা নিচ্ছে না ৷ আজ এমনই অভিযোগ জানাল চ্যাংরাবান্ধা C&F অ্যাসোসিয়েশনের এজেন্টরা ৷ তাঁরা চান অবিলম্বেই যেন তাঁদের দেশে ফিরিয়ে নিয়ে আসা হয় ৷ অন্যদিকে , 61 জন ট্রাক চালক ভিডিয়ো বার্তার মাধ্যমে দেশে ফেরার আবেদনও জানিয়েছেন প্রশাসনের কাছে ৷

লকডাউনের মধ্যেই এপ্রিল মাসে পাটবীজ নিয়ে কোচবিহারের চ্যাংরাবান্ধা সীমান্ত দিয়ে বাংলাদেশে যায় মোট 61 জন ট্রাক চালক ৷ তাঁরা পাটবীজ নিয়ে বাংলাদেশে পৌঁছান ৷ কিন্তু ,পাটবীজ নামিয়ে পরের দিন সকালেই তাঁদের ফেরার কথা ছিল ৷ কিন্তু কোচবিহারের জেলা প্রশাসন এবং মেখলিগঞ্জ মহকুমা শাসক এই 61 জন ট্রাক চালককে জ়িরো পয়েন্ট পেরিয়ে ভারতে ঢুকতে দেয়নি বলে অভিযোগ করেন চ্যাংরাবান্ধা C&F অ্যাসোসিয়েশনের এজেন্টরা ৷ এরপর , জ়িরো পয়েন্টের ওপারে বাংলাদেশের বুড়িমারি স্থলবন্দরে আটকে যান তাঁরা ৷ বর্তমানে সেখানেই আশ্রয় নিয়েছেন তাঁরা ৷ এই 61 জন ট্রাক চালক ভিডিয়ো বার্তার মাধ্যমে দেশে ফেরার আবেদনও জানিয়েছেন প্রশাসনের কাছে ৷

কিছুদিন আগে ট্রাক চালকদের পরিবারের সদ,স্যরা চালকদের দেশে ফেরার দাবি নিয়ে চ্যাংরাবান্ধা শুল্ক দপ্তরের সুপারিনটেনডেন্ট কপিল বাইনকে ঘিরে বিক্ষোভও দেখিয়েছিলেন ৷ ট্রাক চালকদের পরিবারের সদস্যদের অভিযোগ পাটবীজ নিয়ে বাংলাদেশে যাবার অনুমতি প্রশাসন দিয়েছে ৷ কিন্তু এখন বাংলাদেশে তাঁদের আটকে রেখেছে প্রশাসন ৷ তাঁরা চান অবিলম্বেই যেন দেশে ফিরিয়ে নিয়ে আসা হয় ৷

চ্যাংরাবান্ধা C&F অ্যাসোসিয়েশনের এজেন্ট অ্যাসোসিয়েশনের তরফে কোচবিহার প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠকে এজেন্ট উত্তম সরকার জানান প্রশাসনের অনুমতি নিয়ে বাংলাদেশে পাটবীজ নিয়ে ট্রাকগুলি গেছিল ৷ কিন্তু ফেরার দিনে তাঁদের আটকে দেওয়া হয়েছে ৷ ঢুকতে দেওয়া হয়নি ৷ তিনি আরও জানান, চার এপ্রিল প্রশাসনের অনুমতি নিয়ে পাটবীজ ট্রাক নিয়ে বাংলাদেশে যায় 61 জন ট্রাক চালক ৷ কিন্তু পণ্য নামানোর পরে তাঁদের ভারতে ঢোকার সময় সীমান্তে আটকে দেন মহকুমা শাসক ৷ মহকুমা শাসকের কাছে জানতে পারেন জেলা শাসকের নির্দেশে তাঁদের আটক করা হয়েছে ৷ পরে তিনি কোচবিহার জেলা প্রশাসন সূত্রে জানতে পারেন নবান্নের নির্দেশ না পাওয়া পর্যন্ত ট্রাক চালকদের দেশে আনা সম্ভব নয় ৷

চ্যাংরাবান্ধা শুল্ক দপ্তরের সুপারিনটেনডেন্ট কপিল বাইন জানান , প্রশাসনের নির্দেশ পেলেই তাঁরা দেশে ফিরবেন ৷

যদিও এই বিষয়ে মেখলিগঞ্জ মহকুমা শাসক রাম কুমার তামাঙ কিছু বলতে চাননি ৷ তবে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে উচ্চ পর্যায়ের নির্দেশ পেলেই তাঁদের দেশে ফিরিয়ে আনা হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.