কোচবিহার, 30 মার্চ: অনলাইনে গেম খেলে ঋণে জর্জরিত । সেই টাকা তুলতে নিজেই নিজেকে অপহরণের গল্প ফাঁদল এক যুবক (Cooch behar false kidnap case)। গোপন আস্তানা থেকে লুকিয়ে বাড়িতে ফোন করে সে জানাত যে তাঁকে অপহরণ করা হয়েছে এবং অপহরণকারীরা টাকা চাইছে । যদিও শেষ রক্ষা হয়নি । মঙ্গলবার তাঁর ফোন ট্র্যাক করে কোচবিহার শহরের বাসস্ট্যান্ড থেকে ওই যুবককে আটক করে পুলিশ । পুলিশ জানিয়েছে, ওই যুবকের মানসিক অবস্থা স্বাভাবিক নয় । এ দিন ওই যুবককে পরিবারের হাতে তুলে দিয়েছে পুলিশ (Cooch behar youth claims to be kidnapped)।
কোতোয়ালি থানার (Cooch behar news) মাঘপালা গ্রামের বস্ত্র ব্যবসায়ী নারায়ণ ভৌমিকের একমাত্র ছেলে বেশ কিছুদিন ধরেই অনলাইনে জুয়া খেলত এবং সে কারণেই বাজারে বেশ কিছু ধারদেনা হয়ে গিয়েছিল । সেই টাকা শোধ করার জন্য অন্যান্য জুয়াড়িরা তাঁকে চাপ দিচ্ছিল । এরপর তিনি গত 25 মার্চ বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান । রাতেই তাঁর বাবা কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেন । ওইদিন রাতে প্রথমবার তাঁর বাবার কাছে ফোন আসে এবং সেই যুবক তাঁর বাবাকে ফোন করে জানান যে, তাঁকে অপহরণ করা হয়েছে ৷ মুক্তিপণ হিসেবে অপহরণকারীদের টাকা দিতে হবে ৷ এ জন্য তাঁর অ্যাকাউন্টে কুড়ি হাজার টাকা পাঠাতে বলেন তিনি । এ ভাবেই একাধিকবার ফোন করা হয় ।
ছেলের কথা মতো তাঁর অ্যাকাউন্টে কুড়ি হাজার টাকাও পাঠান বাবা । এরপরই পুলিশের সন্দেহ হওয়ায় ওই যুবকের মোবাইল ফোন ট্র্যাক করা শুরু হয় । কিন্তু যেহেতু ছেলেটি কোচবিহারে কোনও হোটেল না পাওয়ায় শিলিগুড়িতে থাকতেন এবং কোচবিহার ও শিলিগুড়ি মধ্যে যাতায়াত করতেন, তাই তাঁর ফোনটি ঠিকমতো ট্র্যাক করতে পারছিল না পুলিশ । এরপর মঙ্গলবার সেই ফোন ট্র্যাক করে তাঁকে হাতেনাতে ধরে ফেলে পুলিশ । ওই যুবকের বাবা নারায়ণ ভৌমিক বলেন, "ছেলে এমনটা করবে ভাবতে পারিনি ।"
আরও পড়ুন: Sexual Harassment of Child : বৃদ্ধের যৌন লালসার শিকার শিশু, অভিযুক্ত গ্রেফতার