কোচবিহার, 11 মার্চ : পৌরসভা নির্বাচনের আগে ঘর পেতে চলেছেন কোচবিহার শহরের বাসিন্দারা। হাউস ফর অল প্রকল্পে 638 টি ঘর দিচ্ছেন কোচবিহার পৌরসভা ৷ ইতিমধ্যেই বাসিন্দাদের ঘর দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। জমির কাগজ সংক্রান্ত কিছু নথিপত্র সমস্যা থাকলেও সে সব সমস্যা কাটিয়ে দ্রুততার সঙ্গে যাতে বাসিন্দারা ঘরের কাজ শুরু করতে পারে সে বিষয়ে উদ্যোগী হচ্ছে পৌরসভা।
কোচবিহার পৌরসভার চেয়ারম্যান ভূষণ সিং বলেন, ‘‘পৌর এলাকার বাসিন্দাদের 638টি ঘর দেওয়া হচ্ছে পৌরসভার নির্বাচনের আগেই তারা সেই ঘরের কাজ শুরু করতে পারবেন। ’’ পৌরসভা সূত্রে জানা গিয়েছে, হাউস ফর অল প্রকল্পের অধীনে বাড়ি পেতে গেলে নিজের নামে জমি থাকতে হবে। পূর্বপুরুষের নামে জমি থাকলে সেই জমির কাগজ নামজারি করে উপভোক্তাদের নামে করতে হবে । ইতিমধ্যেই রাজ্যের অন্যান্য পৌরসভার সঙ্গে কোচবিহার পৌরসভাতেও ঘর দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। কিন্তু জমির কাগজপত্র সংক্রান্ত কিছু সমস্যা থাকার কারণে এই পৌরসভার কাজে ঢিলেমি হচ্ছে ৷ দ্রুততার সঙ্গে সেটা কাটিয়ে যাতে বাসিন্দাদের ঘরের কাজগুলি শুরু করা যায় সে বিষয়ে উদ্যোগ হচ্ছেন পৌরসভা। জানা গিয়েছে এই প্রকল্পে উপভোক্তা 25 হাজার টাকা দিবেন। পরবর্তীতে ঘর তৈরির জন্য 3 লাখ 67 হাজার টাকা পাবেন। সেই টাকায় ছাদ ঢালাই করা পাকা বাড়ি হবে।
যদিও গোটা বিষয়টি নিয়ে কটাক্ষ করেছে বিরোধীরা । কোচবিহার পৌরসভার CPI(M)-র বিরোধী দলনেতা মহানন্দ সাহা বলেন, ‘‘এতদিন ঘর তৈরির কথা মনে পড়েনি চেয়ারম্যানের । সামনে পৌরনির্বাচন । সেজন্যই দ্রুততার সঙ্গে এই ঘরের কাজ শুরু করতে চাইছে পৌর কর্তৃপক্ষ। ’’