ETV Bharat / state

অন্য নাগরিকদের কাছে কেন পৌঁছাতে পারব না ; প্রশ্ন অপর্ণা সেনদের - Aparna Sen At Coochbehar Enclave

গতকাল কোচবিহারে কাঁটাতারের ওপারে সাবেক বাংলাদেশি ছিটমহল করলায় যেতে চাইলে BSF-এর বাধার মুখে পড়েন অপর্ণা সেন, বোলান গঙ্গোপাধ্যায় প্রমুখ বুদ্ধিজীবীরা ৷ পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অপর্ণা সেন প্রশ্ন তোলেন, "এটা ভারতের মধ্যে, এরা ভারতের নাগরিক ৷ ভারতের ভূভাগের মধ্যেই পড়ছে ছিটটি ৷ তা যদি হয়, তাহলে কেন ভারতের নাগরিক হয়ে অন্য নাগরিকদের কাছে পৌঁছাতে পারব না ? এটা আমার মাথায় ঢোকেনি ৷ "

অপর্ণা সেন
author img

By

Published : Oct 20, 2019, 8:55 AM IST

Updated : Oct 20, 2019, 9:47 AM IST

কোচবিহার, 20 অক্টোবর : BSF-এর বাধার মুখে পড়ে কাঁটাতারের ওপারে থাকা ভারতীয় নাগরিকদের কাছে পৌঁছাতে পারলেন না চিত্র পরিচালক অপর্ণা সেন ও সমাজ কর্মী বোলান গঙ্গোপাধ্যায় ৷ গতকাল সকালে কোচবিহারে কাঁটাতারের ওপারে সাবেক বাংলাদেশি ছিটমহল করলায় যেতে চাইলে BSF তাঁদের বাধা দেয় ৷ পরে ওপারের বাসিন্দাদের এপারে নিয়ে আসা হয় ৷ তাঁরা নিজেদের অভাব-অভিযোগের কথা বলেন ৷

ওপারের ভারতীয়দের কী অবস্থা ? তাঁদের সমস্যার কথা শুনতেই গতকাল মানব অধিকার সুরক্ষা সংগঠনের সঙ্গে গেছিলেন অপর্ণা সেন, বোলান গঙ্গোপাধ্যায় প্রমুখ ৷ পরে তাঁদের এপারে নিয়ে আসা হলে অভাব-অভিযোগ শোনেন অপর্ণা সেনরা ৷ পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অপর্ণা সেন বলেন, "আমি জানি না, কিন্তু ওরা বলছে কাঁটাতারের দেড়শো গজ দূরত্বের মধ্যে ওদের থাকতে দেওয়ার কথা ৷ কিন্তু এখন সেটা রয়েছে পাঁচশো গজ দূরে ৷ ফলে ওদের অসুবিধা হচ্ছে ৷ বাচ্চারা স্কুলে যেতে চাইছে না ৷ কাঁটাতারের এপারে স্কুলে আসতে হয় ৷ কিন্তু গেট একটা নির্দিষ্ট সময় খোলে ৷ তাই এক-দু'ঘণ্টা তাদের অপেক্ষা করতে হয় ৷ তাদের খিদে পেয়ে যায় ৷ এছাড়া এখনও ওই সব এলাকায় বিদ্যুতের ব্যবস্থা নেই ৷ পানীয় জলটাও খুব ভালো নয় ৷ " এরপর তিনি এটা স্পষ্ট করে জানান, তিনি কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয় ৷ তাই এটা কার দোষ বা কী বৃত্তান্ত তার মধ্যেও তিনি ঢুকতে চাননি ৷ বলেন, "রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন যে এদের একটা ব্যবস্থা করুন ৷ যাতে তাদের এভাবে থাকতে না হয় ৷ আমি কোনও দলের হয়ে বা কোনও দলের বিরুদ্ধে এই কথাগুলো বলছি না ৷ এটা খুব পরিষ্কার করে দিতে চাই ৷ "

দেখুন ভিডিয়ো...

BSF-এর বাধা প্রসঙ্গে অপর্ণা সেন বলেন, "BSF বলেছে এটা খুব সেন্সেটিভ এরিয়া ৷ যেহেতু এটা আন্তর্জাতিক একটা বর্ডার, তাই ওরকম ভাবে যাওয়া যায় না ৷ যদি না আমরা ওদের কারোর আত্মীয় হই ৷ " তবে তাঁর প্রশ্ন, "এটা ভারতের মধ্যে, এরা ভারতের নাগরিক ৷ ভারতের ভূভাগের মধ্যেই পড়ছে ছিটটি ৷ তা যদি হয়, তাহলে কেন ভারতের নাগরিক হয়ে অন্য নাগরিকদের কাছে পৌঁছাতে পারব না ? এটা আমার মাথায় ঢোকেনি ৷ "

কোচবিহার, 20 অক্টোবর : BSF-এর বাধার মুখে পড়ে কাঁটাতারের ওপারে থাকা ভারতীয় নাগরিকদের কাছে পৌঁছাতে পারলেন না চিত্র পরিচালক অপর্ণা সেন ও সমাজ কর্মী বোলান গঙ্গোপাধ্যায় ৷ গতকাল সকালে কোচবিহারে কাঁটাতারের ওপারে সাবেক বাংলাদেশি ছিটমহল করলায় যেতে চাইলে BSF তাঁদের বাধা দেয় ৷ পরে ওপারের বাসিন্দাদের এপারে নিয়ে আসা হয় ৷ তাঁরা নিজেদের অভাব-অভিযোগের কথা বলেন ৷

ওপারের ভারতীয়দের কী অবস্থা ? তাঁদের সমস্যার কথা শুনতেই গতকাল মানব অধিকার সুরক্ষা সংগঠনের সঙ্গে গেছিলেন অপর্ণা সেন, বোলান গঙ্গোপাধ্যায় প্রমুখ ৷ পরে তাঁদের এপারে নিয়ে আসা হলে অভাব-অভিযোগ শোনেন অপর্ণা সেনরা ৷ পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অপর্ণা সেন বলেন, "আমি জানি না, কিন্তু ওরা বলছে কাঁটাতারের দেড়শো গজ দূরত্বের মধ্যে ওদের থাকতে দেওয়ার কথা ৷ কিন্তু এখন সেটা রয়েছে পাঁচশো গজ দূরে ৷ ফলে ওদের অসুবিধা হচ্ছে ৷ বাচ্চারা স্কুলে যেতে চাইছে না ৷ কাঁটাতারের এপারে স্কুলে আসতে হয় ৷ কিন্তু গেট একটা নির্দিষ্ট সময় খোলে ৷ তাই এক-দু'ঘণ্টা তাদের অপেক্ষা করতে হয় ৷ তাদের খিদে পেয়ে যায় ৷ এছাড়া এখনও ওই সব এলাকায় বিদ্যুতের ব্যবস্থা নেই ৷ পানীয় জলটাও খুব ভালো নয় ৷ " এরপর তিনি এটা স্পষ্ট করে জানান, তিনি কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয় ৷ তাই এটা কার দোষ বা কী বৃত্তান্ত তার মধ্যেও তিনি ঢুকতে চাননি ৷ বলেন, "রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন যে এদের একটা ব্যবস্থা করুন ৷ যাতে তাদের এভাবে থাকতে না হয় ৷ আমি কোনও দলের হয়ে বা কোনও দলের বিরুদ্ধে এই কথাগুলো বলছি না ৷ এটা খুব পরিষ্কার করে দিতে চাই ৷ "

দেখুন ভিডিয়ো...

BSF-এর বাধা প্রসঙ্গে অপর্ণা সেন বলেন, "BSF বলেছে এটা খুব সেন্সেটিভ এরিয়া ৷ যেহেতু এটা আন্তর্জাতিক একটা বর্ডার, তাই ওরকম ভাবে যাওয়া যায় না ৷ যদি না আমরা ওদের কারোর আত্মীয় হই ৷ " তবে তাঁর প্রশ্ন, "এটা ভারতের মধ্যে, এরা ভারতের নাগরিক ৷ ভারতের ভূভাগের মধ্যেই পড়ছে ছিটটি ৷ তা যদি হয়, তাহলে কেন ভারতের নাগরিক হয়ে অন্য নাগরিকদের কাছে পৌঁছাতে পারব না ? এটা আমার মাথায় ঢোকেনি ৷ "

Intro: কোচবিহার: কাটাতারের বেড়ার ওপারে থাকা ভারতের নাগরিকদের অসুবিধার কথা শুনে স্তম্ভিত হলেন অপরনা সেন, বোলান গঙ্গোপাধ্যায় রা। পরে তারা বলেন2019 এউ এত কষ্টের মধ্যে মানুষ কে থাকতে হয় ভাবা যায় না। এদিন সকালে ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকার কাটাতারের ওপারে থাকা সাবেক বাংলাদেশী ছিটমহল করলায় যেতে চাইলে বি এস এফ এর বাধার সম্মুখীন হন। পরে এপারে ওপারের বাসিন্দাদের নিয়ে আসা হয়। তাদের অভাব অভিযোগ শোনার পর অপরনা সেন বলেন রাজ‍্য ও কেন্দ্রের কাছে আবেদন জানাই যাতে ওইসব মানুষদের সমস্যা দূর হয়।


Body:wb_crb_01_aparna_enclve_vis_7205341


Conclusion:wb_crb_01_aparna_enclve_vis_7205341
Last Updated : Oct 20, 2019, 9:47 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.