কোচবিহার, 9 সেপ্টেম্বর : কোচবিহারের তুফানগঞ্জে একটি বাড়ি থেকে এক গৃহবধূ তাঁর 10 বছরের শিশু কন্যার দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল । মৃতার বাবার অভিযোগ, শ্বশুরবাড়ির লোকেরাই খুন করেছে ৷ অভিযোগের ভিত্তিতে দেহ উদ্ধার করে তদন্ত শুরু করেছে পুলিশ৷ আটক করা হয়েছে 2 জনকে ৷
তুফানগঞ্জের ধলপল 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার একটি বাড়ি থেকে গত কয়েকদিন ধরেই দুর্গন্ধ পাচ্ছিলেন স্থানীয়রা । এরপর পুলিশে খবর দেয় স্থানীয়রা ৷ তুফানগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে এসে ওই বাড়ি থেকে এক শিশু কন্যা ও তার মায়ের মৃতদেহ উদ্ধার করে । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধলপল 2 গ্রামের যুবকের সঙ্গে বিয়ে হয় বারোবিশার ভলকা এলাকার কণিকা বিশ্বাসের । কিছুদিন যেতে না যেতে স্বামী তাঁকে ছেড়ে চলে যায় । মেয়েকে নিয়ে শ্বশুরবাড়িতেই থাকতেন কণিকা বিশ্বাস । অভিযোগ, মেয়ে ও মায়ের উপর মানসিক চালাত শ্বশুরবাড়ির লোকজন । কণিকার বাবা চন্দ্রধর বিশ্বাসের অভিযোগ, তাঁর মেয়েকে পরিকল্পনা করে খুন করা হয়েছে ।
এই ঘটনায় পুলিশ মৃতার শ্বশুরবাড়ির দু'জনকে আটক করেছে । ঘটনার তদন্ত শুরু করেছে তুফানগঞ্জ থানার পুলিশ ৷