ETV Bharat / state

Bangladeshis Arrested: ভারতে অবৈধ অনুপ্রবেশ, বাংলাদেশে ফিরতে গিয়ে কোচবিহারে গ্রেফতার 3 - কোচবিহারের খবর

অবৈধভাবে বাংলাদেশ (Bangladeshis Arrested) থেকে ভারতে অনুপ্রবেশ করতে গিয়ে বিএসএফ-এর হাতে গ্রেফতার হলেন 3 জন বাংলাদেশি নাগরিক (BSF arrests Bangladeshis)।

BSF arrests 3 Bangladeshis at Coochbihar border
ভারতে অনুপ্রবেশ করতে গিয়ে কোচবিহারে গ্রেফতার 3 বাংলাদেশি
author img

By

Published : Oct 2, 2022, 3:26 PM IST

Updated : Oct 2, 2022, 5:38 PM IST

কোচবিহার, 2 অক্টোবর: দুর্গাপুজোতে ভারত-বাংলাদেশ সীমান্তে অতিরিক্ত নজরদারি রাখছে সীমান্ত রক্ষী বাহিনী (Bangladeshis Arrested)। সীমান্তে চোরাচালান ও অনুপ্রবেশের প্রচেষ্টা রুখতে সর্বদা নজর রাখছে বিএসএফ । উৎসবের মরশুমের সুযোগ নিয়ে তিনজন বাংলাদেশি সীমান্ত পার হওয়ার চেষ্টা করেছিলেন ৷ গোপন সূত্র থেকে সে খবর পেয়ে পেয়ে শনিবার রাতে জলপাইগুড়ি সেক্টরের অধীনে 98 ব্যাটালিয়নের বিএসএফ জওয়ানরা কোচবিহারের চ্যাংরাবান্ধা সীমান্ত থেকে তাঁদের আটক করেন (BSF arrests Bangladeshis)৷

বিএসএফ-এর হাতে ধরা পড়া বাংলাদেশি নাগরিকরা হলেন মহম্মদ সাকিল ইসলাম (19), আবদুল হামিদ (27) ও হাসানুজ্জামান (21) ৷ তিন জনের বাড়ি বাংলাদেশের লালমণিরহাট জেলার পাটগ্রাম থানার জামগ্রাম এলাকায় ৷

এ দিন অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের সময় তিনজনকে আটক করা হয় । বাংলাদেশি নাগরিকদের জিজ্ঞাসাবাদে করে জানা গিয়েছে যে, কাজের সন্ধানে তাঁরা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন এবং কেরলের এর্নাকুলাম জেলার পালাক্কাদে চিত্রশিল্পী হিসাবে কাজ করার জন্য যাচ্ছেন । প্রাথমিক জিজ্ঞাসাবাদে সীমান্তরক্ষী বাহিনী অনেক গুরুত্বপূর্ণ তথ্য ও স্থানীয় লোকজনের নাম পেয়েছে ।

আরও পড়ুন: অবৈধভাবে ভারতে প্রবেশের দায়ে বিএসএফের হাতে আটক 3 বাংলাদেশি

বিএসএফ সূত্রে খবর, তিনজন বাংলাদেশির অপরাধের গুরুত্ব বিবেচনা করে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয় । একইসঙ্গে, দুর্গাপুজো উপলক্ষে সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন সীমান্তরক্ষী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ।

মেখলিগঞ্জ থানার পুলিশ জানিয়েছে, তিনজন বাংলাদেশিকে বিএসএফ তাদের হাতে তুলে দেয় ৷ তাঁদের গ্রেফতার করে নির্দিষ্ট ধারায় মামলা শুরু হয়েছে ।

কোচবিহার, 2 অক্টোবর: দুর্গাপুজোতে ভারত-বাংলাদেশ সীমান্তে অতিরিক্ত নজরদারি রাখছে সীমান্ত রক্ষী বাহিনী (Bangladeshis Arrested)। সীমান্তে চোরাচালান ও অনুপ্রবেশের প্রচেষ্টা রুখতে সর্বদা নজর রাখছে বিএসএফ । উৎসবের মরশুমের সুযোগ নিয়ে তিনজন বাংলাদেশি সীমান্ত পার হওয়ার চেষ্টা করেছিলেন ৷ গোপন সূত্র থেকে সে খবর পেয়ে পেয়ে শনিবার রাতে জলপাইগুড়ি সেক্টরের অধীনে 98 ব্যাটালিয়নের বিএসএফ জওয়ানরা কোচবিহারের চ্যাংরাবান্ধা সীমান্ত থেকে তাঁদের আটক করেন (BSF arrests Bangladeshis)৷

বিএসএফ-এর হাতে ধরা পড়া বাংলাদেশি নাগরিকরা হলেন মহম্মদ সাকিল ইসলাম (19), আবদুল হামিদ (27) ও হাসানুজ্জামান (21) ৷ তিন জনের বাড়ি বাংলাদেশের লালমণিরহাট জেলার পাটগ্রাম থানার জামগ্রাম এলাকায় ৷

এ দিন অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের সময় তিনজনকে আটক করা হয় । বাংলাদেশি নাগরিকদের জিজ্ঞাসাবাদে করে জানা গিয়েছে যে, কাজের সন্ধানে তাঁরা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন এবং কেরলের এর্নাকুলাম জেলার পালাক্কাদে চিত্রশিল্পী হিসাবে কাজ করার জন্য যাচ্ছেন । প্রাথমিক জিজ্ঞাসাবাদে সীমান্তরক্ষী বাহিনী অনেক গুরুত্বপূর্ণ তথ্য ও স্থানীয় লোকজনের নাম পেয়েছে ।

আরও পড়ুন: অবৈধভাবে ভারতে প্রবেশের দায়ে বিএসএফের হাতে আটক 3 বাংলাদেশি

বিএসএফ সূত্রে খবর, তিনজন বাংলাদেশির অপরাধের গুরুত্ব বিবেচনা করে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয় । একইসঙ্গে, দুর্গাপুজো উপলক্ষে সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন সীমান্তরক্ষী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ।

মেখলিগঞ্জ থানার পুলিশ জানিয়েছে, তিনজন বাংলাদেশিকে বিএসএফ তাদের হাতে তুলে দেয় ৷ তাঁদের গ্রেফতার করে নির্দিষ্ট ধারায় মামলা শুরু হয়েছে ।

Last Updated : Oct 2, 2022, 5:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.