তুফানগঞ্জ, 25 অগস্ট: বন্ধুদের সঙ্গে বাইক নিয়ে ঘুরতে গিয়ে অকালে ঝড়ে গেল একটি প্রাণ ৷ দুর্ঘটনায় মৃত্যু হল কোচবিহারের যুবকের (Youth Died in Bike Accident in Ladakh) ৷ মৃতের নাম অরিন্দম দাস (20) ৷ তিনি স্থানীয় তুফানগঞ্জের নিউটাউন এলাকার বাসিন্দা ৷
জানা গিয়েছে, গত 14 অগস্ট তুফানগঞ্জ শহরের আট যুবক নিউ কোচবিহার থেকে তিনটি বাইক নিয়ে দিল্লির উদ্দেশে রওনা দেন। গন্তব্য ছিল লাদাখ ৷ এরপর দিল্লি পৌঁছে আরও একটি বাইক ভাড়া নিয়ে চারটি বাইকে লাদাখের উদ্দেশে রওনা দেন তাঁরা । সোমবার সকাল সাড়ে দশটা নাগাদ ইন্দো-চিন সীমান্তের উমলিং লা পাসে দুর্ঘটনার কবলে পড়ে অরিন্দম দাসের বাইকটি। সেসময়ে তাঁর বাইকে ছিলেন সৌরভ মণ্ডল নামে আরেক যুবক।
অরিন্দম পিছিয়ে পড়ায়, বন্ধুরা খোঁজ করতে নীচে নেমে পথ দুর্ঘটনার খবর পান। গুরুতর জখম অবস্থায় অরিন্দমকে চিকিৎসার জন্য একটি বিএসএফ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে লে হাসপাতালে নিয়ে যাওয়া হলে শেষরক্ষা হয়নি। সেখানে চিকিৎসক পরীক্ষা করে তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন: অনন্তনাগে নদীতে বাস উলটে মৃত 8 জওয়ান
বুধবার অরিন্দমের মরদেহ সড়কপথে তুফানগঞ্জে এসে পৌঁছোয় । ঘটনার জেরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শোকস্তব্ধ অরিন্দমের পরিবারের সদস্যরা ৷