ETV Bharat / state

কোচবিহারের চিলকিরহাটে তৃণমূল-BJP সংঘর্ষ

চিলকিরহাটে তৃণমূল-BJP সংঘর্ষ ৷ এই ঘটনায় জখম তিন তৃণমূল কর্মী ৷ তাঁরা কোচবিহার মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ৷

ভাঙচুর করা হয় তৃণমূলের কার্যালয়ে
author img

By

Published : Aug 26, 2019, 4:44 PM IST

কোচবিহার, 26 আগাস্ট: কোচবিহারের চিলকিরহাটে তৃণমূল-BJP সংঘর্ষে জখম হল তিনজন ৷ এই ঘটনায় দু'পক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ এনেছে ৷

আজ দুপুরে চিলরকিহাট বাজারে একটি মিছিল বের করে BJP৷ মিছিলটি তৃণমূল কার্যালয়ের সামনে আসতেই দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায় ৷ তৃণমূল নেতা খোকন মিঞা বলেন, "BJP-র মিছিল থেকে কয়েকজন আমাদের পার্টি অফিস ভাঙচুর করে ৷ দলীয় কর্মীদের মারধর করা হয় ৷ এই ঘটনায় তিন দলীয় কর্মী জখম হন ৷ তাঁরা কোচবিহার মেডিকেল কলেজ হাসপাতালে ভরতি ৷"

আরও পড়ুন : কোচবিহারে যুবমোর্চা ও পুলিশের ধস্তাধস্তি, আটক একাধিক

হাসপাতালে চিকিৎসাধীন এক তৃণমূল কর্মী বলেন, "চিলকিরহাট সমবায় ব্যাঙ্কে টাকা তুলতে গেছিলাম ৷ হঠাৎ BJP কর্মীরা লাঠি নিয়ে হামলা চালায় ৷ মারধরের জেরে বাঁ হাত ভেঙে গেছে ৷" যদিও BJP-র জেলা সহ সভাপতি ব্রজগোবিন্দ বর্মণ বলেন, "তৃণমূল কর্মীরাই আমাদের উপর হামলা করেছে ৷"

লোকসভা ভোটের পর থেকেই উত্তপ্ত রয়েছে জেলার একাধিক এলাকা ৷ প্রায়ই সংঘর্ষ বাঁধছে তৃণমূল ও BJP-র মধ্যে ৷ আর আজ দুই দলের কর্মীদের মধ্যে সংঘর্ষ বাধল চিলকিরহাটে ৷

কোচবিহার, 26 আগাস্ট: কোচবিহারের চিলকিরহাটে তৃণমূল-BJP সংঘর্ষে জখম হল তিনজন ৷ এই ঘটনায় দু'পক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ এনেছে ৷

আজ দুপুরে চিলরকিহাট বাজারে একটি মিছিল বের করে BJP৷ মিছিলটি তৃণমূল কার্যালয়ের সামনে আসতেই দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায় ৷ তৃণমূল নেতা খোকন মিঞা বলেন, "BJP-র মিছিল থেকে কয়েকজন আমাদের পার্টি অফিস ভাঙচুর করে ৷ দলীয় কর্মীদের মারধর করা হয় ৷ এই ঘটনায় তিন দলীয় কর্মী জখম হন ৷ তাঁরা কোচবিহার মেডিকেল কলেজ হাসপাতালে ভরতি ৷"

আরও পড়ুন : কোচবিহারে যুবমোর্চা ও পুলিশের ধস্তাধস্তি, আটক একাধিক

হাসপাতালে চিকিৎসাধীন এক তৃণমূল কর্মী বলেন, "চিলকিরহাট সমবায় ব্যাঙ্কে টাকা তুলতে গেছিলাম ৷ হঠাৎ BJP কর্মীরা লাঠি নিয়ে হামলা চালায় ৷ মারধরের জেরে বাঁ হাত ভেঙে গেছে ৷" যদিও BJP-র জেলা সহ সভাপতি ব্রজগোবিন্দ বর্মণ বলেন, "তৃণমূল কর্মীরাই আমাদের উপর হামলা করেছে ৷"

লোকসভা ভোটের পর থেকেই উত্তপ্ত রয়েছে জেলার একাধিক এলাকা ৷ প্রায়ই সংঘর্ষ বাঁধছে তৃণমূল ও BJP-র মধ্যে ৷ আর আজ দুই দলের কর্মীদের মধ্যে সংঘর্ষ বাধল চিলকিরহাটে ৷

Intro:wb_crb_02_tmc_bjp_clash_script_7205341Body:wb_crb_02_tmc_bjp_clash_script_7205341Conclusion:কোচবিহার ঃ তৃনমুল -বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল কোচবিহার এর চিলকিরহাট এলাকা। তৃণমূল পার্টি অফিস ভাঙচুরের পাশাপাশি ঘটনায় ৩ তৃণমূল কর্মী বর্তমানে কোচবিহার মেডিকেলে ভরতি। ঘটনায় তৃনমুল ও বিজেপি একে অপরের বিরুদ্ধে অভিযোগ পালটা অভিযোগ করেছে।

গত লোকসভা নির্বাচনের পর থেকেই উত্তপ্ত হয়ে রয়েছে কোচবিহার জেলার বিভিন্ন এলাকা। দফায় দফায় তৃনমুল ও বিজেপির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ইতিমধ্যে ১০০ র বেশি কর্মী জখম হয়েছে। এরই মধ্যে আজ দুপুরে চিলকিরহাট বাজারে মিছিল বের করে বিজেপি। এরপর স্থানীয় তৃনমুল কার্যালয়ের সামনে আসতেই দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। ভাঙচুর করা তৃণমূল কার্যালয়। এরপর আহতদের উদ্ধার করে কোচবিহার মেডিকেলে ভরতি করা হয়। তৃণমূল নেতা খোকন মিয়ার অভিযোগ বিজেপির মিছিল থেকে আমাদের পার্টি অফিস ভাঙচুর করা হয়। আমাদের কর্মীদের মারধোর করা হয়েছে। যদিও বিজেপির কোচবিহার জেলা সহ সভাপতি ব্রজগোবিন্দ বর্মন বলেন, তৃনমূলীরাই আমাদের ওপর হামলা করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে কোতয়ালি থানার পুলিশ।। # শুভঙ্কর সাহা।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.