জলপাইগুড়ি, 7 জুন : আলিপুরদুয়ারে মুখ্যমন্ত্রীর সভায় গিয়ে অসুস্থ হয়ে পড়ল পঞ্চম শ্রেণির এক ছাত্রী ৷ আর তার সুশ্রুষা করলেন খোদ মুখ্যমন্ত্রী ৷ মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখবে বলে আলিপুরদুয়ারের প্যারেড গ্রাউন্ডের সভায় মায়ের সঙ্গে এসেছিল মুস্কান পারভিন ৷ কিন্তু, প্রচণ্ড গরমে রোদের মধ্যে জ্ঞান হারায় সে ৷ এর পর মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীরাই তাঁকে মঞ্চের এক পাশে নিয়ে আসে ৷
বাচ্চা মেয়েটি অসুস্থ হয়ে পড়ায় মুখ্যমন্ত্রী সেখানেই সভা শেষ করে দেন (Minister Mamata Banerjee Took Care of A Sick Girl) ৷ এর পর নিজেই মুস্কান পারভিনের চিকিৎসার বিষয়টি দেখভাল করেন ৷ জলপাইগুড়ির বিধায়ক তথা চিকিৎসক পিকে বর্মা মুস্কানের স্বাস্থ্য পরীক্ষা করেন ৷ মুখ্যমন্ত্রী নিজে জলের বোতল এগিয়ে দেন ৷ মুস্কান পারভিন কিছুটা সুস্থ হতে, তার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে কথা বলতে শোনা যায় ৷ তার মাথা হাত বুলিয়ে আদর করেন মমতাময়ী মমতা ৷
আরও পড়ুন : Paresh Adhikary : পরেশ অধিকারীর সঙ্গে দূরত্ব বাড়ছে তৃণমূলের ? মুখ্যমন্ত্রীর সভায় ডাক না পাওয়ায় উঠছে প্রশ্ন
মুখ্যমন্ত্রীর এই ব্যবহারে আপ্লুত মুস্কান পারভিনের মা আরফিনা বিবি ৷ অভিভূত আরফিন বিবি জানিয়েছেন, মেয়ের জেদেই বীরপাড়া থেকে মুখ্যমন্ত্রীকে দেখতে এসেছিলেন তাঁরা ৷ মুখ্য়মন্ত্রী নিজে উদ্বগে তাঁর মেয়ের চিকিৎসার ব্যবস্থা করায়, খুশি তিনি ৷ জানালেন, মুস্কানকে ডাক্তার দেখানোর পরামর্শ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷