কোচবিহার, 3 জুলাই : কাটমানি ফেরতের দাবিতে পঞ্চায়েত প্রধানের বাড়িতে বিক্ষোভ দেখাতে গেলে গ্রামবাসীদের সঙ্গে সংঘর্ষ বাধে প্রধানের অনুগামীদের । হাতাহাতির পাশাপাশি গুলি চালানো হয় বলে অভিযোগ । কোচবিহারের মাথাভাঙা-1 ব্লকের হাজরা হাটের ঘটনা । ঘটনায় জখম হয়েছেন 4 জন ।
কাটমানি ইশুতে রাজ্যজুড়ে চলছে বিক্ষোভ । আজ কাটমানি ফেরতের দাবিতে মাথাভাঙা-1 ব্লকের হাজরা হাট-1 গ্রাম পঞ্চায়েত প্রধান রুম্পা বর্মণের বাড়িতে বিক্ষোভ দেখাতে যায় গ্রামবাসীদের একাংশ । সেখানে প্রধানের অনুগামীদের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে । ঘটনায় জখম হন 4 বিক্ষোভকারী । খবর পেয়ে ঘটনাস্থানে যায় মাথাভাঙা থানার পুলিশ ।
বিক্ষোভকারীদের অভিযোগ, রুম্পা বর্মণের লোকজন তাদের উপর হামলা করে ধারালো অস্ত্র নিয়ে । গুলিও চালানো হয় । পালটা রুম্পা বর্মণ অভিযোগ করেন বিক্ষোভকারীরাই গুলি চালিয়েছে । ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে । পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ।