ETV Bharat / state

তুফানগঞ্জে ঝুলন্ত অবস্থায় উদ্ধার বিজেপি কর্মীর দেহ, বিক্ষোভ - বিজেপি

ফের ঝুলন্ত অবস্থায় উদ্ধার হল বিজেপি কর্মীর দেহ ৷ কোচবিহারের তুফানগঞ্জের অন্দরানফুলবাড়ি 1 নম্বর গ্রামপঞ্চায়েত এলাকায় এক হাইস্কুল থেকে দেহটি উদ্ধার হয় ৷

hanging bjp workers body found
ঝুলন্ত অবস্থায় উদ্ধার বিজেপি কর্মীর দেহ
author img

By

Published : Dec 9, 2020, 4:03 PM IST

Updated : Dec 9, 2020, 7:21 PM IST

কোচবিহার, 9 ডিসেম্বর : কোচবিহারের তুফানগঞ্জের অন্দরানফুলবাড়ি 1 নম্বর গ্রামপঞ্চায়েত এলাকায় উদ্ধার হল এক বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ ৷ মৃতের নাম স্বপন দাস ৷ পুলিশ মৃতদেহ নিয়ে যাওয়ার সময় বিক্ষোভ দেখান বিজেপি কর্মী-সমর্থকরা ।

গতকাল সকালে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফেরেননি স্বপনবাবু ৷ আজ সকালে স্কুলের ভিতরে তাঁর দেহ ঝুলতে দেখেন স্থানীয়রা । বিজেপির অভিযোগ, তাদের কর্মীকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে । বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

স্থানীয় এক বিজেপি নেতা বলেন, "হালকা দড়ি দিয়ে স্বপনকে গাছে ঝোলানো হয়েছে ৷ ওই দড়িতে কেউ আত্মহত্যা করতে পারে না ৷ তা ছাড়া গাছের নিচে রক্তও পড়ে থাকতে দেখা গেছে ৷ এই ঘটনা তৃণমূল দুষ্কৃতীরা ঘটিয়েছে ৷ আমরা পূর্ণাঙ্গ তদন্ত দাবি করছি ৷"

গত মাসে নদিয়ার গয়েশপুরে বিজেপি কর্মী বিজয় শীলের ঝুলন্ত দেহ উদ্ধার হয় ৷ সেপ্টেম্বরে হুগলির গোঘাটে স্টেশন সংলগ্ন এলাকায় ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় গণেশ রায় নামে বিজেপি কর্মীর দেহ ৷ গত বছরের নভেম্বরে পশ্চিম মেদিনীপুরের দাঁতনে বর্ষা হাঁসদা নামে এক বিজেপি কর্মীর দেহ উদ্ধার হয় তাঁর বাড়ির কাছেই ।

ঝুলন্ত অবস্থায় উদ্ধার বিজেপি কর্মীর দেহ

পঞ্চায়েত নির্বাচনের আগে পুরুলিয়ার বলরামপুরে দুলাল কুমার ও ত্রিলোচন মাহাত নামে দুই বিজেপি কর্মীর ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়। সেই সময়ও তাঁদের খুনের অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে । লোকসভায় ভোটের সময় পুরুলিয়ার বাঘমুণ্ডির আড়ষা থানা এলাকার সেনাবনা গ্রাম থেকে শিশুপাল সহিস নামে এক বিজেপি কর্মীর দেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় ৷

আরও পড়ুন :বাংলায় এলে দুঃখ হয়, লজ্জাও লাগে : নাড্ডা

কোচবিহার, 9 ডিসেম্বর : কোচবিহারের তুফানগঞ্জের অন্দরানফুলবাড়ি 1 নম্বর গ্রামপঞ্চায়েত এলাকায় উদ্ধার হল এক বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ ৷ মৃতের নাম স্বপন দাস ৷ পুলিশ মৃতদেহ নিয়ে যাওয়ার সময় বিক্ষোভ দেখান বিজেপি কর্মী-সমর্থকরা ।

গতকাল সকালে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফেরেননি স্বপনবাবু ৷ আজ সকালে স্কুলের ভিতরে তাঁর দেহ ঝুলতে দেখেন স্থানীয়রা । বিজেপির অভিযোগ, তাদের কর্মীকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে । বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

স্থানীয় এক বিজেপি নেতা বলেন, "হালকা দড়ি দিয়ে স্বপনকে গাছে ঝোলানো হয়েছে ৷ ওই দড়িতে কেউ আত্মহত্যা করতে পারে না ৷ তা ছাড়া গাছের নিচে রক্তও পড়ে থাকতে দেখা গেছে ৷ এই ঘটনা তৃণমূল দুষ্কৃতীরা ঘটিয়েছে ৷ আমরা পূর্ণাঙ্গ তদন্ত দাবি করছি ৷"

গত মাসে নদিয়ার গয়েশপুরে বিজেপি কর্মী বিজয় শীলের ঝুলন্ত দেহ উদ্ধার হয় ৷ সেপ্টেম্বরে হুগলির গোঘাটে স্টেশন সংলগ্ন এলাকায় ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় গণেশ রায় নামে বিজেপি কর্মীর দেহ ৷ গত বছরের নভেম্বরে পশ্চিম মেদিনীপুরের দাঁতনে বর্ষা হাঁসদা নামে এক বিজেপি কর্মীর দেহ উদ্ধার হয় তাঁর বাড়ির কাছেই ।

ঝুলন্ত অবস্থায় উদ্ধার বিজেপি কর্মীর দেহ

পঞ্চায়েত নির্বাচনের আগে পুরুলিয়ার বলরামপুরে দুলাল কুমার ও ত্রিলোচন মাহাত নামে দুই বিজেপি কর্মীর ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়। সেই সময়ও তাঁদের খুনের অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে । লোকসভায় ভোটের সময় পুরুলিয়ার বাঘমুণ্ডির আড়ষা থানা এলাকার সেনাবনা গ্রাম থেকে শিশুপাল সহিস নামে এক বিজেপি কর্মীর দেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় ৷

আরও পড়ুন :বাংলায় এলে দুঃখ হয়, লজ্জাও লাগে : নাড্ডা

Last Updated : Dec 9, 2020, 7:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.