কোচবিহার, 13 নভেম্বর : রাত পোহালেই কালী পুজো ৷ সেই কারণে ইতিমধ্যেই তোড়জোড় শুরু হয়ে গিয়েছে কোচবিহারের মদনমোহন বাড়িতে ৷ রাজ আমলের এই পুজো গতকাল সেজে উঠবে 108টি সোনা-রুপোর মুণ্ডমালা ৷
কোচবিহার মদনমোহন মন্দিরের ডানদিকে রয়েছে কাঠামিয়া মন্দির । এই মন্দিরেই দ্বিপান্বিতা অমাবস্যায় পুজো হয় বড় তারার । কোচবিহার দেবত্র ত্রাস্ট সূত্রে জানা গিয়েছে, আনুমানিক১৪০ বছর আগে রাজ আমলে এই পুজো শুরু হয় । বড় তারার গায়ের রং কালো । মায়ের ডানহাতে ওপরের দিকে খড়গ এবং বাঁদিকের নীচ হাতে কাটারি আছে । বাঁদিকে উপরের হাতে নীল সুন্দি ফুল এবং নীচের হাতে রক্তের বাটি থাকে। প্রতিমার মায়ের দৃষ্টি যেদিকে থাকে সেদিকেই শিবের মাথা শায়িত থাকে। শিবের জটার মাঝে থাকে পদ্ম। অন্যান্য কালীপ্রতিমার একপাশে শেয়াল থাকলেও বড় তারার দু'পাশে দু'টি শেয়াল থাকে ।
কয়েকপুরুষ দিয়ে বড় তারার প্রতিমা তৈরি করে আসছেন চিত্রকর পরিবার । প্রভাত চিত্রকর বলেন, "লক্ষ্মী পুজো শেষ হতেই কাঠামিয়া মন্দিরে বড় তারা প্রতিমা তৈরির কাজ শুরু হয় । শনিবার রাতে পুজো শুরু হবে । তার আগে স্ট্রংরুম থেকে সোনা ও রুপোর মুন্ডুমালা সড় বিভিন্ন স্বর্ণলঙ্কার বের করে এনে বড়তারাকে সাজানো হবে । পুজোতে পাঁঠা, মোষ, হাস, কবুতর ও মাগুর মাছ বলি দিয়ে ভোগ নিবেদন করা হয় । এছাড়া শোলমাছ পুড়িয়ে তা চটকে ভোগ দেওয়া হয়। পুজোর পরদিন লম্বা দিঘিতে বড় তারাকে বিসর্জন দেওয়া হবে। রাজ পুরোহিত ধীরেন্দ্রনাথ ভট্টাচার্য বলেন, করোনার কারণে এবার পুজোতে ভক্তরা সরাসরি অংশ নিতে পারবে না।