কোচবিহার, 21 মে : তৃণমূল কর্মীর বাড়িতে হামলার অভিযোগে উত্তপ্ত ভেটাগুড়ি -1 গ্রাম পঞ্চায়েতের রুয়েরকুঠি গ্রাম । বৃহস্পতিবার রাতে তৃণমূল কর্মী সুবল মণ্ডলের বাড়িতে হামলা চালানো হয় । এমনকি বোমাবাজিও করা হয় বলে অভিযোগ । অভিযোগের তির বিজেপির দিকে ৷
বাড়িতে হামলা হতে পারে, এই খবর পেয়ে আগেভাগেই সুবল মণ্ডল সহ তাঁর পরিবারের সদস্যরা অন্যত্র আশ্রয় নিয়েছিলেন । খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে অভিযোগের ভিত্তিতে রূপম সরকার নামে এক যুবককে গ্রেফতার করে ৷ ধৃত যুবক এলাকায় বিজেপি কর্মী বলে পরিচিত । তাঁর কাছ থেকে প্রচুর তির- ধনুক ও ধারালো অস্ত্র উদ্ধার হয় ।
আরও পড়ুন : কাটল না জট, 5 দিন ধরে রাজ্যজুড়ে নারদ-নারদ
বিধানসভা নির্বাচনের আগে থেকেই উত্তপ্ত দিনহাটার বিভিন্ন গ্রাম । বিধানসভা নির্বাচনের পর করোনার কারণে কিছুদিন পরিস্থিতি শান্ত ছিল ৷ তবে বৃহস্পতিবার রাতে এলাকা ফের উত্তপ্ত হয়ে ওঠে । স্থানীয় তৃণমূল কর্মী সুবল মণ্ডলের বাড়ি ভাঙচুর করা হয় । তৃণমূল নেতা বিশ্বনাথ দে আমিন বলেন, ‘‘বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছে ।’’ যদিও বিজেপির কোচবিহার জেলা সম্পাদক সুদেব কর্মকার বলেন, ‘‘ভিত্তিহীন অভিযোগ তোলা হচ্ছে ।’’ ঘটনার তদন্ত শুরু করেছে দিনহাটা থানার পুলিশ ।