ETV Bharat / state

Nisith on CAA: বাংলা-সহ গোটা দেশে খুব শীঘ্রই সিএএ চালু হবে, কোচবিহারে বললেন নিশীথ - কোচবিহারের খবর

শিগগিরই বাংলা-সহ গোটা দেশে সিএএ (Nisith on CAA) বাস্তবায়িত হবে ৷ কোচবিহারে রবিবার এমনই (CAA will soon be implemented) দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিক (Nisith Pramanik)৷

caa-will-soon-be-implemented-in-whole-country-including-bengal-nisith-pramanik-says-in-cooch-behar
বাংলা-সহ গোটা দেশে খুব শীঘ্রই সিএএ চালু হবে, কোচবিহারে বললেন নিশীথ
author img

By

Published : Nov 27, 2022, 8:18 PM IST

কোচবিহার, 27 নভেম্বর: শুধু পশ্চিমবঙ্গে নয়, খুব শীঘ্রই গোটা দেশে সিএএ (Nisith on CAA) চালু হবে । কেউ আটকাতে পারবে না (CAA will soon be implemented)। রবিবার এমনই দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিক (Nisith Pramanik)৷

কোচবিহারের (Cooch behar news) মাথাভাঙার পাড়াডুবিতে এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে নিশীথ প্রামাণিক বলেন, "বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান-সহ বিভিন্ন দেশ থেকে হিন্দুরা যাঁরা বিতারিত হয়েছেন, তাঁদের নাগরিকত্ব দেওয়ার জন্যই এই আইন । এই আইন কাউকে তাড়ানোর জন্য নয় । বহু আলোচনা পর এই বিল সংসদে পাশ হয়েছে । তারপর রাষ্ট্রপতির কাছে যাওয়ার পর তা আইনে পরিণত হয়েছে । খুব শীঘ্রই এই আইন গোটা দেশে লাগু হবে ।"

আরও পড়ুন: রাজ্যে সিএএ কার্যকর হবে, সাহস থাকে আটকান; মমতাকে চ্যালেঞ্জ শুভেন্দুর

পাশাপাশি তিনি আরও বলেন যে, "আমাদের কাছে খবর রয়েছে বিভিন্ন মাদ্রাসায় ছোট ছোট পড়ুয়াদের মধ্যে ভুল ধারণা ঢুকিয়ে দেওয়া হচ্ছে । এ সবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ।" শাসকদলকে একহাত নিতে কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন, পশ্চিমবাংলার দুটি সনাতনী বড় সম্প্রদায় হল, একটি মতুয়া ও একটি রাজবংশী সম্প্রদায় । তৃণমূল কংগ্রেস এদের উপর আক্রমণ করে আসছে । এদের বিরুদ্ধে মিথ্যে মামলা দেওয়া হচ্ছে । যেমন শান্তনু ঠাকুরকে হেনস্থা করা হয়েছে । রাজবংশী সম্প্রদায়ের মানুষ অনন্ত মহারাজ ও আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে । মিথ্যে মামলা দিয়েছে ।" মানুষ এর জবাব দেবে বলে হুঁশিয়ারি দেন নিশীথ প্রামাণিক ৷

কোচবিহার, 27 নভেম্বর: শুধু পশ্চিমবঙ্গে নয়, খুব শীঘ্রই গোটা দেশে সিএএ (Nisith on CAA) চালু হবে । কেউ আটকাতে পারবে না (CAA will soon be implemented)। রবিবার এমনই দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিক (Nisith Pramanik)৷

কোচবিহারের (Cooch behar news) মাথাভাঙার পাড়াডুবিতে এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে নিশীথ প্রামাণিক বলেন, "বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান-সহ বিভিন্ন দেশ থেকে হিন্দুরা যাঁরা বিতারিত হয়েছেন, তাঁদের নাগরিকত্ব দেওয়ার জন্যই এই আইন । এই আইন কাউকে তাড়ানোর জন্য নয় । বহু আলোচনা পর এই বিল সংসদে পাশ হয়েছে । তারপর রাষ্ট্রপতির কাছে যাওয়ার পর তা আইনে পরিণত হয়েছে । খুব শীঘ্রই এই আইন গোটা দেশে লাগু হবে ।"

আরও পড়ুন: রাজ্যে সিএএ কার্যকর হবে, সাহস থাকে আটকান; মমতাকে চ্যালেঞ্জ শুভেন্দুর

পাশাপাশি তিনি আরও বলেন যে, "আমাদের কাছে খবর রয়েছে বিভিন্ন মাদ্রাসায় ছোট ছোট পড়ুয়াদের মধ্যে ভুল ধারণা ঢুকিয়ে দেওয়া হচ্ছে । এ সবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ।" শাসকদলকে একহাত নিতে কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন, পশ্চিমবাংলার দুটি সনাতনী বড় সম্প্রদায় হল, একটি মতুয়া ও একটি রাজবংশী সম্প্রদায় । তৃণমূল কংগ্রেস এদের উপর আক্রমণ করে আসছে । এদের বিরুদ্ধে মিথ্যে মামলা দেওয়া হচ্ছে । যেমন শান্তনু ঠাকুরকে হেনস্থা করা হয়েছে । রাজবংশী সম্প্রদায়ের মানুষ অনন্ত মহারাজ ও আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে । মিথ্যে মামলা দিয়েছে ।" মানুষ এর জবাব দেবে বলে হুঁশিয়ারি দেন নিশীথ প্রামাণিক ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.