ETV Bharat / state

TMC Voting Chaos: অব্যাহত অস্বস্তি, পঞ্চায়েতে প্রার্থী বাছতে তৃণমূলের গণভোটেও ছাপ্পা !

author img

By

Published : Apr 26, 2023, 10:33 PM IST

মঙ্গলবার কোচবিহারের সিতাইয়ের গোসানিমারিতে তৃণমূলের গণভোটের ব্যালট বক্স লুঠ হয়ে গিয়েছিল ৷ বুধবার সেই জায়গায় পুননির্বাচনেও ছাপ্পা ভোটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ ৷

Etv Bharat
গোসানিমারিতে তৃণমূলের গণভোট
গোসানিমারিতে তৃণমূলের গণভোট

কোচবিহার, 26 এপ্রিল: তৃণমূল কংগ্রেসের আয়োজিত গণভোটে মঙ্গলবার কোচবিহারের সিতাইয়ে লুঠ হয়ে গিয়েছিল ব্যালট বক্স ৷ ছেঁড়া হয়েছিল ব্যালট পেপার ৷ আর বুধবার সেই ভোট প্রক্রিয়ায় পড়ল ছাপ্পা ভোটও ! স্থান সেই সিতাইয়েরই গোসানিমারি, যেখানে গতকাল এই ভোট ঘিরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব সামনে এসেছিল ৷ যা নিয়ে ক্ষোভ প্রকাশ করে দলীয় নেতৃত্বের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ এদিন দেখা গেল দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের সেই হুঁশিয়ারিই সার ৷ তৃণমূলে প্রার্থী বাছাইয়ের পুননির্বাচনেও 'স্বচ্ছ' নির্বাচন এদিন হল না ৷

মঙ্গলবারের গন্ডগোলের পর বুধবার দুপুর দুটো নাগাদ গোসানিমারিতে কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে ভোটগ্রহণ শুরু হয় । বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়া নিজে ব্যালট পেপার বিলি শুরু করেন । প্রথমদিকে ঠিকঠাক ভোট চললেও ঘন্টাখানেক পর থেকে শুরু হয় ছাপ্পা । একই ব্যাক্তি একাধিকবার ভোট দেন বলে অভিযোগ । কেউ কেউ আবার একসঙ্গে 4-5টা করে ব্যালট পেপার বাক্সে ফেলতে থাকেন । কোনও কোনও ক্ষেত্রে সেই চেষ্টা ব্যর্থ হলেও, অনেকেই ততক্ষণে ছাপ্পা দিয়ে দিয়েছেন ৷

এর ফলে একটা সময় ব্যালট পেপার শেষ হয়ে গেলে, সাদা কাগজ বিলি করা হয় ব্যালট হিসাবে । কেউ কেউ ব্যালট আবার জেরক্স করে ফেলতে আরম্ভ করেন ওই বক্সে । একটা সময় ব্যালট বাক্স ভর্তি হয়ে গেলে নতুন ব্যালট বাক্স বানিয়ে আনা হয় । তাতে অবশ্য অন্যান্য ব্যালট বাক্সের মত কোনও স্টিকার লাগানো ছিল না । এরপর বেলা যত বেড়েছে ভোটারের সংখ্যাও বেড়ছে । বাড়ছে ছাপ্পা ভোটারের সংখ্যা ।

আরও পড়ুন: কালিয়াগঞ্জে থানায় ঢুকে পুলিশ কর্মীদের পেটাল উত্তেজিত জনতা

পরিস্থিতি বেগতিক দেখে একসময় বিধায়ক মাইক হাতে ঘোষণা করেন একাধিকবার ভোট না দেওয়ার জন্য । বিকেল চারটার পর লাইনে যাতে কেউ না দাঁড়ান । তখনও লাইনে কয়েক হাজার মানুষ । বিধায়কের ঘোষণা শুনে অনেকেই লাইনে ঢোকার চেষ্টা করেন । কিন্তু পুলিশের উপস্থিতিতে তা সম্ভব হয়নি । তবে ক্যামেরাতে ধরা পড়েছে এক একজন একাধিক ব্যালট ওই বক্সে ফেলার চেষ্টা করছেন আর এক ব্যক্তি তাতে বাধা দিচ্ছেন ৷ এই প্রসঙ্গে বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়া জানান, যেহেতু চিহ্নিতকরণের ব্যবস্থা নেই, তাই একাধিক বার ভোট দিয়েছেন কেউ কেউ ৷ পরিচিতদের বের করে দেওয়া হয়েছে ।

গোসানিমারিতে তৃণমূলের গণভোট

কোচবিহার, 26 এপ্রিল: তৃণমূল কংগ্রেসের আয়োজিত গণভোটে মঙ্গলবার কোচবিহারের সিতাইয়ে লুঠ হয়ে গিয়েছিল ব্যালট বক্স ৷ ছেঁড়া হয়েছিল ব্যালট পেপার ৷ আর বুধবার সেই ভোট প্রক্রিয়ায় পড়ল ছাপ্পা ভোটও ! স্থান সেই সিতাইয়েরই গোসানিমারি, যেখানে গতকাল এই ভোট ঘিরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব সামনে এসেছিল ৷ যা নিয়ে ক্ষোভ প্রকাশ করে দলীয় নেতৃত্বের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ এদিন দেখা গেল দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের সেই হুঁশিয়ারিই সার ৷ তৃণমূলে প্রার্থী বাছাইয়ের পুননির্বাচনেও 'স্বচ্ছ' নির্বাচন এদিন হল না ৷

মঙ্গলবারের গন্ডগোলের পর বুধবার দুপুর দুটো নাগাদ গোসানিমারিতে কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে ভোটগ্রহণ শুরু হয় । বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়া নিজে ব্যালট পেপার বিলি শুরু করেন । প্রথমদিকে ঠিকঠাক ভোট চললেও ঘন্টাখানেক পর থেকে শুরু হয় ছাপ্পা । একই ব্যাক্তি একাধিকবার ভোট দেন বলে অভিযোগ । কেউ কেউ আবার একসঙ্গে 4-5টা করে ব্যালট পেপার বাক্সে ফেলতে থাকেন । কোনও কোনও ক্ষেত্রে সেই চেষ্টা ব্যর্থ হলেও, অনেকেই ততক্ষণে ছাপ্পা দিয়ে দিয়েছেন ৷

এর ফলে একটা সময় ব্যালট পেপার শেষ হয়ে গেলে, সাদা কাগজ বিলি করা হয় ব্যালট হিসাবে । কেউ কেউ ব্যালট আবার জেরক্স করে ফেলতে আরম্ভ করেন ওই বক্সে । একটা সময় ব্যালট বাক্স ভর্তি হয়ে গেলে নতুন ব্যালট বাক্স বানিয়ে আনা হয় । তাতে অবশ্য অন্যান্য ব্যালট বাক্সের মত কোনও স্টিকার লাগানো ছিল না । এরপর বেলা যত বেড়েছে ভোটারের সংখ্যাও বেড়ছে । বাড়ছে ছাপ্পা ভোটারের সংখ্যা ।

আরও পড়ুন: কালিয়াগঞ্জে থানায় ঢুকে পুলিশ কর্মীদের পেটাল উত্তেজিত জনতা

পরিস্থিতি বেগতিক দেখে একসময় বিধায়ক মাইক হাতে ঘোষণা করেন একাধিকবার ভোট না দেওয়ার জন্য । বিকেল চারটার পর লাইনে যাতে কেউ না দাঁড়ান । তখনও লাইনে কয়েক হাজার মানুষ । বিধায়কের ঘোষণা শুনে অনেকেই লাইনে ঢোকার চেষ্টা করেন । কিন্তু পুলিশের উপস্থিতিতে তা সম্ভব হয়নি । তবে ক্যামেরাতে ধরা পড়েছে এক একজন একাধিক ব্যালট ওই বক্সে ফেলার চেষ্টা করছেন আর এক ব্যক্তি তাতে বাধা দিচ্ছেন ৷ এই প্রসঙ্গে বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়া জানান, যেহেতু চিহ্নিতকরণের ব্যবস্থা নেই, তাই একাধিক বার ভোট দিয়েছেন কেউ কেউ ৷ পরিচিতদের বের করে দেওয়া হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.