কোচবিহার, ১৬ ফেব্রুয়ারি : ধারালো অস্ত্র দিয়ে BSF জওয়ানকে খুন করল গোরুপাচারকারীরা। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে মালদার লালগোলা এলাকায়। মৃত জওয়ানের নাম দেবাশিস রায় সরকার (২৭)। বাড়ি কোচবিহার জেলার মাথাভাঙ্গা-১ ব্লকের অশোকবাড়ি এলাকায়।
২০০৭ সালে BSF-এ যোগ দেন দেবাশিস। গত সোমবার তিনি মালদার লালগোলা এলাকার ভারত-বাংলাদেশ সীমান্তে পোস্টিং পান। গতকাল সীমান্তে টহল দেওয়ার সময় গোরু পাচারকারীদের সঙ্গে তাঁর হাতাহাতি হয়। সেসময় গোরুপাচারকারীরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। ঘটনাস্থানে মৃত্যু হয় তাঁর।