ETV Bharat / state

গুলিকাণ্ডের তদন্তে শীতলকুচিতে সিআইডির ফরেনসিক দল - আমতলী মাধ্যমিক শিক্ষা কেন্দ্র

বিধানসভা নির্বাচনের দিন গুলি চলা নিয়ে তদন্ত করতে এবার শীতলকুচিতে এল সিআইডির ফরেনসিক দল ৷ গত 10 এপ্রিল বিধানসভা নির্বাচনে কোচবিহার জেলার শীতলকুচি বিধানসভা কেন্দ্রের 5/126 নম্বর বুথে কেন্দ্রীয় বাহিনী গুলি চালায় বলে অভিযোগ ওঠে । এই ঘটনায় চারজন গ্রামবাসী নিহত হয় । ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে রাজ্য রাজনীতি । এরপর ক্ষমতায় আসার পরই ঘটনার তদন্তভার সিআইডির হাতে তুলে দেয় তৃণমূল সরকার ।

গুলিকাণ্ডের তদন্তে শীতলকুচিতে এল সিআইডি
গুলিকাণ্ডের তদন্তে শীতলকুচিতে এল সিআইডি
author img

By

Published : Jun 7, 2021, 6:27 PM IST

শীতলকুচি, 7 জুন : বিধানসভা নির্বাচনের দিন কোচবিহারের শীতলকুচির 5/126 নং বুথে গুলি চলার তদন্ত করতে এবার সিআইডির ফরেনসিক ব্যালেস্টিক দলের সদস্যরা এল । আজ আমতলি মাধ্যমিক শিক্ষাকেন্দ্রে ফরেনসিক দলের তিন সদস্য এসে বুথে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করেন । যদিও তদন্ত নিয়ে সংবাদমাধ্যমের সামনে কিছু বলতে চাননি তদন্তকারী দলের সদস্যরা ।

গুলিকাণ্ডের তদন্তে শীতলকুচিতে এল সিআইডির ফরেনসিক দল


প্রসঙ্গত, গত 10 এপ্রিল বিধানসভা নির্বাচনে কোচবিহার জেলার শীতলকুচি বিধানসভা কেন্দ্রের 5/126 নম্বর বুথে কেন্দ্রীয় বাহিনী গুলি চালায় বলে অভিযোগ ওঠে । এই ঘটনায় চারজন গ্রামবাসী নিহত হন । ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে রাজ্য রাজনীতি । তৃণমূলের তরফে অভিযোগ করা হয়, অন্যায়ভাবে চারজন গ্রামবাসীকে গুলি করে মারা হয়েছে । এরপর ক্ষমতায় আসার পরই ঘটনার তদন্তভার সিআইডির হাতে তুলে দেয় তৃণমূল সরকার ।

ইতিমধ্যেই সিআইডির তদন্তকারী আধিকারিকরা প্রাথমিকভাবে লক্ষ্য করেছেন ক্লাসরুমের ব্ল্যাকবোর্ডে গুলি লেগেছে । বাইরে গোলমাল থামাতে গুলি চালানো হলে সেই গুলি কীভাবে বুথের ভেতরে থাকা ব্ল্যাকবোর্ডে লাগল, সেই প্রশ্নের উত্তর খুঁজছে সিআইডি । পাশাপাশি এই ঘটনায় তৎকালীন জেলা পুলিশ সুপার দেবাশিস ধর-সহ মাথাভাঙা থানার আইসি বিশ্বাশ্রয় সরকার এবং ঘটনার তদন্তকারী অফিসারকে জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি ।

আরও পড়ুন : Abhishek Banerjee : কুৎসা না করে বিরোধী দলনেতার কাজ করুন, শুভেন্দুকে আক্রমণ অভিষেকের

এছাড়াও গুলিতে নিহতদের ময়নাতদন্ত করার পর মৃত চারজনের মধ্যে তিনজনের শরীরে গুলি পাওয়া গেলেও একজনের শরীরে স্প্লিন্টারের আঘাত রয়েছে । কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা গুলি চালালেও মৃত ওই ব্যক্তির শরীরে কীভাবে স্প্লিন্টারের আঘাত পাওয়া গেল তা নিয়েও উঠেছে প্রশ্ন । এছাড়াও গোটা বিষয়ের তদন্ত করতেই আজ বুথের ভেতরে ঢুকে বিভিন্ন বিষয় খতিয়ে দেখেন সিআইডি আধিকারিকরা ৷ যেসব এলাকায় মৃতদেহগুলি পড়ে ছিল সেসব এলাকাও ঘুরে দেখে বিভিন্ন নথি সংগ্রহ করেন তাঁরা ।

শীতলকুচি, 7 জুন : বিধানসভা নির্বাচনের দিন কোচবিহারের শীতলকুচির 5/126 নং বুথে গুলি চলার তদন্ত করতে এবার সিআইডির ফরেনসিক ব্যালেস্টিক দলের সদস্যরা এল । আজ আমতলি মাধ্যমিক শিক্ষাকেন্দ্রে ফরেনসিক দলের তিন সদস্য এসে বুথে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করেন । যদিও তদন্ত নিয়ে সংবাদমাধ্যমের সামনে কিছু বলতে চাননি তদন্তকারী দলের সদস্যরা ।

গুলিকাণ্ডের তদন্তে শীতলকুচিতে এল সিআইডির ফরেনসিক দল


প্রসঙ্গত, গত 10 এপ্রিল বিধানসভা নির্বাচনে কোচবিহার জেলার শীতলকুচি বিধানসভা কেন্দ্রের 5/126 নম্বর বুথে কেন্দ্রীয় বাহিনী গুলি চালায় বলে অভিযোগ ওঠে । এই ঘটনায় চারজন গ্রামবাসী নিহত হন । ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে রাজ্য রাজনীতি । তৃণমূলের তরফে অভিযোগ করা হয়, অন্যায়ভাবে চারজন গ্রামবাসীকে গুলি করে মারা হয়েছে । এরপর ক্ষমতায় আসার পরই ঘটনার তদন্তভার সিআইডির হাতে তুলে দেয় তৃণমূল সরকার ।

ইতিমধ্যেই সিআইডির তদন্তকারী আধিকারিকরা প্রাথমিকভাবে লক্ষ্য করেছেন ক্লাসরুমের ব্ল্যাকবোর্ডে গুলি লেগেছে । বাইরে গোলমাল থামাতে গুলি চালানো হলে সেই গুলি কীভাবে বুথের ভেতরে থাকা ব্ল্যাকবোর্ডে লাগল, সেই প্রশ্নের উত্তর খুঁজছে সিআইডি । পাশাপাশি এই ঘটনায় তৎকালীন জেলা পুলিশ সুপার দেবাশিস ধর-সহ মাথাভাঙা থানার আইসি বিশ্বাশ্রয় সরকার এবং ঘটনার তদন্তকারী অফিসারকে জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি ।

আরও পড়ুন : Abhishek Banerjee : কুৎসা না করে বিরোধী দলনেতার কাজ করুন, শুভেন্দুকে আক্রমণ অভিষেকের

এছাড়াও গুলিতে নিহতদের ময়নাতদন্ত করার পর মৃত চারজনের মধ্যে তিনজনের শরীরে গুলি পাওয়া গেলেও একজনের শরীরে স্প্লিন্টারের আঘাত রয়েছে । কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা গুলি চালালেও মৃত ওই ব্যক্তির শরীরে কীভাবে স্প্লিন্টারের আঘাত পাওয়া গেল তা নিয়েও উঠেছে প্রশ্ন । এছাড়াও গোটা বিষয়ের তদন্ত করতেই আজ বুথের ভেতরে ঢুকে বিভিন্ন বিষয় খতিয়ে দেখেন সিআইডি আধিকারিকরা ৷ যেসব এলাকায় মৃতদেহগুলি পড়ে ছিল সেসব এলাকাও ঘুরে দেখে বিভিন্ন নথি সংগ্রহ করেন তাঁরা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.