ETV Bharat / state

পিছিয়ে গেল উদ্বোধনের দিন, রাসমেলায় আসছেন মুখ্যমন্ত্রী - পিছিয়ে গেল রাসমেলা উদ্বোধনের দিন

কোচবিহারে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তাই পিছিয়ে গেল রাসমেলা উদ্বোধন ।

রাসমেলার প্রস্তুতি দেখছে কর্তৃপক্ষ
author img

By

Published : Nov 4, 2019, 6:08 PM IST

Updated : Nov 4, 2019, 9:57 PM IST

কোচবিহার, 4 নভেম্বর : মুখ্যমন্ত্রী আসবেন । তাই দু'দিন পিছিয়ে গেল কোচবিহার রাসমেলার উদ্বোধন । তবে রাস উৎসব শুরু হবে যথাসময়ে ।

13 নভেম্বর রাসমেলা উপলক্ষ্যে কোচবিহারে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । ওইদিন মুখ্যমন্ত্রী রাসমেলার উদ্বোধন করবেন । আজ এ নিয়ে কোচবিহারের জেলাশাসক ও পুলিশ সুপারের সঙ্গে আলোচনা করে জেলা তৃণমূল নেতৃত্ব ।

কেন পিছোলো রাসমেলা উদ্বোধনের দিন ? ভিডিয়োয় শুনুন

কোচবিহার জেলা তৃণমূল সভাপতি বিনয়কৃষ্ণ বর্মণ জানান, রাসমেলার উদ্বোধন দু'দিন পিছিয়ে দেওয়া হয়েছে ঠিকই । তবে, রাস উৎসবের সূচনায় কোনও পরিবর্তন আসছে না । নিয়ম মেনে 11 নভেম্বর রাস পূর্ণিমাতেই মদনমোহন বাড়িতে উৎসবের সূচনা হবে । উৎসবের সূচনা করবেন কোচবিহার দেবোত্তর ট্রাস্ট বোর্ডের সভাপতি তথা জেলাশাসক পবন কাদিয়ান ।

কোচবিহার, 4 নভেম্বর : মুখ্যমন্ত্রী আসবেন । তাই দু'দিন পিছিয়ে গেল কোচবিহার রাসমেলার উদ্বোধন । তবে রাস উৎসব শুরু হবে যথাসময়ে ।

13 নভেম্বর রাসমেলা উপলক্ষ্যে কোচবিহারে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । ওইদিন মুখ্যমন্ত্রী রাসমেলার উদ্বোধন করবেন । আজ এ নিয়ে কোচবিহারের জেলাশাসক ও পুলিশ সুপারের সঙ্গে আলোচনা করে জেলা তৃণমূল নেতৃত্ব ।

কেন পিছোলো রাসমেলা উদ্বোধনের দিন ? ভিডিয়োয় শুনুন

কোচবিহার জেলা তৃণমূল সভাপতি বিনয়কৃষ্ণ বর্মণ জানান, রাসমেলার উদ্বোধন দু'দিন পিছিয়ে দেওয়া হয়েছে ঠিকই । তবে, রাস উৎসবের সূচনায় কোনও পরিবর্তন আসছে না । নিয়ম মেনে 11 নভেম্বর রাস পূর্ণিমাতেই মদনমোহন বাড়িতে উৎসবের সূচনা হবে । উৎসবের সূচনা করবেন কোচবিহার দেবোত্তর ট্রাস্ট বোর্ডের সভাপতি তথা জেলাশাসক পবন কাদিয়ান ।

Intro:কোচবিহার ঃ রাস উৎসব যথা সময়ে শুরু হলেও মুখ্যমন্ত্রী আসার কারনে কোচবিহার রাসমেলার উদ্বোধন দুদিন পিছিয়ে গেল। ১৩ নভেম্বর বুধবার ওই মেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দুপুরে এনিয়ে কোচবিহার এর জেলাশাসক ও পুলিশ সুপারের সাথে দেখা করে বিস্তারিত আলোচনা করলেন জেলা তৃনমুল নেতৃত্ব। কোচবিহার জেলা তৃনমুল এর সভাপতি বিনয় কৃষ্ণ বর্মন বলেন, তিথি নির্ঘন্ট মেনে ১১ নভেম্বর রাস পূর্নিমার পুন্য তিথিতে মদনমোহন বাড়িতে শতবর্ষ প্রাচীন রাস উতসবের সূচনা করবেন কোচবিহার দেবত্র ত্রাস্ট বোর্ড এর সভাপতি তথা জেলাশাসক পবন কাদিয়ান। তবে যেহেতু এবারই প্রথম কোনো মুখ্যমন্ত্রী রাস উতসবের সময় কোচবিহারে আসবেন। তাই মুখ্যমন্ত্রীকে দিয়েই রাস মেলার উদ্বোধন করানো হবে।।।।# Body:wb_crb_02_cm in rash_vis_7205341Conclusion:wb_crb_02_cm in rash_vis_7205341
Last Updated : Nov 4, 2019, 9:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.