কোচবিহার, 26 আগাস্ট: কোচবিহারের চিলকিরহাটে তৃণমূল-BJP সংঘর্ষে জখম হল তিনজন ৷ এই ঘটনায় দু'পক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ এনেছে ৷
আজ দুপুরে চিলরকিহাট বাজারে একটি মিছিল বের করে BJP৷ মিছিলটি তৃণমূল কার্যালয়ের সামনে আসতেই দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায় ৷ তৃণমূল নেতা খোকন মিঞা বলেন, "BJP-র মিছিল থেকে কয়েকজন আমাদের পার্টি অফিস ভাঙচুর করে ৷ দলীয় কর্মীদের মারধর করা হয় ৷ এই ঘটনায় তিন দলীয় কর্মী জখম হন ৷ তাঁরা কোচবিহার মেডিকেল কলেজ হাসপাতালে ভরতি ৷"
আরও পড়ুন : কোচবিহারে যুবমোর্চা ও পুলিশের ধস্তাধস্তি, আটক একাধিক
হাসপাতালে চিকিৎসাধীন এক তৃণমূল কর্মী বলেন, "চিলকিরহাট সমবায় ব্যাঙ্কে টাকা তুলতে গেছিলাম ৷ হঠাৎ BJP কর্মীরা লাঠি নিয়ে হামলা চালায় ৷ মারধরের জেরে বাঁ হাত ভেঙে গেছে ৷" যদিও BJP-র জেলা সহ সভাপতি ব্রজগোবিন্দ বর্মণ বলেন, "তৃণমূল কর্মীরাই আমাদের উপর হামলা করেছে ৷"
লোকসভা ভোটের পর থেকেই উত্তপ্ত রয়েছে জেলার একাধিক এলাকা ৷ প্রায়ই সংঘর্ষ বাঁধছে তৃণমূল ও BJP-র মধ্যে ৷ আর আজ দুই দলের কর্মীদের মধ্যে সংঘর্ষ বাধল চিলকিরহাটে ৷