ETV Bharat / state

Paresh Adhikari : পরেশ অধিকারী ইস্যুতে ক্ষোভ উগরে দিল কোচবিহারের তৃণমূলের শীর্ষ নেতৃত্ব - Cooch Behar TMC leaders slams Paresh Adhikari after HC order

মেখলিগঞ্জ-সহ জেলার সাধারণ কর্মীদের মধ্যে উঠতে শুরু করেছে প্রশ্ন ৷ প্রশ্ন তুলছেন দলের নিচু স্তরের কর্মীরাই ৷ তাঁরা ভয়ে মুখ খুলতে না চাইলেও বেশ কিছু প্রথম সারির নেতা সামাজিক মাধ্যমে পোস্ট করে ক্ষোভ উগড়ে দিয়েছেন (Cooch Behar TMC leaders slams Paresh Adhikari after HC order) ৷

Paresh Adhikari News
পরেশ অধিকারী ইস্যুতে ক্ষোভ উগড়ে দিল কোচবিহারের তৃণমূলের শীর্ষ নেতৃত্ব
author img

By

Published : May 18, 2022, 2:02 PM IST

Updated : May 18, 2022, 3:26 PM IST

কোচবিহার, 18 মে: ফরওয়ার্ড ব্লক ছেড়ে তৃণমূলে যোগ দিয়েই মেয়ের চাকরির বন্দোবস্ত করে দেওয়া ৷ তাও আবার রাতারাতি তালিকা পরিবর্তন করে ৷ এমনই অভিযোগে মেখলিগঞ্জের বিধায়ক পরেশ অধিকারীর বিরুদ্ধে হাইকোর্টে দায়ের হয়েছিল মামলা । যিনি রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রীও বটে ৷ মঙ্গলবার মামলার শুনানিতে মন্ত্রী পরেশ অধিকারীকে এসএসসি দুর্নীতি মামলার পক্ষ করার নির্দেশ দিয়েছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ ৷ মঙ্গলবার রাতেই সিবিআই দফতরে হাজির হতে বলা হয়েছিল মন্ত্রীকে ৷

যদিও মন্ত্রী পরেশ অধিকারীর গতকাল এ বিষয়ে কিছু জানাতে চাননি ৷ তবে হাজিরা দিতে মঙ্গলবার রাতে পদাতিক এক্সপ্রেসে উঠেওছিলেন রাজ্যের মন্ত্রী ৷ বুধবার সকালে শিয়ালদহ স্টেশনে নামার কথা থাকলেও নামেননি পরেশ অধিকারী, যা নিয়ে চাঞ্চল্য ৷ আর হাইকোর্টে নির্দেশের পর কোচবিহার জেলা তৃণমূলে জোরালো হয়েছে অস্বস্তি ৷ মেখলিগঞ্জ-সহ জেলার সাধারণ কর্মীদের মধ্যে উঠতে শুরু করেছে প্রশ্ন ৷ প্রশ্ন তুলছেন দলের নিচু স্তরের কর্মীরাই ৷ তারা ভয়ে মুখ খুলতে না চাইলেও বেশ কিছু প্রথম সারির নেতা সামাজিক মাধ্যমে পোস্ট করে ক্ষোভ উগরে দিয়েছেন (Cooch Behar TMC leaders slams Paresh Adhikari after HC order) ৷

আরও পড়ুন : হাইকোর্টের নির্দেশ সম্পর্কে তিনি কিছুই জানেন না, দাবি পরেশ অধিকারীর

এদিকে হাইকোর্টের নির্দেশকে স্বাগত জানিয়ে মন্ত্রীর উপযুক্ত শাস্তির দাবিতে মঙ্গলবার রাতে মেখলিগঞ্জ শহরে মিছিল করেন বিজেপি নেতৃত্ব ৷ জলপাইগুড়ি জেলা বিজেপি সাধারণ সম্পাদক দধিরাম রায় অবিলম্বে পরেশ অধিকারী এবং তাঁর মেয়ের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন ৷

কোচবিহার, 18 মে: ফরওয়ার্ড ব্লক ছেড়ে তৃণমূলে যোগ দিয়েই মেয়ের চাকরির বন্দোবস্ত করে দেওয়া ৷ তাও আবার রাতারাতি তালিকা পরিবর্তন করে ৷ এমনই অভিযোগে মেখলিগঞ্জের বিধায়ক পরেশ অধিকারীর বিরুদ্ধে হাইকোর্টে দায়ের হয়েছিল মামলা । যিনি রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রীও বটে ৷ মঙ্গলবার মামলার শুনানিতে মন্ত্রী পরেশ অধিকারীকে এসএসসি দুর্নীতি মামলার পক্ষ করার নির্দেশ দিয়েছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ ৷ মঙ্গলবার রাতেই সিবিআই দফতরে হাজির হতে বলা হয়েছিল মন্ত্রীকে ৷

যদিও মন্ত্রী পরেশ অধিকারীর গতকাল এ বিষয়ে কিছু জানাতে চাননি ৷ তবে হাজিরা দিতে মঙ্গলবার রাতে পদাতিক এক্সপ্রেসে উঠেওছিলেন রাজ্যের মন্ত্রী ৷ বুধবার সকালে শিয়ালদহ স্টেশনে নামার কথা থাকলেও নামেননি পরেশ অধিকারী, যা নিয়ে চাঞ্চল্য ৷ আর হাইকোর্টে নির্দেশের পর কোচবিহার জেলা তৃণমূলে জোরালো হয়েছে অস্বস্তি ৷ মেখলিগঞ্জ-সহ জেলার সাধারণ কর্মীদের মধ্যে উঠতে শুরু করেছে প্রশ্ন ৷ প্রশ্ন তুলছেন দলের নিচু স্তরের কর্মীরাই ৷ তারা ভয়ে মুখ খুলতে না চাইলেও বেশ কিছু প্রথম সারির নেতা সামাজিক মাধ্যমে পোস্ট করে ক্ষোভ উগরে দিয়েছেন (Cooch Behar TMC leaders slams Paresh Adhikari after HC order) ৷

আরও পড়ুন : হাইকোর্টের নির্দেশ সম্পর্কে তিনি কিছুই জানেন না, দাবি পরেশ অধিকারীর

এদিকে হাইকোর্টের নির্দেশকে স্বাগত জানিয়ে মন্ত্রীর উপযুক্ত শাস্তির দাবিতে মঙ্গলবার রাতে মেখলিগঞ্জ শহরে মিছিল করেন বিজেপি নেতৃত্ব ৷ জলপাইগুড়ি জেলা বিজেপি সাধারণ সম্পাদক দধিরাম রায় অবিলম্বে পরেশ অধিকারী এবং তাঁর মেয়ের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন ৷

Last Updated : May 18, 2022, 3:26 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.