ETV Bharat / state

কাটমানি ফেরতের দাবিকে কেন্দ্র করে সংঘর্ষ, জখম 4 - conflict

কাটমানি ফেরতের দাবিতে বিক্ষোভকারী গ্রামবাসীদের সঙ্গে গ্রাম পঞ্চায়েত প্রধানের অনুগামীদের সংঘর্ষ বাধে । ঘটনায় জখম 4 ।

জখম 4
author img

By

Published : Jul 4, 2019, 8:58 AM IST

Updated : Jul 4, 2019, 6:51 PM IST

কোচবিহার, 3 জুলাই : কাটমানি ফেরতের দাবিতে পঞ্চায়েত প্রধানের বাড়িতে বিক্ষোভ দেখাতে গেলে গ্রামবাসীদের সঙ্গে সংঘর্ষ বাধে প্রধানের অনুগামীদের । হাতাহাতির পাশাপাশি গুলি চালানো হয় বলে অভিযোগ । কোচবিহারের মাথাভাঙা-1 ব্লকের হাজরা হাটের ঘটনা । ঘটনায় জখম হয়েছেন 4 জন ।

দেখুন ভিডিয়ো...

কাটমানি ইশুতে রাজ্যজুড়ে চলছে বিক্ষোভ । আজ কাটমানি ফেরতের দাবিতে মাথাভাঙা-1 ব্লকের হাজরা হাট-1 গ্রাম পঞ্চায়েত প্রধান রুম্পা বর্মণের বাড়িতে বিক্ষোভ দেখাতে যায় গ্রামবাসীদের একাংশ । সেখানে প্রধানের অনুগামীদের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে । ঘটনায় জখম হন 4 বিক্ষোভকারী । খবর পেয়ে ঘটনাস্থানে যায় মাথাভাঙা থানার পুলিশ ।

বিক্ষোভকারীদের অভিযোগ, রুম্পা বর্মণের লোকজন তাদের উপর হামলা করে ধারালো অস্ত্র নিয়ে । গুলিও চালানো হয় । পালটা রুম্পা বর্মণ অভিযোগ করেন বিক্ষোভকারীরাই গুলি চালিয়েছে । ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে । পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ।

কোচবিহার, 3 জুলাই : কাটমানি ফেরতের দাবিতে পঞ্চায়েত প্রধানের বাড়িতে বিক্ষোভ দেখাতে গেলে গ্রামবাসীদের সঙ্গে সংঘর্ষ বাধে প্রধানের অনুগামীদের । হাতাহাতির পাশাপাশি গুলি চালানো হয় বলে অভিযোগ । কোচবিহারের মাথাভাঙা-1 ব্লকের হাজরা হাটের ঘটনা । ঘটনায় জখম হয়েছেন 4 জন ।

দেখুন ভিডিয়ো...

কাটমানি ইশুতে রাজ্যজুড়ে চলছে বিক্ষোভ । আজ কাটমানি ফেরতের দাবিতে মাথাভাঙা-1 ব্লকের হাজরা হাট-1 গ্রাম পঞ্চায়েত প্রধান রুম্পা বর্মণের বাড়িতে বিক্ষোভ দেখাতে যায় গ্রামবাসীদের একাংশ । সেখানে প্রধানের অনুগামীদের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে । ঘটনায় জখম হন 4 বিক্ষোভকারী । খবর পেয়ে ঘটনাস্থানে যায় মাথাভাঙা থানার পুলিশ ।

বিক্ষোভকারীদের অভিযোগ, রুম্পা বর্মণের লোকজন তাদের উপর হামলা করে ধারালো অস্ত্র নিয়ে । গুলিও চালানো হয় । পালটা রুম্পা বর্মণ অভিযোগ করেন বিক্ষোভকারীরাই গুলি চালিয়েছে । ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে । পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ।

Intro:কোচবিহারঃঃ গ্রাম পঞ্চায়েত প্রধানের বাড়িতে কাটমানি ফেরত চাইতে গেলে প্রধানের অনুগামীদের সঙ্গে বাসিন্দাদের বিক্ষোভ-উত্তেজনা ছড়ালো মাথাভাঙ্গার হাজিরা হাটে। দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বেধে যায়। এমনকি গুলিও চালানো হয় বলে অভিযোগ। ঘটনায় চারজন জখম হয়েছে। খবর পেয়ে মাথাভাঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।Body:জানা গিয়েছে, কাটমানি ফেরতের ঘটনা কে কেন্দ্র করে রাজ্যের অন্যান্য এলাকার সাথে উত্তেজনা ছড়িয়েছে কোচবিহারে। ইতিমধ্যেই এই ঘটনায় নাম জড়িয়েছে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ থেকে কোচবিহার জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারপার্সনের নামও। আজ মাথাভাঙ্গা ১ ব্লকের হাজরা হাট ১ গ্রাম পঞ্চায়েতের প্রধান রুম্পা বর্মন এর বাড়িতে কাট মানি নেওয়ার অভিযোগ বেশ কিছু গ্রামবাসী তার বাড়িতে বিক্ষোভ দেখতে গেলে সংঘর্ষ বাঁধে।এই ঘটনায় ৪ জন আন্দোলন কারি আহত বিক্ষোভ কারিরা জানান তারা প্রধানের বিরুদ্ধে কাট মনি নেওয়ার অভিযোগে বিক্ষোভ দেখতে যায় অভিযোগ সেই সময় রুম্পা বর্মন এর লোকজন তাদের উপর হামলা করে,ধারালো অস্ত্র নিয়ে,গুলি চালানোর ও অভিযোগ রুম্পা বর্মন এর লোকজলের বিরুদ্ধে।অপরদিকে প্রধান রুম্পা বর্মন জানান তারাই গুলি চালিয়েছে।তবে এই নিয়ে এলাকায় উত্তেজনা রয়েছে।Conclusion:WB-CRB-8001-03JULY-MATHABHANGA INCIDENT-ACRIPT-SHUBHANKOR
Last Updated : Jul 4, 2019, 6:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.