ETV Bharat / state

দিনহাটায় তৃণমূল-BJP সংঘর্ষ, জখম ৩

ভোট এগিয়ে আসতেই কোচবিহারের একাধিক জায়গায় সংঘর্ষে জড়িয়ে পড়ছেন তৃণমূল ও BJP কর্মী-সমর্থকরা । এবার ঘটনাস্থান দিনহাটার ব্রাহ্মণীর চক এলাকা ।

tmc bjp clash
দিনহাটায় তৃণমূল-BJP সংঘর্ষ
author img

By

Published : Dec 1, 2020, 12:34 PM IST

Updated : Dec 1, 2020, 1:27 PM IST

দিনহাটা, 1 ডিসেম্বর : তৃণমূল-BJP সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল দিনহাটার ব্রাহ্মণীর চৌকি এলাকা । এই সংঘর্ষের ঘটনায় দু'পক্ষের তিনজন জখম হয়েছেন । বিপুল বর্মণ নামে এক BJP কর্মী গুরুতর জখম অবস্থায় দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ।

গতকাল রাতে ভেটাগুড়ি বাজার এলাকায় একটি মিছিল বের করে স্থানীয় BJP নেতৃত্ব । সেই মিছিল শেষে BJP কর্মীরা যখন বাড়ি ফিরছিলেন তখন ব্রাহ্মণীর চৌকি গ্রামে তৃণমূল কর্মীরা তাঁদের উপর হামলা চালায় বলে অভিযোগ । এরপর দু'পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয় । একে অপরের উপর লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় ।

BJP-র অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদের কর্মী-সমর্থকদের উপর হামলা চালায় । দলের কোচবিহার জেলা সম্পাদক সুদেব কর্মকার বলেন, মিছিল শেষে কর্মীরা ফেরার সময় তাঁদের উপর হামলা চালানো হয় ।

এদিকে তৃণমূল কর্মী তাপস বর্মণ বলেন, BJP কর্মীরা পরিকল্পিতভাবে ধারালো অস্ত্র নিয়ে তাঁদের উপর হামলা চালান ।

তৃণমূল কর্মী তাপস বর্মণের বক্তব্য

তৃণমূল নেতা উদয়ন গুহ বলেন, ব্রাহ্মণীর চৌকি গ্রামে দলের একটি বৈঠক চলছিল । তা শেষে দলীয় কর্মীরা যখন বাড়ি ফিরছিলেন তখন তাঁদের উপর হামলা চালান BJP কর্মী-সমর্থকরা ।

দিনহাটা, 1 ডিসেম্বর : তৃণমূল-BJP সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল দিনহাটার ব্রাহ্মণীর চৌকি এলাকা । এই সংঘর্ষের ঘটনায় দু'পক্ষের তিনজন জখম হয়েছেন । বিপুল বর্মণ নামে এক BJP কর্মী গুরুতর জখম অবস্থায় দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ।

গতকাল রাতে ভেটাগুড়ি বাজার এলাকায় একটি মিছিল বের করে স্থানীয় BJP নেতৃত্ব । সেই মিছিল শেষে BJP কর্মীরা যখন বাড়ি ফিরছিলেন তখন ব্রাহ্মণীর চৌকি গ্রামে তৃণমূল কর্মীরা তাঁদের উপর হামলা চালায় বলে অভিযোগ । এরপর দু'পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয় । একে অপরের উপর লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় ।

BJP-র অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদের কর্মী-সমর্থকদের উপর হামলা চালায় । দলের কোচবিহার জেলা সম্পাদক সুদেব কর্মকার বলেন, মিছিল শেষে কর্মীরা ফেরার সময় তাঁদের উপর হামলা চালানো হয় ।

এদিকে তৃণমূল কর্মী তাপস বর্মণ বলেন, BJP কর্মীরা পরিকল্পিতভাবে ধারালো অস্ত্র নিয়ে তাঁদের উপর হামলা চালান ।

তৃণমূল কর্মী তাপস বর্মণের বক্তব্য

তৃণমূল নেতা উদয়ন গুহ বলেন, ব্রাহ্মণীর চৌকি গ্রামে দলের একটি বৈঠক চলছিল । তা শেষে দলীয় কর্মীরা যখন বাড়ি ফিরছিলেন তখন তাঁদের উপর হামলা চালান BJP কর্মী-সমর্থকরা ।

Last Updated : Dec 1, 2020, 1:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.