কোচবিহার, 14 সেপ্টেম্বর : ভোট পরবর্তী হিংসা মামলার তদন্তে নেমে দিনহাটা থেকে 7 জন তৃণমূল কর্মীকে গ্রেফতার করল সিবিআই (CBI) । বিজেপি কর্মী খুনের ঘটনায় তাদের গ্রেফতার করা হয় ৷ গতকাল দুপুরে তাদের আদালতে তোলা হয় । আরও জিজ্ঞাসাবাদের জন্য সিবিআই ধৃতদের নিজেদের হেফাজতে নিয়েছে বলে আদালত সূত্রে জানা গিয়েছে ।
বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পরের দিন অর্থাৎ 3 মে দিনহাটার পেটালায় বিজেপি কর্মী হারাধন রায় খুন হন । ওই ঘটনায় এর আগে পুলিশ জিয়ারুল হককে গ্রেফতার করলেও সম্প্রতি জামিনে মুক্তি পায় অভিযুক্ত । কিন্তু সিবিআই ভোট পরবর্তী সন্ত্রাসের তদন্তে নেমে ওই খুনের ঘটনায় অভিযুক্ত জিয়ারুলকে আটক করে । পরে অবশ্য জেরা করে ছেড়ে দেওয়া হয় তাকে ৷ এরপর আরও 9 জন অভিযুক্তের বাড়িতে তল্লাশি চালিয়ে অভিযুক্তদের হাজিরা দেওয়ার নোটিস জারি করা হয় ।
আরও পড়ুন : Post Poll Violence: তুফানগঞ্জে তৃণমূল কর্মী খুনে সিবিআইয়ের জালে 3 বিজেপি কর্মী-সহ 4
ওই নোটিসের ভিত্তিতে অভিযুক্তরা সম্প্রতি কোচবিহারের গোপালপুরে সিবিআই-এর অস্থায়ী দফতর গোপালপুর বিএসফ ক্যাম্পে (Gopalpur BSF Camp) এসে হাজিরা দেন । সূত্রে জানা গিয়েছে, রবিবার তাদের দীর্ঘক্ষণ জেরা করে সিবিআই । তারপর গতকাল তাদের মধ্যে থেকে 7জনকে গ্রেফতার করে ধৃতদের দিনহাটা মহকুমা আদালতে তোলা হয় ৷ আদালত ধৃতদের দু'দিনের সিবিআই হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে । অভিযুক্তদের আইনজীবী সুজয় সাহা বলেন, "এদিন বিচারক দু'দিনের সিবিআই হেফাজত দিয়েছে ।"
উল্লেখ্য সম্প্রতি তুফানগঞ্জের চিলাখানায় তৃণমূল কংগ্রেস কর্মী শাহিনুর রহমান খুনের ঘটনায় 3 জন বিজেপি কর্মী-সহ 4 জনকে গ্রেফতার করে আদালতে তোলে সিবিআই । ওই ঘটনার পর এদিন ফের দিনহাটায় বিজেপি কর্মী খুনের ঘটনায় একসঙ্গে 7 জন তৃণমূল কর্মী গ্রেফতার হওয়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ।