ETV Bharat / state

জমি বিবাদের জের, দুই পরিবারের মধ্যে সংঘর্ষ মেখলিঞ্জে

author img

By

Published : Jul 28, 2020, 6:38 AM IST

জমি নিয়ে বিবাদের জেরে সংঘর্ষ । দুই পরিবার একে অপরের বিরুদ্ধে মেখলিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছে ৷

on land issue class between two family
জমি বিবাদ

কোচবিহার, 28 জুলাই: জমি সংক্রান্ত বিবাদে দুই পরিবারের মধ্যে সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল কোচবিহারের মেখলিগঞ্জ ব্লকের 165 উচলপুকুরির হরিরবাড়ি এলাকায় ৷ ঘটনায় এক ব্যক্তিকে গাছে বেঁধে মারধরের অভিযোগ উঠেছে ৷ ওই ব্যক্তির স্ত্রী ও মাকেও মারধর করা হয় বলে অভিযোগ ৷ অপর পক্ষের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে ৷ খবর পেয়ে ঘটনাস্থানে আসে মেখলিগঞ্জ থানার পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন ৷ উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছে ৷

হরিরবাড়ির বাসিন্দা জয়নাল আবেদিন ও তাঁর মা নিজেদের জমিতে চাষের কাজে গিয়েছিল । অভিযোগ, প্রতিবেশী আজদ্দিন মিঞা ও আরও কয়েকজন জয়নালকে গাছে বেঁধে মারধর করে ৷ অভিযুক্তরা জয়নালের মা ও স্ত্রীকেও মারধর করে বলে অভিযোগ ৷ সেই সময় প্রতিবেশীরা জয়নাল আবেদিন ও তাঁর পরিবারকে উদ্ধার করে ৷ 10 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে ৷ যদিও তাঁর পরিবারের বিরুদ্ধে ওঠা অগ্নিসংযোগের অভিযোগ অস্বীকার করেছেন জয়নাল ৷ বলেন, নিজেরাই নিজেদের বাড়িতে আগুন লাগিয়ে ফাঁসানোর চেষ্টা করেছে ৷

আজদ্দিন মিঞার অভিযোগ, তাঁদের জমিতে জয়নাল জোর করে চাষের কাজ শুরু করে ৷ বাধা দিলে মারধর করা হয় । এমনকী তাঁদের বাড়িতে আগুন লাগিয়ে দেয় জয়নাল ও তাঁর পরিবার ৷ পরে পরিবারের সদেস্যদের মারধরও করা হয় ৷

কোচবিহার, 28 জুলাই: জমি সংক্রান্ত বিবাদে দুই পরিবারের মধ্যে সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল কোচবিহারের মেখলিগঞ্জ ব্লকের 165 উচলপুকুরির হরিরবাড়ি এলাকায় ৷ ঘটনায় এক ব্যক্তিকে গাছে বেঁধে মারধরের অভিযোগ উঠেছে ৷ ওই ব্যক্তির স্ত্রী ও মাকেও মারধর করা হয় বলে অভিযোগ ৷ অপর পক্ষের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে ৷ খবর পেয়ে ঘটনাস্থানে আসে মেখলিগঞ্জ থানার পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন ৷ উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছে ৷

হরিরবাড়ির বাসিন্দা জয়নাল আবেদিন ও তাঁর মা নিজেদের জমিতে চাষের কাজে গিয়েছিল । অভিযোগ, প্রতিবেশী আজদ্দিন মিঞা ও আরও কয়েকজন জয়নালকে গাছে বেঁধে মারধর করে ৷ অভিযুক্তরা জয়নালের মা ও স্ত্রীকেও মারধর করে বলে অভিযোগ ৷ সেই সময় প্রতিবেশীরা জয়নাল আবেদিন ও তাঁর পরিবারকে উদ্ধার করে ৷ 10 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে ৷ যদিও তাঁর পরিবারের বিরুদ্ধে ওঠা অগ্নিসংযোগের অভিযোগ অস্বীকার করেছেন জয়নাল ৷ বলেন, নিজেরাই নিজেদের বাড়িতে আগুন লাগিয়ে ফাঁসানোর চেষ্টা করেছে ৷

আজদ্দিন মিঞার অভিযোগ, তাঁদের জমিতে জয়নাল জোর করে চাষের কাজ শুরু করে ৷ বাধা দিলে মারধর করা হয় । এমনকী তাঁদের বাড়িতে আগুন লাগিয়ে দেয় জয়নাল ও তাঁর পরিবার ৷ পরে পরিবারের সদেস্যদের মারধরও করা হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.