তুফানগঞ্জ, 25 মার্চ : রাস্তার কাজের দখলদারি নিয়ে তুফানগঞ্জের যুব তৃণমূল নেতা বাসুদেব রায়ের বাড়ির সামনে বোমাবাজি ৷ শুক্রবার ভোররাতে ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ এলাকার 1 নম্বর ব্লকের চিলাখানা গ্রাম পঞ্চায়েতের ঘোগারকুঠির নতুন বাজার এলাকায় (Bomb Blast At The House Of A Tmc Youth Leader)৷
স্থনীয় সূত্রে খবর, তুফানগঞ্জ -1 নং ব্লকের চিলাখানা 2 গ্রাম পঞ্চায়েতে ঘোগারকুঠি গ্রামে রাস্তার কাজের মাটি ফেলার কাজ চলছিল ৷ তা নিয়ে বেশ কিছুদিন ধরে তৃণমূল যুব সভাপতি বাসুদেব রায়ের সঙ্গে অঞ্চল সভাপতি কমলেশ্বর বর্মনের মতানৈক্য ছিল (Tufanganj Tmc Inner Clash) ।
আরও পড়ুন: তৃণমূলের সভায় অনুব্রতর সামনেই গোষ্ঠীদ্বন্দ্ব, বিশৃঙ্খলা
যুবনেতা বাসুদেব রায়ের অভিযোগ, গ্রাম পঞ্চায়েতের রাস্তার কাজের ডাম্পার দিয়ে মাটি ফেলার কাজ শুরু হওয়ার কথা ছিল আজ থেকে ৷ অঞ্চলের সকলে মিলে যাতে কাজটি করে সেই দাবি জানিয়ে ছিলেন বাসুদেব রায় ৷ তারপরেই তাঁর বাড়ির সামনে বোমা ফেলা হয়েছে ৷ বোমাবাজিতে ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরের একাংশ ৷ এলাকায় উত্তেজনা এড়াতে বাড়ির সামনে পুলিশ পিকেট বসানো হয়েছে (Tmc Inner Clash At Tufanganj)৷
যদিও বাসুদেব রায়ের আনা অভিযোগ অস্বীকার করেছেন চিলাখানা -2 নং ব্লকের অঞ্চল সভাপতি কমলেশ্বর বর্মন ৷ ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় থানার পুলিশ ৷