ETV Bharat / state

কোচবিহারে প্রায় 50 বিঘা জমিতে চলছিল গাঁজা চাষ, নষ্ট করল পুলিশ - Coochbehar

মানসাই নদী সংলগ্ন এলাকায় প্রায় 50 বিঘা জমিতে গাঁজা চাষ করা হচ্ছিল ৷ পুলিশ ও অবগারি দপ্তরের অভিযানে তা নষ্ট করে ফেলা হয় ৷

Coochbehar
কোচবিহার
author img

By

Published : Jan 10, 2021, 8:58 AM IST

কোচবিহার, 10 জানুয়ারি : প্রায় 50 বিঘা জমির গাঁজা চাষ নষ্ট করল পুলিশ ৷ কোচবিহারের মানসাই নদী সংলগ্ন গ্রামের ঘটনা ৷ গতকাল গাঁজা চাষের বিরুদ্ধে অভিযানে নামে কোচবিহার পুলিশ ও আবগারি দপ্তরের আধিকারিকরা ৷

আরও পড়ুন : কোচবিহারে তৃণমূলের গোষ্ঠীকোন্দল, পালটা ওয়ার্ড কমিটি গঠন ভূষণের

গতকাল নিশিগঞ্জের মানসাই নদী সংলগ্ন এলাকায় একটি গ্রামে অভিযান চালায় পুলিশ ও আবগারি দপ্তরের আধিকারিকরা ৷ ছিলেন আবগারি দপ্তরের ডেপুটি কালেক্টর প্রবীর কুমার সাহা, মাথাভাঙা মহকুমা পুলিশ আধিকারিক সুরজিৎ মণ্ডল, মাথাভাঙা থানার আইসি তপন পাল, আবগারি দপ্তরের আইসি দিলীপ কুমার বর্মণ ৷

পুলিশ ও আবগারি সূত্রে জানা গিয়েছে, সেখানেই প্রায় 50 বিঘা জমিতে গাঁজা চাষ করা হচ্ছিল ৷ অভিযানে পুরো 50 বিঘা জমির গাঁজা নষ্ট করে দেওয়া হয় ৷ এবিষয়ে আবগারি দপ্তরের ডেপুটি কালেক্টর প্রবীর কুমার সাহা বলেন, "গাঁজা চাষের বিরুদ্ধে এধরনের অভিযান চলতেই থাকবে ৷"

কোচবিহার, 10 জানুয়ারি : প্রায় 50 বিঘা জমির গাঁজা চাষ নষ্ট করল পুলিশ ৷ কোচবিহারের মানসাই নদী সংলগ্ন গ্রামের ঘটনা ৷ গতকাল গাঁজা চাষের বিরুদ্ধে অভিযানে নামে কোচবিহার পুলিশ ও আবগারি দপ্তরের আধিকারিকরা ৷

আরও পড়ুন : কোচবিহারে তৃণমূলের গোষ্ঠীকোন্দল, পালটা ওয়ার্ড কমিটি গঠন ভূষণের

গতকাল নিশিগঞ্জের মানসাই নদী সংলগ্ন এলাকায় একটি গ্রামে অভিযান চালায় পুলিশ ও আবগারি দপ্তরের আধিকারিকরা ৷ ছিলেন আবগারি দপ্তরের ডেপুটি কালেক্টর প্রবীর কুমার সাহা, মাথাভাঙা মহকুমা পুলিশ আধিকারিক সুরজিৎ মণ্ডল, মাথাভাঙা থানার আইসি তপন পাল, আবগারি দপ্তরের আইসি দিলীপ কুমার বর্মণ ৷

পুলিশ ও আবগারি সূত্রে জানা গিয়েছে, সেখানেই প্রায় 50 বিঘা জমিতে গাঁজা চাষ করা হচ্ছিল ৷ অভিযানে পুরো 50 বিঘা জমির গাঁজা নষ্ট করে দেওয়া হয় ৷ এবিষয়ে আবগারি দপ্তরের ডেপুটি কালেক্টর প্রবীর কুমার সাহা বলেন, "গাঁজা চাষের বিরুদ্ধে এধরনের অভিযান চলতেই থাকবে ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.