কোচবিহার, 7 জুন : টানা দু'মাসের লকডাউনের পর আগামীকাল থেকে কোচবিহারে শুরু হচ্ছে বেসরকারি বাস পরিষেবা । PPE কিটসহ বাস কর্মীদের বিভিন্ন দাবি-দাওয়া প্রশাসন খতিয়ে দেখার আশ্বাস দেয় । এরপর বাস মালিকরা সিদ্ধান্ত নেন সোমবার থেকে বাস চলবে ।
কোচবিহারে ৩০০-র বেশি বাস ও মিনিবাস রয়েছে । রাজ্য সরকারের সঙ্গে আলোচনায় বসে রাজ্যের বাস মালিক সংগঠন । এরপর গত বৃহস্পতিবার থেকে কলকাতাসহ অন্যান্য জেলায় বেসরকারি বাস রাস্তায় নামে । কোচবিহার জেলার বাস মালিকরা রাজি হলেও নিরাপত্তার কারণে কর্মীরা মত দেননি । বাসকর্মীদের বক্তব্য, গাড়িতে বিভিন্ন জায়গার যাত্রী উঠবেন । সেখান থেকে যদি কোনও বাসকর্মী সংক্রমিত হন তার দায়ভার কে নেবে । তাই ১০ লাখ টাকার বিমা ও পর্যাপ্ত PPE কিট না মিললে বাস নামানো হবে না বলে তাঁঁরা জানান ।
বাসকর্মীদের এই দাবি পরিবহন দপ্তরে জানানো হলে, PPE কিট দেওয়ার আশ্বাস মিলেছে । পাশাপাশি ইনসুরেন্সের বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে প্রশাসন । কোচবিহার জেলা মিনিবাস মালিক সমিতির সম্পাদক অনুপ অধিকারী বলেন, “বাস কর্মীদের বক্তব্য রাজ্য সরকারকে জানানো হয়েছিল । কিছুটা আশ্বাস মিলেছে । তাই আগামীকাল থেকে রাস্তায় বেসরকারি বাস নামবে । আশা করছি ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হবে ।”