ETV Bharat / state

Bomb Recovered: দিনহাটায় চাষের জমিতে উদ্ধার তাজা বোমা, আতঙ্ক এলাকায় - Bomb Recovered

চাষের জমি থেকে উদ্ধার বোমা (Bomb Recovered from Dinhata) ৷ ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে দিনহাটার কালমাটি গ্রামে ৷

Bomb Recovered
চাষের জমিতে উদ্ধার তাজা বোমা
author img

By

Published : Mar 8, 2023, 7:10 PM IST

চাষের জমিতে উদ্ধার তাজা বোমা

কোচবিহার, 8 মার্চ: সাত সকালে চাষের জমি থেকে উদ্ধার তাজা বোমা (Bomb Recovered from land in Dinhata) ৷ ঘটনাকে ঘিরে ছড়াল আতঙ্ক ৷ ঘটনাটি ঘটেছে ভারত বাংলাদেশ সীমান্তের দিনহাটার বামনহাট দু'নম্বর গ্রাম পঞ্চায়েতের কালমাটি গ্রামে । জানা গিয়েছে, সংশ্লিষ্ট ওই এলাকার বাসিন্দা সুধীর বর্মনের জমিতে কে বা কারা গতকাল রাতে একটি তাজা বোমা রেখে যায় । বুধবার সকালে জমির মালিক সুধীর সরিষা তুলতে এলে দেখতে পান তাঁর জমিতে একটি তাজা বোমা পড়ে রয়েছে। তৎক্ষণাৎ তিনি পাড়া প্রতিবেশীদের ডাকেন এবং সেই খবর চাউর হতেই স্থানীয় এলাকার বহু মানুষ ভিড় জমায় । খবর দেওয়া হয় সাহেবগঞ্জ থানায় । কিছুক্ষণের মধ্যে সাহেবগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় ৷ তারা তাজা বোমাটিকে নিষ্ক্রিয় করে উদ্ধার করে নিয়ে যায় ।

এ বিষয়ে স্থানীয় এলাকার তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি চঞ্চল কুমার রায় জানান, তিনি ফোনের মাধ্যমে বোমা উদ্ধারের কথা শুনে ঘটনাস্থলে ছুটে আসেন এবং সাহেবগঞ্জ থানায় খবর দেন । তিনি আরও জানান, বামনহাট 2 নম্বর গ্রাম পঞ্চায়েত খুবই শান্তিপ্রিয় জায়গা। তাই কে বা কারা বোমা রেখে এলাকাকে আতঙ্কিত করতে চাইছে তিনি জানেন না । তাই তিনি প্রশাসনের কাছে আবেদন করেন, ঘটনার প্রকৃত সত্য উদ্ধার করা হোক ।

পাশপাশি ওই এলাকার বাসিন্দা অমলকৃষ্ণ রায় জানান, তিনি কোনওদিন এত বড় তাজা বোমা দেখেননি। তাঁরা সকলেই খুবই আতঙ্কিত এবং পুলিশ প্রশাসনের প্রতি তাঁদের বিশ্বাস রয়েছে বলে তিনি জানান ৷ ঘটনার প্রকৃত সত্য উদ্ধার করা হবে তাঁর মত। যদিও বিজেপির দিনহাটা শহর মন্ডল সভাপতি অজয় রায় বলেন, "তৃণমূল এলাকায় অশান্তি করার জন্য ওই বোমা রেখেছে।" যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে শাসক দল ।

আরও পড়ুন: সামশেরগঞ্জে আমবাগান থেকে উদ্ধার ব্যাগ ভরতি তাজা বোমা

চাষের জমিতে উদ্ধার তাজা বোমা

কোচবিহার, 8 মার্চ: সাত সকালে চাষের জমি থেকে উদ্ধার তাজা বোমা (Bomb Recovered from land in Dinhata) ৷ ঘটনাকে ঘিরে ছড়াল আতঙ্ক ৷ ঘটনাটি ঘটেছে ভারত বাংলাদেশ সীমান্তের দিনহাটার বামনহাট দু'নম্বর গ্রাম পঞ্চায়েতের কালমাটি গ্রামে । জানা গিয়েছে, সংশ্লিষ্ট ওই এলাকার বাসিন্দা সুধীর বর্মনের জমিতে কে বা কারা গতকাল রাতে একটি তাজা বোমা রেখে যায় । বুধবার সকালে জমির মালিক সুধীর সরিষা তুলতে এলে দেখতে পান তাঁর জমিতে একটি তাজা বোমা পড়ে রয়েছে। তৎক্ষণাৎ তিনি পাড়া প্রতিবেশীদের ডাকেন এবং সেই খবর চাউর হতেই স্থানীয় এলাকার বহু মানুষ ভিড় জমায় । খবর দেওয়া হয় সাহেবগঞ্জ থানায় । কিছুক্ষণের মধ্যে সাহেবগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় ৷ তারা তাজা বোমাটিকে নিষ্ক্রিয় করে উদ্ধার করে নিয়ে যায় ।

এ বিষয়ে স্থানীয় এলাকার তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি চঞ্চল কুমার রায় জানান, তিনি ফোনের মাধ্যমে বোমা উদ্ধারের কথা শুনে ঘটনাস্থলে ছুটে আসেন এবং সাহেবগঞ্জ থানায় খবর দেন । তিনি আরও জানান, বামনহাট 2 নম্বর গ্রাম পঞ্চায়েত খুবই শান্তিপ্রিয় জায়গা। তাই কে বা কারা বোমা রেখে এলাকাকে আতঙ্কিত করতে চাইছে তিনি জানেন না । তাই তিনি প্রশাসনের কাছে আবেদন করেন, ঘটনার প্রকৃত সত্য উদ্ধার করা হোক ।

পাশপাশি ওই এলাকার বাসিন্দা অমলকৃষ্ণ রায় জানান, তিনি কোনওদিন এত বড় তাজা বোমা দেখেননি। তাঁরা সকলেই খুবই আতঙ্কিত এবং পুলিশ প্রশাসনের প্রতি তাঁদের বিশ্বাস রয়েছে বলে তিনি জানান ৷ ঘটনার প্রকৃত সত্য উদ্ধার করা হবে তাঁর মত। যদিও বিজেপির দিনহাটা শহর মন্ডল সভাপতি অজয় রায় বলেন, "তৃণমূল এলাকায় অশান্তি করার জন্য ওই বোমা রেখেছে।" যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে শাসক দল ।

আরও পড়ুন: সামশেরগঞ্জে আমবাগান থেকে উদ্ধার ব্যাগ ভরতি তাজা বোমা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.