কোচবিহার, 4 নভেম্বর : মুখ্যমন্ত্রী আসবেন । তাই দু'দিন পিছিয়ে গেল কোচবিহার রাসমেলার উদ্বোধন । তবে রাস উৎসব শুরু হবে যথাসময়ে ।
13 নভেম্বর রাসমেলা উপলক্ষ্যে কোচবিহারে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । ওইদিন মুখ্যমন্ত্রী রাসমেলার উদ্বোধন করবেন । আজ এ নিয়ে কোচবিহারের জেলাশাসক ও পুলিশ সুপারের সঙ্গে আলোচনা করে জেলা তৃণমূল নেতৃত্ব ।
কোচবিহার জেলা তৃণমূল সভাপতি বিনয়কৃষ্ণ বর্মণ জানান, রাসমেলার উদ্বোধন দু'দিন পিছিয়ে দেওয়া হয়েছে ঠিকই । তবে, রাস উৎসবের সূচনায় কোনও পরিবর্তন আসছে না । নিয়ম মেনে 11 নভেম্বর রাস পূর্ণিমাতেই মদনমোহন বাড়িতে উৎসবের সূচনা হবে । উৎসবের সূচনা করবেন কোচবিহার দেবোত্তর ট্রাস্ট বোর্ডের সভাপতি তথা জেলাশাসক পবন কাদিয়ান ।