ETV Bharat / state

BSF: চ্যাংরাবান্ধা সীমান্তে অনুপ্রবেশের অভিযোগে, দুই বাংলাদেশি-সহ তিনজনকে ধরল বিএসএফ - বিএসএফ

কোচবিহারের চ্যাংরাবান্ধা সীমান্ত দিয়ে অনুপ্রবেশের পর বিএসএফের (BSF) হাতে দু’জন বাংলাদেশি নাগরিক (Bangladeshi Citizen) ধরা পড়েন ৷ তাঁদের সঙ্গে ধরা হয় এক ভারতীয়কেও ৷

bsf-detained-two-bengaladeshi-citizens-who-allegedly-infiltrated-india
BSF: চ্যাংরাবান্ধা সীমান্তে অনুপ্রবেশের অভিযোগে, দুই বাংলাদেশি-সহ তিনজনকে ধরল বিএসএফ
author img

By

Published : Sep 5, 2022, 9:10 PM IST

কোচবিহার, 5 সেপ্টেম্বর : বাংলাদেশ (Bangladesh) থেকে ভারতে (India) অনুপ্রবেশের (Infiltration) অভিযোগে কোচবিহারের চ্যাংরাবান্ধা সীমান্তে বিএসএফের (BSF) হাতে ধরা পড়ল এক ভারতীয়-সহ দুই বাংলাদেশি নাগরিক (Bangladeshi Citizen) । ধৃতদের নাম মঞ্জুর আলম এবং নুর আলম । দু’জনেই বাংলাদেশের ঠাকুরগঞ্জের বাসিন্দা । তাঁদের সঙ্গে পুষ্পনাথ রায় নামে এক ভারতীয় দালালকে গ্রেফতার করা হয়েছে । বিএসএফ সূত্রে জানা গিয়েছে, পুষ্পনাথের বাড়ি শিলিগুড়ির সেবক রোড এলাকায় ।

বিএসএফ সূত্রে খবর, ওই দুই বাংলাদেশি নাগরিক কোচবিহারের মেখলিগঞ্জ ব্লকের চ্যাংরাবান্ধা সীমান্ত দিয়ে ভারতে অবৈধভাবে অনুপ্রেবেশ করেন । এরপর তাঁরা ধৃত পুষ্পনাথের বাইকে চেপে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় চ্যাংরাবান্ধা বাইপাস এলাকায় ময়নাগুড়ি-মাথাভাঙা সড়ক থেকে তাঁদের আটক করে বিএসএফ ।

সোমবার, বিএসএফের 98 নম্বর ব্যাটালিয়নের বিএসবাড়ি সীমান্ত চৌকির জওয়ানরা ধৃত তিনজনকেই আটক করে মেখলিগঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেন । পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং নির্দিষ্ট ধারায় মামলা শুরু হয়েছে ৷

আরও পড়ুন : পাথরবোঝাই ট্রাকে ওষুধপাচারের চেষ্টা, গ্রেফতার এক বাংলাদেশি-সহ দুই

কোচবিহার, 5 সেপ্টেম্বর : বাংলাদেশ (Bangladesh) থেকে ভারতে (India) অনুপ্রবেশের (Infiltration) অভিযোগে কোচবিহারের চ্যাংরাবান্ধা সীমান্তে বিএসএফের (BSF) হাতে ধরা পড়ল এক ভারতীয়-সহ দুই বাংলাদেশি নাগরিক (Bangladeshi Citizen) । ধৃতদের নাম মঞ্জুর আলম এবং নুর আলম । দু’জনেই বাংলাদেশের ঠাকুরগঞ্জের বাসিন্দা । তাঁদের সঙ্গে পুষ্পনাথ রায় নামে এক ভারতীয় দালালকে গ্রেফতার করা হয়েছে । বিএসএফ সূত্রে জানা গিয়েছে, পুষ্পনাথের বাড়ি শিলিগুড়ির সেবক রোড এলাকায় ।

বিএসএফ সূত্রে খবর, ওই দুই বাংলাদেশি নাগরিক কোচবিহারের মেখলিগঞ্জ ব্লকের চ্যাংরাবান্ধা সীমান্ত দিয়ে ভারতে অবৈধভাবে অনুপ্রেবেশ করেন । এরপর তাঁরা ধৃত পুষ্পনাথের বাইকে চেপে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় চ্যাংরাবান্ধা বাইপাস এলাকায় ময়নাগুড়ি-মাথাভাঙা সড়ক থেকে তাঁদের আটক করে বিএসএফ ।

সোমবার, বিএসএফের 98 নম্বর ব্যাটালিয়নের বিএসবাড়ি সীমান্ত চৌকির জওয়ানরা ধৃত তিনজনকেই আটক করে মেখলিগঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেন । পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং নির্দিষ্ট ধারায় মামলা শুরু হয়েছে ৷

আরও পড়ুন : পাথরবোঝাই ট্রাকে ওষুধপাচারের চেষ্টা, গ্রেফতার এক বাংলাদেশি-সহ দুই

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.