কোচবিহার, 20 অক্টোবর : BSF-এর বাধার মুখে পড়ে কাঁটাতারের ওপারে থাকা ভারতীয় নাগরিকদের কাছে পৌঁছাতে পারলেন না চিত্র পরিচালক অপর্ণা সেন ও সমাজ কর্মী বোলান গঙ্গোপাধ্যায় ৷ গতকাল সকালে কোচবিহারে কাঁটাতারের ওপারে সাবেক বাংলাদেশি ছিটমহল করলায় যেতে চাইলে BSF তাঁদের বাধা দেয় ৷ পরে ওপারের বাসিন্দাদের এপারে নিয়ে আসা হয় ৷ তাঁরা নিজেদের অভাব-অভিযোগের কথা বলেন ৷
ওপারের ভারতীয়দের কী অবস্থা ? তাঁদের সমস্যার কথা শুনতেই গতকাল মানব অধিকার সুরক্ষা সংগঠনের সঙ্গে গেছিলেন অপর্ণা সেন, বোলান গঙ্গোপাধ্যায় প্রমুখ ৷ পরে তাঁদের এপারে নিয়ে আসা হলে অভাব-অভিযোগ শোনেন অপর্ণা সেনরা ৷ পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অপর্ণা সেন বলেন, "আমি জানি না, কিন্তু ওরা বলছে কাঁটাতারের দেড়শো গজ দূরত্বের মধ্যে ওদের থাকতে দেওয়ার কথা ৷ কিন্তু এখন সেটা রয়েছে পাঁচশো গজ দূরে ৷ ফলে ওদের অসুবিধা হচ্ছে ৷ বাচ্চারা স্কুলে যেতে চাইছে না ৷ কাঁটাতারের এপারে স্কুলে আসতে হয় ৷ কিন্তু গেট একটা নির্দিষ্ট সময় খোলে ৷ তাই এক-দু'ঘণ্টা তাদের অপেক্ষা করতে হয় ৷ তাদের খিদে পেয়ে যায় ৷ এছাড়া এখনও ওই সব এলাকায় বিদ্যুতের ব্যবস্থা নেই ৷ পানীয় জলটাও খুব ভালো নয় ৷ " এরপর তিনি এটা স্পষ্ট করে জানান, তিনি কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয় ৷ তাই এটা কার দোষ বা কী বৃত্তান্ত তার মধ্যেও তিনি ঢুকতে চাননি ৷ বলেন, "রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন যে এদের একটা ব্যবস্থা করুন ৷ যাতে তাদের এভাবে থাকতে না হয় ৷ আমি কোনও দলের হয়ে বা কোনও দলের বিরুদ্ধে এই কথাগুলো বলছি না ৷ এটা খুব পরিষ্কার করে দিতে চাই ৷ "
BSF-এর বাধা প্রসঙ্গে অপর্ণা সেন বলেন, "BSF বলেছে এটা খুব সেন্সেটিভ এরিয়া ৷ যেহেতু এটা আন্তর্জাতিক একটা বর্ডার, তাই ওরকম ভাবে যাওয়া যায় না ৷ যদি না আমরা ওদের কারোর আত্মীয় হই ৷ " তবে তাঁর প্রশ্ন, "এটা ভারতের মধ্যে, এরা ভারতের নাগরিক ৷ ভারতের ভূভাগের মধ্যেই পড়ছে ছিটটি ৷ তা যদি হয়, তাহলে কেন ভারতের নাগরিক হয়ে অন্য নাগরিকদের কাছে পৌঁছাতে পারব না ? এটা আমার মাথায় ঢোকেনি ৷ "