কোচবিহার, 27 অক্টোবর : BJP কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । গতরাতে ও আজ সকালে ওই কর্মীকে মারধর করা হয় বলে অভিযোগ। কোচবিহারের দেওয়ানহাট এলাকার ঘটনা ।
আহত BJP কর্মীর নাম মন্টু মিঞা । বর্তমানে MJN মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। অভিযোগ, দেওয়ানহাট বালাসি থেকে বাড়ি ফেরার পথে কয়েকজন তৃণমূল আশ্রিত দুষ্কৃতী তাঁর উপর রড, লাঠি, নিয়ে হামলা চালায় ।
BJP নেতা শুভাশিস চৌধুরি বলেন, তৃণমূল আশ্রিত দুস্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে । যদিও অভিযোগ অস্বীকার করেছে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক খোকন মিঞা ।