জলপাইগুড়ি, 20 মার্চ : কর্তব্য়রত দুুই সিভিক ভলান্টিয়ারকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণের অভিযোগ উঠল কয়েকজন দুষ্কৃতীর বিরুদ্ধে। ঘটনাটি ময়নাগুড়ি ব্লকের পানবাড়ি বাজার এলাকায়।গুরুতর আহত সিভিক কর্মী দীপক রায় জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ জানিয়েছে, গতরাতে পানবাড়ি বাজারে রাত পাহারার দিচ্ছিলেন চন্দ্রমোহন রায় ও দীপক রায় নামে দুই সিভিক ভলান্টিয়ার। পানবাড়ি বাজারে একটি দুস্কৃতীদের দল জড়ো হলে ওই দুই সিভিক কর্মী তাদের ধরতে যায় ৷ অভিযোগ, সেসময় তাদের উপর আক্রমণ করে দুষ্কৃতীরা।
আরও পড়ুন- খড়গপুরের জনসভায় দিলীপে বুঁদ মোদি
সেসময় সিভিক ভলান্টিয়ার চন্দ্রমোহন রায় পালিয়ে যেতে সক্ষম হয়। দীপক স্থানীয় বাজারের একটি বাড়িতে আশ্রয় নেওয়ার চেষ্টা করলে দুষ্কৃতীরা তাঁকে ধরে ফেলে। তাঁকে মারধর করা হয়।ভেঙে ফেলা হয় মোবাইল ফোন। চিৎকার করলে তাঁকে ছেড়ে দিয়ে পালিয়ে যায় অভিযুক্তরা।
খবর পেয়ে ময়নাগুড়ি থানার আইসি ভূষণ ছেত্রী ঘটনাস্থলে যায় ৷ আহত অবস্থায় দীপক রায়কে ময়নাগুড়ি হাসপাতালে নিয়ে আসা হলে সেখান থেকে তাঁকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
পানবাড়ি ব্যবসায়ী সমিতির সম্পাদক আনন্দ মণ্ডল জানান, এই ধরনের ঘটনা প্রথম ঘটল ৷ তাঁরাও বিষয়টি নিয়ে আতঙ্কিত। ঘটনার তদন্ত করে অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানিয়েছেন তাঁরা ৷