কোচবিহার, 9 মার্চ : মদনমোহনের মন্দির থেকে দোল উৎসবের সূচনা কোচবিহারে । সকাল হতেই হাজার হাজার ভক্তের সমাগম হয় মদনমোহন বাড়িতে । প্রথমে মদনমোহনের পায়ে ও কপালে ভেষজ আবির দেন ভক্তরা । তারপর মন্দির চত্বরেই শুরু হয় দোল ।
কোচবিহারের রাজাদের আরাধ্য দেবতা মদনমোহন । রাজা না থাকলেও রাজ আমলের সমস্ত নিয়ম মেনেই এখনও দোল উৎসব হয় এখানে । পুজোর উপকরণের দাম বাড়ায় দোল উৎসবের বাজেটও বাড়িয়েছে কোচবিহার দেবত্র ত্রাস্ট বোর্ড । ভগবান মদনমোহনের মূর্তির যাতে কোনও ক্ষতি না হয় সেজন্য এবার আগেভাগেই অছি পরিষদের তরফে ভেষজ আবিরের ব্যবস্থা করা হয় ।
কোচবিহারের বাসিন্দাদের পাশাপাশি দক্ষিণবঙ্গ ও কলকাতা থেকেও ভক্তরা হাজির হয়েছেন মদনমোহন বাড়িতে । তাঁদের কথায়, ''এই প্রথমবার এসেছি । খুব ভালো লেগেছে । গতকাল ন্যাড়াপোড়া দেখেছি । আজ মদনমোহন বাড়িতে এসে রং খেলার অনুভূতি সত্যিই আলাদা ।''