ETV Bharat / state

10 Cr For Primary School Renovation : প্রাথমিক স্কুল সংস্কারের জন্য 10 কোটি টাকা পেল কোচবিহার - 10 Cr For Primary School Renovation

জেলার প্রাথমিক স্কুল সংস্কারের জন্য 10 কোটি টাকা এল কোচবিহারে (Cooch Behar received Rs 10 crore for primary school renovation) ৷ কোচবিহার জেলায় 1857টি প্রাইমারি স্কুল রয়েছে । খুব শীঘ্রই শুরু হবে জেলার প্রাথমিক স্কুলগুলোর সংস্কারের কাজ ৷

Primary School
Primary School
author img

By

Published : Apr 10, 2022, 3:30 PM IST

কোচবিহার, 10 এপ্রিল : কোভিডের কারণে গত দু'বছর পঠন-পাঠন বন্ধ ছিল । ফলে জেলার প্রাথমিক স্কুলগুলোর অবস্থা বেহাল হয়ে উঠেছে । কোথাও শৌচালয় ব্যবহারের অযোগ্য, কোথাও স্কুল ঘরের টিনের চাল উড়ে গিয়েছে । কোথাও আবার বেঞ্চ ভাঙ্গা অবস্থায় পড়ে রয়েছে । এই পরিস্থিতিতে জেলার প্রাথমিক বিদ্যালয়গুলো সংস্কারের জন্য 10 কোটি 76 লক্ষ টাকা পাঠাল রাজ্য শিক্ষা দফতর (Cooch Behar received Rs 10 crore for primary school renovation) । এই টাকায় জেলার প্রাথমিক স্কুলগুলো সংস্কার করা হবে বলে জানা যাচ্ছে । কোচবিহার জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান হিতেন বর্মন এ বিষয়ে বলেন, "খুব শীঘ্রই জেলার প্রাথমিক স্কুলগুলোর সংস্কারের কাজ শুরু করা হবে।"

সংসদ সূত্রে জানা গিয়েছে, কোচবিহার জেলায় 1857টি প্রাইমারি স্কুল রয়েছে । কোভিডের কারণে গত দু'বছর ধরে স্কুলগুলো বন্ধ ছিল । তবে চলতি বছরে স্কুল খুলতেই বিদ্যালয়গুলিতে আগের তুলনায় ছাত্র-ছাত্রীদের উপস্থিতি অনেকটাই বেড়েছে । কিন্তু স্কুল চালাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে শিক্ষকদের । কোনও স্কুলের ক্লাস ঘরের চাল উড়ে গিয়েছে । কোন স্কুলে শৌচালায় ভেঙ্গে গিয়েছে । কোন স্কুলের আবার আসবাবপত্র নষ্ট হয়ে গিয়েছে । কোথাও আবার পানীয় জলের ট্যাপ ভেঙ্গে গিয়েছে ।

গত কয়েক মাস ধরে এসব ক্ষয়ক্ষতির হিসাব করে শিক্ষা দফতরে পাঠানো হয়েছিল । সেই মোতাবেকই 10 কোটি টাকা জেলায় এসেছে । খুব শীঘ্রই ব্লক ও পৌরসভাস্তরে টেন্ডার করে সংস্কারের কাজ শুরু করা হবে বলে প্রাথমিক বিদ্যালয় সংসদ সূত্রে জানা গিয়েছে । পাশাপাশি জেলার বেশ কিছু স্কুলে প্রাথমিক শিক্ষক পদ ফাঁকা রয়েছে ৷ সেগুলো শিক্ষা দফতরের থেকে অনুমোদন করিয়ে যাতে দ্রুত পূরণ করা যায় সে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে খবর ।

আরও পড়ুন: BJP Reshuffle in Cooch Behar : কোচবিহারে সংগঠন চাঙ্গা করতে বিজেপিতে রদবদল

কোচবিহার, 10 এপ্রিল : কোভিডের কারণে গত দু'বছর পঠন-পাঠন বন্ধ ছিল । ফলে জেলার প্রাথমিক স্কুলগুলোর অবস্থা বেহাল হয়ে উঠেছে । কোথাও শৌচালয় ব্যবহারের অযোগ্য, কোথাও স্কুল ঘরের টিনের চাল উড়ে গিয়েছে । কোথাও আবার বেঞ্চ ভাঙ্গা অবস্থায় পড়ে রয়েছে । এই পরিস্থিতিতে জেলার প্রাথমিক বিদ্যালয়গুলো সংস্কারের জন্য 10 কোটি 76 লক্ষ টাকা পাঠাল রাজ্য শিক্ষা দফতর (Cooch Behar received Rs 10 crore for primary school renovation) । এই টাকায় জেলার প্রাথমিক স্কুলগুলো সংস্কার করা হবে বলে জানা যাচ্ছে । কোচবিহার জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান হিতেন বর্মন এ বিষয়ে বলেন, "খুব শীঘ্রই জেলার প্রাথমিক স্কুলগুলোর সংস্কারের কাজ শুরু করা হবে।"

সংসদ সূত্রে জানা গিয়েছে, কোচবিহার জেলায় 1857টি প্রাইমারি স্কুল রয়েছে । কোভিডের কারণে গত দু'বছর ধরে স্কুলগুলো বন্ধ ছিল । তবে চলতি বছরে স্কুল খুলতেই বিদ্যালয়গুলিতে আগের তুলনায় ছাত্র-ছাত্রীদের উপস্থিতি অনেকটাই বেড়েছে । কিন্তু স্কুল চালাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে শিক্ষকদের । কোনও স্কুলের ক্লাস ঘরের চাল উড়ে গিয়েছে । কোন স্কুলে শৌচালায় ভেঙ্গে গিয়েছে । কোন স্কুলের আবার আসবাবপত্র নষ্ট হয়ে গিয়েছে । কোথাও আবার পানীয় জলের ট্যাপ ভেঙ্গে গিয়েছে ।

গত কয়েক মাস ধরে এসব ক্ষয়ক্ষতির হিসাব করে শিক্ষা দফতরে পাঠানো হয়েছিল । সেই মোতাবেকই 10 কোটি টাকা জেলায় এসেছে । খুব শীঘ্রই ব্লক ও পৌরসভাস্তরে টেন্ডার করে সংস্কারের কাজ শুরু করা হবে বলে প্রাথমিক বিদ্যালয় সংসদ সূত্রে জানা গিয়েছে । পাশাপাশি জেলার বেশ কিছু স্কুলে প্রাথমিক শিক্ষক পদ ফাঁকা রয়েছে ৷ সেগুলো শিক্ষা দফতরের থেকে অনুমোদন করিয়ে যাতে দ্রুত পূরণ করা যায় সে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে খবর ।

আরও পড়ুন: BJP Reshuffle in Cooch Behar : কোচবিহারে সংগঠন চাঙ্গা করতে বিজেপিতে রদবদল

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.