দিনহাটা, 15 সেপ্টেম্বর : পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি ও বোমা ছোড়া হল দিনহাটার ভেটাগুড়িতে । গতরাত সাড়ে 11টা নাগাদ কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিকের বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে এই ঘটনা ঘটে । এবিষয়ে কোচবিহার জেলা পুলিশের কর্তারা মুখ খুলতে চাননি ।
লোকসভা নির্বাচনের পর থেকেই একাধিকবার উত্তপ্ত হয়েছে কোচবিহার জেলার একাধিক এলাকা । একাধিকবার সংঘর্ষ বেধেছে তৃণমূল ও BJP-র মধ্যে ৷ আর গত কয়েকদিন ধরেই উত্তপ্ত দিনহাটার ভেটাগুড়ি এলাকা ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টহলদারি চালাচ্ছে পুলিশও৷ গতকাল পুলিশের একটি গাড়ি যখন BJP সাংসদ নিশীথ প্রামাণিকের বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে টহল দিচ্ছিল তখন তা লক্ষ্য করে গুলি চালানোর পাশাপাশি বোমাও ছোড়া হয় ৷ এরপরই পালিয়ে যায় দুষ্কৃতীরা ।
খবর পেয়ে দিনহাটা থেকে পুলিশ সেখানে যায় । এই ঘটনায় BJP-র বিরুদ্ধেই অভিযোগ তুলেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ৷ তৃণমূল বিধায়ক উদয়ন গুহ বলেন, BJP আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে । যদিও বিষয়টি নিয়ে মুখ খুলতে চাননি BJP সাংসদ নিশীথ প্রামাণিক । তবে BJP-র কোচবিহার জেলা সহ সভাপতি ব্রজগোবিন্দ বর্মণ বলেন, এই ঘটনায় তাঁদের কেউ জড়িত নয় ।