ETV Bharat / state

জয় শ্রীরাম বলায় BJP কর্মীকে মারধরের অভিযোগ - কোচবিহার

জয় শ্রীরাম স্লোগান তোলা নিয়ে BJP কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে কোচবিহারের তুফানগঞ্জে ।

BJP ATTACK
BJP ATTACK
author img

By

Published : Oct 4, 2020, 5:28 PM IST

Updated : Oct 4, 2020, 6:19 PM IST

কোচবিহার, 4 অক্টোবর : কৃষি আইন বিরোধীতায় দেশজুড়ে চলছে বিরোধীদের বিক্ষোভ । অন্যদিকে এই আইনের সমর্থনে দেশজুড়ে প্রচার চালাতে ময়দানে নেমেছে BJP-ও । এমনই এক কৃষি আইন সমর্থন মিছিলে জয় শ্রীরাম স্লোগান তোলায় এবং BJP করার অপরাধে এক কর্মী ও তার পরিবারের লোকজনকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । শনিবার রাতে ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জের মারুগঞ্জ এলাকায় ।

ঘটনায় জখম ওই BJP কর্মী সহ পরিবারের 5 জন । BJP কর্মী মদন মোহন তন্ত্রীকে গুরুতর আহত অবস্থায় কোচবিহার সরকারি এম জে এন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন । ঘটনায় তুফানগঞ্জ থানা লিখিত অভিযোগ দায়ের করেছে BJP । যদিও গোটা বিষয়টি নিয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্ব অভিযোগ অস্বীকার করেছে ।

BJP কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

জানা গেছে, শনিবার মারুগঞ্জ এলাকায় BJP-র পক্ষ থেকে কৃষি আইনের সমর্থনে একটি মিছিলের আয়োজন করা হয় । সেই সময় মহন মোহন তন্ত্রী ও আরও BJP কর্মী জয় শ্রীরাম স্লোগান তোলেন । অভিযোগ, এরপর তৃণমূল আশ্রিত কয়েকজন দুষ্কৃতী মহন মোহন তন্ত্রীর উপর হামলা চালায় । পরে তাঁর বাড়িতে গিয়েচে হামলা চালানো হয় । ঘটনার তদন্ত শুরু করেছে তুফানগঞ্জ থানার পুলিশ ।

কোচবিহার, 4 অক্টোবর : কৃষি আইন বিরোধীতায় দেশজুড়ে চলছে বিরোধীদের বিক্ষোভ । অন্যদিকে এই আইনের সমর্থনে দেশজুড়ে প্রচার চালাতে ময়দানে নেমেছে BJP-ও । এমনই এক কৃষি আইন সমর্থন মিছিলে জয় শ্রীরাম স্লোগান তোলায় এবং BJP করার অপরাধে এক কর্মী ও তার পরিবারের লোকজনকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । শনিবার রাতে ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জের মারুগঞ্জ এলাকায় ।

ঘটনায় জখম ওই BJP কর্মী সহ পরিবারের 5 জন । BJP কর্মী মদন মোহন তন্ত্রীকে গুরুতর আহত অবস্থায় কোচবিহার সরকারি এম জে এন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন । ঘটনায় তুফানগঞ্জ থানা লিখিত অভিযোগ দায়ের করেছে BJP । যদিও গোটা বিষয়টি নিয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্ব অভিযোগ অস্বীকার করেছে ।

BJP কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

জানা গেছে, শনিবার মারুগঞ্জ এলাকায় BJP-র পক্ষ থেকে কৃষি আইনের সমর্থনে একটি মিছিলের আয়োজন করা হয় । সেই সময় মহন মোহন তন্ত্রী ও আরও BJP কর্মী জয় শ্রীরাম স্লোগান তোলেন । অভিযোগ, এরপর তৃণমূল আশ্রিত কয়েকজন দুষ্কৃতী মহন মোহন তন্ত্রীর উপর হামলা চালায় । পরে তাঁর বাড়িতে গিয়েচে হামলা চালানো হয় । ঘটনার তদন্ত শুরু করেছে তুফানগঞ্জ থানার পুলিশ ।

Last Updated : Oct 4, 2020, 6:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.